(p. 710) muchā, mōchā ক্রি. বি. 1 (বস্ত্রাদি দ্বারা) ঘষে পরিষ্কার করা বা শুষ্ক করা (গা মোছা, ঘরদোর মোছা, হাতমুক মোছা); 2 ঘষে তুলে ফেলা (কালির দাগ মোছা)। বিণ. উক্ত উভয় অর্থে। [ সং. √ মৃজ্ (=শোধন), তু. বাং. পুঁছা]। ̃ নো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া। বিণ. উক্ত অর্থে। 14)