(p. 651) byāpta বিণ. 1 বিস্তৃত, প্রসারিত; 2 আচ্ছাদিত; 3 পরিপূর্ণ; 4 বিশাল (ব্যাপ্ত হৃদয়, ব্যাপ্ত আকাশ)। [সং. বি + √ আপ + ত]। ব্যাপ্তার্থ বি. প্রসারিত অর্থ বা মানে; যে মানে টেনে করা হয়েছে। ব্যাপ্তি বি. 1 বিস্তৃতি, প্রসার; 2 আবরণ, আচ্ছাদন; 3 (দর্শ.) ব্যাপ্যের সঙ্গে ব্যাপকের নিত্য সম্বন্ধ, invariable concomitance; 4 আয়তন। 19)