Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(আচ্ছা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আচ্ছা
(p. 85) ācchā অব্য. সম্মতিসূচক বা স্বীকারসূচক শব্দ (আচ্ছা, তাই হবে); ধরা যাক (আচ্ছা তাই যেন হল)। বিণ. ক্রি-বিণ. 1 বেশ, ভালো, উত্তম, খুব (আচ্ছা সেজেছে, আচ্ছা বলেছ ভাই); 2 (ব্যঙ্গে) বিলক্ষণ (আচ্ছা সাধুর পাল্লায় পড়েছ); 3 চমত্কার (আচ্ছা বুদ্ধি বটে তোমার, আচ্ছা কথা শুনিয়ে দিলাম)। [সং. অস্তু ? অচ্ছ?]। 14)
আচ্ছিন্ন
(p. 85) ācchinna বিণ. ছিন্ন করা বা ছেঁড়া হয়েছে এমন (আচ্ছিন্ন বস্ত্র)। [সং. আ + √ ছিদ্ + ত]। 17)
কার৩
(p. 181) kāra3 বি. ফ্যাসাদ; ঝামেলা; সংকট (আচ্ছা কারে পড়েছি)। [ফা. কার্]। 125)
খচ্চর
(p. 221) khaccara বি. 1 অশ্বতর, ঘোড়া ও গাধার মিলনজাত জীববিশেষ; 2 (আল.) দুর্বৃত্ত, বদমাশ লোক (আচ্ছা খচ্চর তো!)। [দেশি]। তিলে খচ্চর গায়ে তিলের মতো দাগযুক্ত খচ্চর; হাড়ে হাড়ে বদমাশ। 19)
খলিফা
(p. 224) khaliphā বি. 1 ওস্তাদ কারিগর; 2 দরজি; 3 মুসলমানজগতের শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি; 4 (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত ব্যক্তি। বিণ. (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত (আচ্ছা খলিফা লোক তো!)। [আ. খলীফা]। 37)
খাজা
(p. 226) khājā বি. ময়দার তৈরি মিঠাইবিশেষ (খাজাগজা খাই না)। বিণ. 1 শক্তি, কচ্কচে (খাজা কাঁঠাল); 2 নিরেট বোকা; অপদার্থ (আচ্ছা খাজা লোক তো)। [সং. খাদ্য খজ্জ খাজা]। 5)
খোটেল
(p. 234) khōṭēla বিণ. বি. ধূর্ত, ধড়িবাজ (আচ্ছা খোটেল লোকের পাল্লায় পড়েছি)। [দেশি]। 10)
গুহা
(p. 253) guhā বি. গহ্বর; 2 পাহাড়ের গর্ত; 3 (আল.) গুপ্ত বা নিভৃত স্হান; অন্তরতম প্রদেশ। [সং. √গুহ্ (আচ্ছাদন করা) + অ + আ]। ̃ চর বিণ. গুহায় বাস করে এমন। ̃ চিত্র বি. গুহায় বা গুহার দেওয়ালে আঁকা বা খোদাই করা চিত্র। ̃ মানব বি. গুহাবাসী (আদিম) মানুষ। ̃ শয় বিণ. গুহায় শয়নকারী বা বসবাসকারী। বি. সিংহ, বাঘ প্রভৃতি গুহাবাসী পশু। ̃ হিত, ̃ আহিত বি. হৃদয়গুহায় নিলীন পরমব্রহ্ম বা পরমাত্মা। 54)
গেঁড়া, গ্যাঁড়া
(p. 256) gēn̐ḍ়ā, gyān̐ḍ়ā বি. (অশা.) আত্মসাত্ করা, অপহরণ (গেঁড়া দেওয়া, গেঁড়া মারা)। বিণ. বেঁটে (গেঁড়ামতন ছেলে)। [দেশি]। ̃ কল বি. লোককে ঠকাবার কৌশল; বিপদ, ফাঁদ (আচ্ছা গেঁড়াকলে পড়েছি তো!)। ̃ নো ক্রি. আত্মসাত্ বা চুরি করা, হাতানো (সে নিশ্চয় ওটা গেঁড়িয়েছে)। বি. চুরি। বিণ. হাতানো বা চুরি করা হয়েছে এমন (গ্যাঁড়ানো পেনটা)। 13)
ছেদ
(p. 304) chēda বি. 1 ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ); 2 বিরাম (বৃষ্টির ছেদ নেই); 3 ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ); 4 দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)। [সং. √ ছিদ্ + অ]। ̃ ক বিণ. ছেদনকারী। ̃ ন বি. 1 কর্তন; 2 নাশন (বন্ধন ছেদন)। ̃ বি. ছেদনের অস্ত্র। ̃ নীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)। ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত। 138)
জঞ্জাল
(p. 312) jañjāla বি. 1 আবর্জনা; 2 আগাছা; 3 (আল.) অবাঞ্ছিত বস্তু; ঝঞ্ঝট, উপদ্রব (আচ্ছা জঞ্জাল জুটেছে)। [হি.]। 17)
ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
বখেড়া
(p. 573) bakhēḍ়ā বি. 1 বাধা, বিঘ্ন, প্রতিবন্ধক; 2 ঝঞ্ঝাট, ঝামেলা; 3 ঝগড়া (আচ্ছা বখেড়া বেধেছে)। [হি. বখেড়া-তু. বাগড়া]। 41)
বলভি, বলভী
(p. 580) balabhi, balabhī বি. 1 গৃহচূড়া, বাড়ির শীর্ষ; 2 ছাদের উপরের ঘর, চিলেকোঠা; 3 ছাদ; 4 চাল বা ছাদের খুঁটির উপর স্হাপিত লম্বা কাঠ। [সং. √ বল্ (আচ্ছাদন) + অভি, ঈ]। 165)
বারান্দা
(p. 602) bārāndā বি. ঘরের সংলগ্ন কিন্তু ঘরের বাইরের (আচ্ছাদনযুক্ত বা আচ্ছাদনহীন) চত্বরবিশেষ, অলিন্দ, দাওয়া। [ফা. বরাম্দা-তু. পো. varanda]। 27)
বেড়েন
(p. 633) bēḍ়ēna বি. লাঠির আঘাত, লাঠি দিয়ে আঘাত (আচ্ছা করে বেড়েন দিয়েছে, গো-বেড়েন)। [বাং. বাড়ি + আন = বাড়িয়ান বেড়েন]। 158)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243139
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860273
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129922
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922793
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860391
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724089
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661335

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us