Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(কেবলই দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আত্ম1
(p. 89) ātma1 বিণ. নিজের, আপনার (আত্মকথা)। বি. আপনজন (কেবা আত্ম কেবা পর)। [সং. আত্মন]। 18)
কে1
(p. 205) kē1 সর্ব. 1 কোন ব্যক্তি (কে বলেছে ?); 2 কোন সম্বন্ধযুক্ত ব্যক্তি (সে তোমার কে ?); 3 অনির্দিষ্ট কোনো ব্যক্তি (কে একজন লোক, কে ভালো কে মন্দ)।[সং. কিম্]। কে কে সর্ব. কারা, কোন কোন ব্যক্তি (আমার সঙ্গে কে কে যাবে ?)। কেবা (বর্ত. অপ্র.) সর্ব. বোধহয় কেউ না (কেবা জানে)। 14)
কেবল
(p. 206) kēbala বিণ. 1 অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ); 2 শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)। অব্য. 1 শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে); 2 মাত্র ('একটু কেবল বসতে দিয়ো কাছে': রবীন্দ্র)। ক্রি-বিণ. 1 অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?); 2 এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)। [সং. √ কেব্ + অল]। বি. কৈবল্য। ̃ ই অব্য. ক্রি-বিণ. 1 শুধুই ('আমি কেবলই স্বপন করেছি বপন': রবীন্দ্র); 2 সবেমাত্র, এখুনি; 3 ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)। ̃ রাম দ্র কেবলা। 26)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
টঙ্ক1
(p. 341) ṭaṅka1 বি. 1 খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; 2 খননের অস্ত্র; 3 পাহাডের উঁচু স্হান; 4 ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)। [সং. √ টঙ্ক্ + অ]। 19)
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
বাণিজ্য
(p. 596) bāṇijya বি. ব্যাবসা, পণ্যদ্রব্যাদি কেনা-বেচার বা আমদানি-রপ্তানির কাজ। [সং. বণিজ্ + য]। ̃ তরি বি. (কেবল) পণ্যদ্রব্যাদি পরিবহণে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি। ̃ দূত বি. কোনো রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আগত সরকারি দূত। বাণিজ্যিক বিণ. বাণিজ্যবিষয়ক; বাণিজ্যের (বাণিজ্যিক স্বার্থ)। 30)
বিকা
(p. 605) bikā ক্রি. বিকানো। [সং. বি + √ ক্রী + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বিক্রীত হওয়া, বিক্রয় হয়ে যাওয়া (পচা মাল সহজে বিকায় না); 2 (আল.) বিলিয়ে দেওয়া (ধর্মবোধ বিকিয়ে দেওয়া); 3 গৃহীত বা আদৃত হওয়া (কেবল নামেই বিকাবে না)। বিণ. উক্ত সব অর্থে। 93)
সার৩
(p. 830) sāra3 বি. 1 শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাত্পর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ̃ কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ̃ গর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ̃ গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ̃ গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ̃ তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ̃ বান (-বত্) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উত্কৃষ্ট। বি. ̃ বত্তা। ̃ ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ̃ মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ̃ মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ̃ লৌহ বি. ইস্পাত। ̃ সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ̃ সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাত্পর্য গ্রহণ। ̃ হীন, ̃ শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614707
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us