(p. 375) tulanā বি. 1 উপমা, সাদৃশ্য (তুলনা নেই); 2 সদৃশ ব্যক্তি বা বিষয় ('তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে': রা. গু.); 3 সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)।[সং. √ তুল্ + অন + আ]। তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য। তুল্য বিণ. 1 তুলনার যোগ্য, তুলনীয়; 2 সদৃশ, অনুরূপ, সমান। [সং. তুলা + য]। 221)