Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বালাই দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্ক
(p. 61) arka বি. 1 সূর্য (বালার্ক, কোণার্ক); 2 কিরণ, রশ্মি; 3 স্ফটিক; 4 আকন্দ গাছ। [সং. √ অর্ক্ + অ]। ̃. চন্দন বি. রক্তচন্দন। ̃. পত্র বি. আকন্দ গাছ; আকন্দ পাতা। ̃. ফলা বি. 1 রেফচিহ্ন; 2 টিকি (অর্কফলার আন্দোলন)। 21)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
খোল2
(p. 234) khōla2 বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]। 32)
তাতা
(p. 375) tātā ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]। 7)
পাহাড়
(p. 519) pāhāḍ় বি. 1 অপেক্ষাকৃত ছোটো পর্বত; 2 স্তূপ, ঢিবি (বালির পাহাড়, বইয়ের পাহাড়); 3 পাড়, উঁচু তীরভূমি। [হি. পহাড়]। ̃ তলি বি. পর্বতের পাদদেশ বা পাদদেশস্হ সমতলভূমি; উপত্যকা, তরাই। পাহাড়ি বিণ. পাহাড়িয়া, পাহাড়ে (পাহাড়ি বিছে)। বি. 1 পাহাড়িয়া জাতি; 2 সংগীতের রাগবিশেষ। পাহাড়িয়া, পাহাড়ে বিণ. 1 পার্বত, পার্বত্য; 2 পর্বতময় (পাহাড়ে রাস্তা); 3 পর্বতস্হ; 4 পর্বতজাত (পাহাড়ে উদ্ভিদ); 5 পর্বতসম্বন্ধীয়; 6 (আল.) প্রকাণ্ড, মস্ত, ভীষণ। 7)
ফাঁদ
(p. 563) phān̐da বি. 1 পশুপাখি ধরবার যন্ত্র (খরগোশ ধরতে ফাঁদ পেতেছে); 2 (আল.) কূটকৌশল, চক্রান্ত (লোকটাকে ফাঁদে ফেলার জন্যই এই ব্যবস্হা); 3 (চুড়ি নথ প্রভৃতির) ব্যাস (বালার ফাঁদের মাপ)। [তু. ফা. ফন্দ্]। ফাঁদ পাতা ক্রি. বি. (আল.) কারও অনিষ্ট করার জন্য কৌশলজাল বিস্তার করা বা চক্রান্ত করা। 14)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বালক
(p. 602) bālaka বি. 1 অল্পবয়স্ক পুরুষ, বিশেষত ষোলো বত্সরের অনূর্ধ্ব পুরুষ (বালক-বালিকা); 2 শিশু (বালক বয়সের ঘটনা); 3 (আল.) অর্বাচীন বা অনভিজ্ঞ ব্যক্তি। [সং. বাল + ক (স্বার্থে)]। স্ত্রী. বালিকা।̃ তা, ̃ ত্ব বি. বালকের ভাব। ̃ সুলভ, বালকোচিত বিণ. বালকের পক্ষে স্বাভাবিক বা মানানসই এমন। 62)
বালাই
(p. 602) bālāi বি. 1 অমঙ্গল; 2 উত্পাত (এ বালাই বিদায় হলে বাঁচি); 3 (বিদ্রুপে) উত্পাত, ঝামেলা (শিক্ষাদীক্ষার বালাই নেই)। অব্য. অশুভ উক্তির খণ্ডনসূচক (বালাই ষাট)। [আ. বলা]। বালাই নিয়ে মরা ক্রি. বি. (মঙ্গলকামনাসূচক) প্রিয়জনের বিপদ নিজে বহন করে মরা। বালাই ষাট অব্য. অশুভ উক্তি বা অমঙ্গল খণ্ডনসূচক উক্তি। আপদ-বালাই বি. 1 বিপদ, বাধা ইত্যাদি; 2 বিরক্তি বা অশান্তি উত্পাদনকারী ব্যক্তি। 69)
বেলে
(p. 642) bēlē বিণ. বালুকাপূর্ণ (বেলে মাটি)। বি. (বালির মধ্যে থাকে এমন) মাছবিশেষ। [বাং. বালি + ইয়া এ]। ̃ খেলা বি. ছেলে-ভুলানো বা নামেমাত্র খেলা। ̃ পাথর বি. যে পাথরে বালির অংশ থাকে। ̃ মাটি বি. বালুকাপূর্ণ মাটি। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534663
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140150
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730310
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942483
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us