(p. 85) ājanma ক্রি-বিণ. বিণ. বিণ- বিণ. জন্ম থেকে শুরু করে, জন্মাবধি, সারা জীবন ধরে (আজন্ম করে আসছি, আজন্ম বাস, আমি আজন্ম দরিদ্র)। বি. সারা জীবন ('ফিরবে বীভত্স নৃত্যে আজন্মের নিস্ফলতা যত': সু. দ.)। [সং. আ + জন্মন্]। ̃ .কাল ক্রি- বিণ. চিরকাল বা চিরজীবন ধরে। 28)