(p. 614) bidāra বি. বিদারণ, বিদীর্ণ হওয়া ('ধরণী বিদার দেউ': শ্রীকৃ.)। বিণ. বিদারণকারী ('তিমিরবিদার উদার অভ্যুদয়': রবীন্দ্র)। [সং. বি + √ দৃ + অ]। ̃ ক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)। ̃ ণ বি. 1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া; 2 মারা, হনন। বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা ('কেশরী জনু গজকুম্ভ বিদারে': বিদ্যা.)। বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন। বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন ('তিমিরবিদারী': রবীন্দ্র)। 14)