(p. 281) calana1 বি. গমন, ভ্রমণ (চলনশীল)। [সং. √চল্ + অন]। ̃ ক্ষম বিণ. চলার শক্তি আছে এমন। ̃ ধর্ম বি. গতিধর্ম, গতিময়তা, চলিষ্ণুতা; চলাফেরা। ̃ বলন বি. চলাফেরা, কথাবার্তা বা তার ধরন। চলনে-বলনে ক্রি-বিণ. চলাফেরায় ও কথাবার্তার ধরনে (সে তো চলনে-বলনে একেবারে সাহেব)। ̃ শক্তি বি. চলার ক্ষমতা; গতিশক্তি। 4)