Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(জ্বরে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
কমা2
(p. 164) kamā2 ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ̃ নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। বিণ. হ্রস্বীকৃত। বি. হ্রস্বীকরণ। 55)
গুল1
(p. 253) gula1 বি. 1 পোড়া তামাক; 2 (জ্বালানি হিসাবে) গোবর, কয়লার গুঁড়ো বা মাটি মিশিয়ে প্রস্তুত গুলি। [বাং. গুলি]। 35)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
জুড়া2
(p. 327) juḍ়ā2 ক্রি. জুড়ানো, জুড়িয়ে যাওয়া, ঠাণ়্ডা হওয়া (ভাত জুড়াচ্ছে; হৃদয় জুড়ায়)। [বাং. √ জুড়া-তু. সং. জড় (=ঠাণ্ডা), হি. জাড়া]। ̃ নো ক্রি. বি. 1 ঠাণ়্ডা করা বা হওয়া (দুধ জুড়ানো); 2 শান্ত হওয়া বা করা (জ্বালা জুড়ানো); 3 তৃপ্ত হওয়া বা করা (চোখ জুড়ানো, প্রাণ জুড়ানো)। (কথ্য) জুড়ানো। জুড়ন বি. জুড়ানো -র সব অর্থে ('তবু হিয়া জুড়ন না গেল')। 32)
জ্বর
(p. 331) jbara বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ। [সং. √ জ্বর্ + অ]। ̃ ঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)। ̃ ঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত। জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ। জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক। জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত। 24)
জ্বলত্
(p. 331) jbalat বিণ. দীপ্যমান, জ্বলছে বা জ্বলজ্বল করছে এমন (জ্বলজ্যোতি)। [সং. √ জ্বল্ + অত্]। 27)
জ্বলন্ত
(p. 331) jbalanta বিণ. জ্বলছে এমন (জ্বলন্ত অঙ্গার)। [বাং. √ জ্বল্ + অন্ত]। 29)
জ্বালা-ময়ী
(p. 331) jbālā-maẏī বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]। 42)
জ্বালানি
(p. 331) jbālāni বি. ইন্ধন; জ্বালাবার কাঠ তেল ইত্যাদি। বিণ. জ্বালাবার উপযুক্ত (জ্বালানি কাঠ)। [বাং. জ্বালা2 + নি]। বিণ. (স্ত্রী.) যে জ্বালে বা জ্বালায়। 39)
জ্বালানে, জ্বালানিয়া
(p. 331) jbālānē, jbālāniẏā বিণ. 1 জ্বালায় বা জ্বালাতন করে এমন, উত্ত্যক্ত করে এমন (জ্বালানে ছেলে); 2 অগ্নিসোযোগকারী (ঘরজ্বালানে)। [বাং. জ্বালা2 + নিয়া নে]। স্ত্রী. জ্বালানি। 40)
জ্বালানো
(p. 331) jbālānō ক্রি. 1 প্রজ্বলিত করা (আগুন জ্বালানো); 2 অগ্নিসংযোগ করা, আগুন ধরানো (উনুন জ্বালানো); 3 পোড়ানো, পুড়িয়ে ফেলা (জঞ্জাল জ্বালানো); 4 উত্ত্যক্ত করা, জ্বালাতন করা (আর আমাকে জ্বালিয়ো না)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 প্রজ্বলিত (জ্বালানো উনুন); 2 দগ্ধীভূত। [বাং. √ জ্বালা + আনো]। 41)
ধমক
(p. 430) dhamaka বি. 1 তিরস্কার, বকুনি; 2 ঘোর, তাড়স (জ্বরের ধমক); 3 তাড়া, চাপ (কাজের ধমক); 4 বেগ (হাসির ধমক)। [হি. ধমক]। ধমকা ক্রি. ধমকানো, ধমক দেওয়া। ধমকানি বি. ধমক, বকুনি। ধমকানো ক্রি. ধমক দেওয়া। বি. উক্ত অর্থে। 35)
নির্বাপণ
(p. 468) nirbāpaṇa বি. 1 নিভিয়ে দেওয়া (অগ্নিনির্বাপণ); 2 দূরীকরণ (শোকনির্বাপণ); 3 শান্ত করা (জ্বালানির্বাপণ)। [সং. নির্ + √ বাপি + অন]। নির্বাপিত বিণ. নিভিয়ে দেওয়া হয়েছে এমন (নির্বাপিত দীপ)। 95)
পুড়া, পোড়া
(p. 523) puḍ়ā, pōḍ়ā বি. ক্রি. 1 দগ্ধ হওয়া (আগুনে পুড়েছে); 2 জ্বালা করা (রোদে বা পুড়ছে); 3 অত্যন্ত গরম হওয়া (জ্বরে গা পুড়ে যাচ্ছে); 4 অত্যন্ত সন্তপ্ত বা দুঃখিত হওয়া (মন পুড়ছে)। বিণ. দগ্ধ। [সং. √ পুট্ + বাং. আ]। [পোড়া2 দ্র]। ̃ নো বি. ক্রি. 1 দগ্ধ করা (শুকনো পাতা পোড়ানো হচ্ছে); 2 জ্বালা বা যন্ত্রণা দেওয়া; 3 অত্যন্ত গরম করা; 4 সন্তপ্ত করা বা দুঃখ দেওয়া। পুড়ানি, পোড়ানি বি. দাহ; জ্বালা; যন্ত্রণা; সন্তাপ। ̃ নিয়া, ̃ নে বিণ. দাহকর, জ্বালাময়, জ্বালাদায়ক; যন্ত্রণাদায়ক। 43)
বিকার1
(p. 605) bikāra1 বি. 1 স্বাভাবিক অবস্হার অন্যথা, বিকৃতি বা বৈগুণ্য, অস্বাভাবিক রূপান্তর বা ভাব (মনোবিকার, চিত্তবিকার); 2 অস্বাস্হ্য, রোগ; 3 ব্যাধির ঘোরে উচ্চারিত প্রলাপ ও মস্তিষ্কবিকৃতি (জ্বরবিকার); 4 বিকৃতি, মন্দ হওয়া, পচ ধরা (আদর্শের বিকার, ধর্মের বিকার); 5 বিকৃতির জন্য অবস্হান্তর (দুধের বিকার দই); 6 পরিবর্তনের ফলে উত্পন্ন বস্তু। [সং. বি + √ কৃ অ]। ̃ গ্রস্ত বিণ. 1 বিকার হয়েছে এমন, বিকৃত; 2 প্রলাপ বকছে এমন। ̃ হীন বিণ. 1 বিকৃতি নেই এমন; 2 (বাং.) নির্লিপ্ত, নির্বিকার, সমস্তরকম মানসিক চাঞ্চল্য বা উত্তেজনা থেকে মুক্ত। বিকারী (-রিন্) বিণ. 1 বিকারযুক্ত; 2 পরিবর্তনশীল। বিকার্য বিণ. 1 বিকারযোগ্য; 2 পরিবর্তনীয়। 94)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534954
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140492
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730714
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942921
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883591
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696674
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us