Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(অশোভন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-শাসন
(p. 31) anu-śāsana বি. 1 উপদেশ; 2 শিক্ষা; 3 আদেশ, আজ্ঞা, নির্দেশ (ধর্মের অনুশাসন); 4 বিধান, edict (অশোকের অনুশাসন)। [সং. অনু + শাসন]। 20)
অশোধিত
(p. 66) aśōdhita বিণ. 1 শোধিত বা সংশোধিত হয়নি এমন, অমার্জিত (অশোধিত তেল); পরিমার্জনা হয়নি এমন; 2 পরিশোধ বা শোধ করা হয়নি এমন (অশোধিত ঋণ)। [সং. ন + শোধিত]। 14)
অশোভন
(p. 66) aśōbhana বিণ. শোভা পায় না এমন; মানায় না এমন, বেমানান (অশোভন আচরণ); সুদৃশ্য বা সুসজ্জিত নয় এমন। [সং. ন + শোভন]। স্ত্রী. অশোভনা। ̃ তা বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি। অশোভিত বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন। 15)
ঘ্যাম
(p. 272) ghyāma বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)। [দেশি]। 31)
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
চোট
(p. 297) cōṭa বি. 1 আঘাত (লাঠির চোট, পায়ে চোট আছে); 2 জোর, শক্তি (কথার চোট, মারের চোটে); 3 ক্রোধ, রাগ, কোপ (চোটপাট করা); 4 বেগ, তোড়, দমক (হাসির চোট); 5 দফা, বার (একচোটে অনেকটা)। [হি. চোট্]। ̃ পাট বি. ক্রোধ প্রকাশ; তিরস্কার, বকুনিঝকুনি। চোট হওয়া ক্রি. বি. (অশোভন) ক্ষতি হওয়া; লোকসান হওয়া (অনেকগুলো টাকা চোট হয়ে গেল)। 12)
টুপি
(p. 346) ṭupi বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)। 23)
ঠেক1
(p. 350) ṭhēka1 বি. (অশোভন) 1 আশ্রয়; 2 আড্ডা (চায়ের দোকানটা এখন তার নতুন ঠেক হয়েছে)। [হি. ঠেক]। 55)
ঢপ৪
(p. 360) ḍhapa4 বি. (অশোভন) ধাপ্পা, মিথ্যে কথা, গুলপট্টি (আমাকে ঢপ দেওয়া সহজ নয়)। [দেশি]। 13)
তাপ্পি
(p. 375) tāppi বি. 1 ছেঁড়া কাপড় ইত্যাদি সংস্কারের জন্য বাঁধা পটি, তালি (তাপ্পি-মারা মশারি); 2 (অশোভন) ধাপ্পা, গুলপট্টি। [বাং তু. সং. তল্লিকা]। 33)
ধোলাই
(p. 441) dhōlāi বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]। 11)
নেড়ে
(p. 479) nēḍ়ē (অশোভন) বি. নিম্নশ্রেণির মুসলমান। [বাং. নেড়া + এ]। 21)
পর-ভাতার
(p. 488) para-bhātāra বি. (অশোভন) অন্যের স্বামী। [সং. পর3 + বাং. ভাতার]। 160)
পুরিয়া
(p. 526) puriẏā বি. 1 কাগজের মোড়ক; 2 কাগজে মোড়া ওষুধ বা অনুরূপ বস্তু; 3 রাগিণীবিশেষ; 4 (অশোভন) পরীক্ষায় নকল করার কাগজ বা কাগজের টুকরো। [হি. পুড়িয়া সং. পুট, পুটক]। 49)
প্যাঁক
(p. 534) pyān̐ka বি. হাঁসের ডাক। [ধ্বন্যা.]। প্যাঁক দেওয়া ক্রি. বি. (অশোভন) বিদ্রুপাত্মক ধ্বনি দেওয়া, ব্যঙ্গবিদ্রুপ করা (এই পোশাকে সেখানে গেলে লোকে প্যাঁক দেবে)। 73)
প্যাঁদানো
(p. 534) pyān̐dānō বি. ক্রি. (অশোভন) প্রহার দেওয়া, মারধর করা। [দেশি]। প্যাঁদানি বি. (অশোভন) প্রহার। 79)
ফাঁট
(p. 563) phān̐ṭa (অশোভন) বি. ঠাট, জাঁক (পয়সাকড়ি হওয়ায় সে আজকাল খুব ফাঁটে চলে)। [দেশি]। 11)
ফেকলু
(p. 567) phēkalu (অশোভন) বি. বিণ. ফালতু, বাজে (যত সব ফেকলুপার্টি)। [দেশি]। ̃ পার্টি বি. আজেবাজে লোক। 40)
ফোকট
(p. 570) phōkaṭa বি. (অশোভন) বিনামূল্য, নিখরচা (ফোকটে বেড়িয়ে এলে)। [হি. ফোকট]। 8)
বাক-তাল্লা
(p. 591) bāka-tāllā বি. (অশোভন) অসার কিন্তু দম্ভপূর্ণ উক্তি; বড়ো বড়ো কথা। [দেশি]। 34)
বোমকে যাওয়া
(p. 646) bōmakē yāōẏā ক্রি. বি. (অশোভন) ঘাবড়ে যাওয়া, হতচকিত হওয়া। [দেশি]। 45)
লাট৩
(p. 759) lāṭa3 বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)।[হি. লাঠ্]। 12)
সমুত্-কীর্ণ
(p. 814) samut-kīrṇa বিণ. বিশেষভাবে বা সম্যক ক্ষোদিত (অশোকের বাণী স্তম্ভগাত্রে সমুত্কীর্ণ)। [সং. সম্ + উত্কীর্ণ]। 10)
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
হাগা (অশোভন)
(p. 862) hāgā (aśōbhana) ক্রি. মলত্যাগ করা। বি. উক্ত অর্থে। [ সং. √ হদ্]। ̃ নো ক্রি. মলত্যাগ করানো। বি. উক্ত অর্থে। 63)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140469
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us