(p. 827) sāndhya বিণ. 1 সন্ধ্যাসম্বন্ধীয়; 2 সন্ধ্যাকালীন (সান্ধ্য ভ্রমণ, সান্ধ্য বৈঠক)। [সং. সন্ধ্যা + অ]। বি. ̃ আইন যেআইনবলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বা সারা দিনরাত্রির নির্দিষ্ট অংশে জনসাধারণের গৃহের বাইরে আসা নিষিদ্ধ হয়, কারফিউ (curfew)। ̃ দৈনিক বি. যে-দৈনিক সংবাদপত্র বা পত্রিকা প্রতিদিন সন্ধ্যায় প্রকাশিত হয়। ̃ ভোজ বি. সন্ধ্যার আহার, রাতের খাওয়া। 9)