(p. 204) kṛpā বি. 1 দয়া, করুণা (কৃপাময়); 2 অনুকম্পা (কৃপার পাত্র); 3 প্রসন্নতা, অনুগ্রহ (কৃপাদৃষ্টি)। [সং. √কৃপ্ + অ + আ]। ̃. দৃষ্টি বি. অনুগ্রহ। ̃ ব.লোকন বি. দয়াপূর্ণ দৃষ্টি, সদয় দৃষ্টি। ̃. ময় বিণ. দয়ালু, করুণাময়। ̃. লু বিণ. দয়ালু। ̃. সিন্ধু বিণ. বি. দয়ার সাগর। 27)