Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(সরকারকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-দান
(p. 28) anu-dāna বি. (সরকারি) অর্থসাহায্য, subsidy, grant (স. প.)। [সং. অনু + দান]। 4)
আনু-কুল্য
(p. 94) ānu-kulya বি. 1 সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে): 2 অনুগ্রহ, উপকার। [সং. অনুকূল + য]। বিণ. অনুকূল। 28)
কেন্দ্র
(p. 206) kēndra বি. 1 মধ্যবিন্দু (ভূকেন্দ্র); 2 মূল বা প্রধান স্হান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্হান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্হান; 4 সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান; 5 (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু। [সং. গ্রি. কেন্ত্রন kentron]। ̃ গত বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্হানে অবস্হিত। ̃ বিন্দু বি. প্রধান স্হান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)। ̃ বিমুখ, কেন্দ্রাতিগ বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal. কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal. কেন্দ্রিক বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)। কেন্দ্রিত বিণ. কেন্দ্রগত। কেন্দ্রী (-ন্দ্রিন্) বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত। কেন্দ্রীয় (অপ্র.) কৈন্দ্রিক বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)। কেন্দ্রীভূত বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত। 23)
ঘোষিত
(p. 272) ghōṣita বিণ. ঘোষণা করা হয়েছে এমন, প্রচারিত (সরকারি সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষিত হয়েছে, সরকারের ঘোষিত নীতি)। [সং. √ঘুষ্ + ণিচ্ + ত]। 24)
দপ্তর, দফ-তর
(p. 396) daptara, dapha-tara বি. কার্যালয়, অফিস, কাছারি (সরকারি দপ্তর, সদর দপ্তর)। [ফা. দফ্তর্]। দপ্তরি, দফ.তরি বি. 1 অফিসের কাগজ-কলম ইত্যাদির ভাণ্ডারী বা পরিবেশক; 2 বইখাতা যে বাঁধাই করে।
দেয়
(p. 421) dēẏa বিণ. দিতে হবে এমন, দানযোগ্য (সরকারকে দেয় কর)। [সং. √ দা + য]। 22)
নিয়ন্ত্রণ
(p. 461) niẏantraṇa বি. 1 পরিচালন, নিয়মন (সরকারি নিয়ন্ত্রণে খাদ্য সরবরাহ); 2 সংযত করা (অবস্হা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণাধীন); 3 দমন (প্রবৃত্তির নিয়ন্ত্রণ)। [সং. নি + √ যন্ত্র্ + অন]। নিয়ন্ত্রিত বিণ. নিয়ন্ত্রণ করা হয়েছে এমন (সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, ঈশ্বরনিয়ন্ত্রিত); প্রশমিত (যন্ত্রণা নিয়ন্ত্রিত হয়েছে); পরিমিত (নিয়ন্ত্রিত আহার, নিয়ন্ত্রিত ব্যায়াম)। 116)
বিজ্ঞপ্তি
(p. 611) bijñapti বি. 1 বিশেষভাবে জানানো বা জ্ঞাপন; 2 প্রকাশন, নিবেদন; 3 নোটিশ (সরকারি বিজ্ঞপ্তি)। [সং. বি + √ জ্ঞাপি + তি]। 47)
বিধি
(p. 616) bidhi বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি); 2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি); 3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা); 4 বিধানকর্তা, ঈশ্বর ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র)। [সং. বি + √ ধা + ই]। ̃ জ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন। ̃ নির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত। ̃ নিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন। ̃ বদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি। ̃ বহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি। ̃ বিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা। ̃ ভঙ্গ বি. নিয়মভঙ্গ। ̃ মতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)। ̃ লিপি বি. ভাগ্যের লিখন; ভাগ্য (বিধিলিপি কে খণ্ডাতে পারে?)। ̃ শাস্ত্র বি. 1 স্মৃতিশাস্ত্র; 2 ব্যবহারশাস্ত্র, আইন। ̃ সংগত, ̃ সম্মত বিণ. শাস্ত্রীয় বিধানানুযায়ী; নিয়মানুযায়ী। 20)
সর-কার
(p. 817) sara-kāra বি. 1 প্রভু, মালিক; 2 ভূস্বামী; 3 শাসনকর্তা, নৃপতি; 4 শাসনবিভাগ, রাষ্ট্রশাসনতন্ত্র, গভর্নমেণ্ট; 5 অর্থাদি আদায় ও ব্যয়সংক্রান্ত কর্মচারী (বিলসরকার, বাজার সরকার); 6 মুসলমান আমলে হিন্দু ও মুসলমান রাজকর্মচারীকে প্রদত্ত খেতাববিশেষ। [ফা. সরকার্]। সর-কারি বি. সরকারের কাজ। বিণ. সরকারসম্বন্ধীয়; গভর্নমেণ্টের; সাধারণের (সরকারি সম্পত্তি)। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785546
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026480
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708585
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us