Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(সন্ধে) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কলি1
(p. 172) kali1 বি. 1 পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ); 2 কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা। [সং. √ কল্ + ই]। (সবে) কলির সন্ধ্যা (সন্ধে) কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র। 9)
কুলায়
(p. 199) kulāẏa বি. পাখির বাসা, নীড় (সন্ধ্যায় পাখিরা কুলায়ে ফিরছে)। [সং. কুল3 (পক্ষিকুল) + √ অয়্ + অ]। কুলায়িকা বি. 1 পক্ষিনিবাস; 2 চিড়িয়াখানা। 48)
কৃতাহ্নিক
(p. 204) kṛtāhnika বিণ. (সন্ধ্যাবন্দনাদি) নিত্যকর্ম সম্পন্ন করেছে এমন।[সং. কৃত + আহ্নিক]। 9)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
চাঁচর1
(p. 281) cān̐cara1 বি. দোলের পূর্বদিনে অনুষ্ঠিত বহ্ন্যুত্সববিশেষ. নেড়াপোড়া (সন্ধ্যাবেলায় ছেলেরা চাঁচরে মেতেছে)। [সং. চর্চরী]। 31)
বিগ্রহ
(p. 605) bigraha বি. 1 দেবতার মূর্তি, দেবপ্রতিমা (বিগ্রহসেবা); 2 যুদ্ধ (সন্ধি-বিগ্রহ); 3 দেহ; 4 কলহ, বিবাদ; 5 বিভাগ; 6 বিস্তার; 7 (ব্যাক.) সমাসের অর্থবোধক বাক্য, ব্যাসবাক্য। [সং. বি + √ গ্রহ্ + অ]। 131)
বিচ্ছেদ
(p. 611) bicchēda বি. 1 বিয়োগ, বিরহ, ছাড়াছাড়ি (স্বজনবিচ্ছেদ, বিচ্ছেদব্যথা); 2 বিভেদ, পার্থক্য; 3 বিরতি; 4 বিশ্লেষণ (সন্ধিবিচ্ছেদ)। [সং. বি + √ ছিদ্ + অ]। ̃ কাতর, ̃ ক্লিষ্ট বিণ. বিরহে বা ছাড়াছাড়ি হওয়ায় কাতর। ̃ কামী বিণ. বিভেদ বা পার্থক্য বা বিচ্ছিন্নতা কামনা করে এমন। ̃ ন বি. পৃথক্করণ। ̃ মূলক বিণ. 1 পার্থক্য করে এমন; 2 ঐক্য বা সংহতি বিনষ্ট করে এমন। 17)
রাজ1
(p. 738) rāja1 বি. রাজমিস্ত্রি (সন্ধে অবধি রাজেরা কাজ করে) [দেশি]। 51)
সন্ধান
(p. 805) sandhāna বি. 1 অন্বেষণ (সত্যসন্ধান, সন্ধান থেকে বিরত); 2 খোঁজ (চোরের সন্ধান, পথের সন্ধান); 3 ঠিকানা, পাত্তা (লোকটির সন্ধান জানা নেই); 4 গোপন তথ্য, রহস্য (সৃষ্টির সন্ধান); 5 গোপন প্রবেশপথ ('সন্ধান লব বুঝিয়া': রবীন্দ্র); 6 (ধনুকাদিতে শর) যোজনা (শরসন্ধান); 7 (মদ্যাদি) গাঁজানোর কাজ, fermen tation; 8 সন্ধি, মিলন, বন্ধন; 9 মিশ্রণ; 1 সংঘটন। [সং. সম্ + √ ধা + অন]। সন্ধানী (-নিন্), সন্ধায়ী (য়িন্) বিণ. সন্ধানকারী; গোপন তথ্য জানতে পটু বা উত্সুক (সন্ধানী দৃষ্টি বা মন); খোঁজ-খবর রাখে এমন। 10)
সন্ধি
(p. 805) sandhi বি. 1 মিলন; 2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি); 3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ); 4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি); 5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি); 6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা); 7 খোঁজ, সন্ধান, রহস্য ('নারীর মায়ার সন্ধি': কৃত্তি); 8 কৌশল ('কহিয়া দিব যত আছে সন্ধি' : ক. ক.); 9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ); 1 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)। [সং. সম্ + √ ধা + ই]। ̃ কাল, ̃ ক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)। ̃ পত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতি-পত্র, treaty. ̃ পূজা বি. মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা। ̃ বদ্ধ বিণ. রাজনৈতিক সন্ধি বা চুক্তির দ্বারা আবদ্ধ। ̃ বাত বি. গেঁটে বাত। ̃ বিগ্রহ বি. রাজনৈতিক সন্ধি ও যুদ্ধ। ̃ ভঙ্গ বি. রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ। 12)
সন্ধ্যা
(p. 805) sandhyā বি. 1 দিন ও রাত্রির সন্ধিক্ষণ (প্রাতঃসন্ধ্যা, সায়ংসন্ধ্যা); 2 রাত্রির আরম্ভ, সাঁঝ (সন্ধ্যাবেলা); 3 দিন-রাত্রির সন্ধিক্ষণে ঈশ্বরোপাসনা, আহ্নিক (সন্ধ্যা করা); 4 বেলা, বার (দু-সন্ধ্যা খাওয়া); 5 পুরো এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী উপবাস); 6 যুগসন্ধি, যুগের আরম্ভকাল (কলির সন্ধ্যা); 7 (আল.) অবসান-কাল (জীবনসন্ধ্যা)। [সং.সম্ + √ ধ্যৈ + অ + আ]। ̃ আহ্নিক, ̃ হ্নিক, ̃ বন্দনা বি. 1 সায়ংকালীন ঈশ্বরোপাসনা; 2 ত্রিসন্ধ্যা ঈশ্বরবন্দনা। ̃ তারা বি. সন্ধ্যাবেলায় যে তারা সর্বাগ্রে উদিত হয়; সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে দৃশ্যমান শুক্রগ্রহ, venus. ̃ ভাষা বৌদ্ধ সাধকদের রচিত 'চর্যাপদ'-এ ব্যবহৃত ভাষা, যার মধ্যে ধর্মকথার ভিতর একটা অন্যভাবের কথাও আছে, কিন্তু তা অস্পষ্ট। ̃ মণি বি. রক্তবর্ণ ফুলবিশেষ। ̃ রাগ বি. অস্তগমনোম্মুখ সূর্যের আলোকচ্ছটা। ̃ লোক বি. অস্তগামী সূর্যের ম্লান আলো। 17)
সান্ধি-বিগ্রহিক
(p. 827) sāndhi-bigrahika বি. সন্ধিসংক্রান্ত ও বিগ্রহ বা যুদ্ধসংক্রান্ত বিষয়ের মন্ত্রী। [সং. সন্ধিবিগ্রহ (সন্ধি + বিগ্রহ) ইক]। 8)
স্হাপন, স্হাপনা
(p. 849) shāpana, shāpanā বি. 1 রেখে দেওয়া (ভূতলে স্হাপন); 2 আরোপণ, রক্ষণ (বিশ্বাস স্হাপন); 3 তর্পণ (মস্তকে স্হাপন); 4 নিবেশন (মনোযোগ স্হাপন); 5 নিবাসন (উদ্বাস্তুদের স্বস্হানে স্হাপন); 6 প্রতিষ্ঠা (মন্দির স্হাপন, উপনিবেশ স্হাপন); 7 রচনা বা প্রতিষ্ঠা (সন্ধি, সম্বন্ধ বা দৃষ্টান্ত স্হাপন)। [সং. √ স্হা + ণিচ্ + অন, আ]। স্হাপক বিণ. বি. স্হাপনকারী। স্হাপয়িতা (-তৃ) বিণ. 1 স্হাপনকারী। স্ত্রী. স্হাপয়িত্রী। স্হাপা ক্রি. (কাব্যে) স্হাপন করা ('স্হাপিলা বিধুরে বিধি': মধু.)। স্হাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্হাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্হাপিত)। স্ত্রী. স্হাপিতা। স্হাপ্য বিণ. স্হাপন করতে হবে এমন। 11)
হব-হব, হবো-হবো
(p. 858) haba-haba, habō-habō বিণ. হবার উপক্রম করেছে এমন, আসন্ন (সন্ধ্যা হবহব)। [হওয়া দ্র (প্রকার অর্থে দ্বিত্ব)]। 56)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140478
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730696
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942903
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us