Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অক্ষি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষি
(p. 4) akṣi বি. চক্ষু, নেত্র, চোখ। [সং. √ অক্ষ্+ই়]। ̃ কূট, ̃ কূটিক বি. চোখের তারা। ̃ কোটর বি. চোখের খোল, orbit, socket of the eye, ̃ গত বিণ. 1 নয়নগোচর, দৃষ্টিগোচর; 2 শত্রু। ̃ .গোলক বি. চোখের ভিতরের সমস্ত বর্তুল বা গোল অংশ, eyeball. ̃ তারকা, ̃ তারা বি. চোখের তারা। ̃ পক্ষ্ম বি. চোখের পাতার লোম, eyelash. ̃ পট বি. অক্ষিগোলকের পিছন দিকের অতি সূক্ষ্ম ঝিল্লি বা পরদা, retina, ̃ পটল বি. চোখের ছানি, coat of the eye, ̃ পুট বি. চোখের পাতা, eyelid. ̃ বিভ্রম বি. দৃষ্টিভ্রম, চোখের ভুল; মরীচিকা, optical illusion. ̃ শালাক্য বি. চোখের অস্ত্রোপচারবিদ্যা (স.প.)। 36)
অচ্ছোদ
(p. 8) acchōda বিণ. স্বচ্ছজলবিশিষ্ট, যার অর্থাত্ যে জলাশয় ইত্যাদির জল স্বচ্ছ, নির্মল এমন ('অচ্ছোদসরসীনীরে রমণী যেদিন': রবীন্দ্র)। বি. হিমালয় অঞ্চলের সরোবরবিশেষ। [সং. অচ্ছ+উদ]। ̃ পটল বি. অক্ষিগোলকের স্বচ্ছ আবরণ, cornea (বি.প.)। 85)
আঁখি
(p. 79) ān̐khi বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)। 4)
কটাক্ষ
(p. 158) kaṭākṣa বি. 1 অপাঙ্গদৃষ্টি অর্থাত্ দেখার সময় চোখের তারা কোণের দিকে চালনা করা; আড়দৃষ্টি, বাঁকা বা চোরা চাহনি; 2 পরোক্ষভাবে বিরুদ্ধ সমালোচনা বা শ্লেষ (কারও প্রতি কটাক্ষ করা)। [সং. কট + অক্ষি সমাসান্ত]। ̃ পাত বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর। কটাক্ষে ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে। 3)
কপোতাক্ষ
(p. 163) kapōtākṣa বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]। 25)
কামাক্ষী
(p. 181) kāmākṣī বি. (স্ত্রী.) (সুন্দর চক্ষু বলে) কামাখ্যা দেবী। [সং. কাম + অক্ষি + ঈ]। 98)
কুশাক্ষ
(p. 201) kuśākṣa বি. বাঁদর। [সং. কুশ + অক্ষি সমাসান্ত]। 14)
গবাক্ষ
(p. 241) gabākṣa বি. 1 গোরুর চক্ষুর মতো ক্ষুদ্র বায়ুপথ; 2 জানালা। [সং. গো + অক্ষি]। 9)
চক্ষু
(p. 275) cakṣu (চক্ষুঃ) বি. 1 চোখ, অক্ষি, নয়ন; 2 দৃষ্টি, নজর। [সং. √চক্ষ্ + উস্]। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা ক্রি. বি. কানে-শোনা বিষয় স্বচক্ষে দেখে তার সত্যাসত্য সম্বন্ধে নিশ্চিত হওয়া। চক্ষু খুলে যাওয়া ক্রি. বি. অজ্ঞতা দূর হওয়া। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টির বিষয়ীভূত। ̃ দান, ̃ দান বি. 1 দৃষ্টিশক্তি দান; 2 প্রতিমাদির চোখে জ্যোতি দান করে প্রাণপ্রতিষ্ঠা; 3 (আল.) অজ্ঞানকে জ্ঞানদান; 4 সতর্কীকরণ; 5 (ব্যঙ্গে) চূরি। ̃ রুন্মীলন বি. 1 চক্ষু উন্মুক্ত করা, চোখ মেলা, চেয়ে দেখা; 2 (আল.) অর্ন্তদৃষ্টি; অর্ন্তদৃষ্টির ক্ষমতার উন্মেষ। ̃ রোগ, চক্ষূ-রোগ বি. চোখের অসুখ। ̃ র্লজ্জা, ̃ লজ্জা বি. অন্যের সামনে কিছু করতে বা বলতে সংকোচ। ̃ শূল, চক্ষুঃশূল বি. 1 চোখের বেদনা; 2 (আল.) দেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি। ̃ ষ্মান, ̃ ষ্মান্ (-ষ্মত্) বিণ. 1 বিণ. 1 চক্ষুযুক্ত; দৃষ্টিশক্তিবিশিষ্ট; 2 (আল.) সত্য উপলব্ধি করতে সমর্থ, সত্যদ্রষ্টা। স্ত্রী. ̃ ষ্মতী। চক্ষুস্হির হওয়া ক্রি. বি. ভয়ে বা বিস্ময়ে হতবুদ্ধি হওয়া। 6)
নলিনাক্ষ
(p. 447) nalinākṣa বিণ. নলিন অর্থাত্ পদ্মের মতো চোখ যার। বি. বিষ্ণু। [সং. নলিন + অক্ষি (সমাসান্ত)]। 89)
পদ্মাক্ষ
(p. 488) padmākṣa বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট, পদ্মলোচন। বি. পদ্মের বীজ। [সং. পদ্ম + অক্ষি + অ]। 59)
বামাক্ষী
(p. 600) bāmākṣī বিণ. সুলোচনা, সুন্দর চোখবিশিষ্টা। [সং. বাম2 + অক্ষি + ঈ]। 23)
বিরূপাক্ষ
(p. 625) birūpākṣa বি. (বিরূপ অক্ষিযুক্ত বলে) শিব। [সং. বিরূপ + অক্ষি]। বিরূপাক্ষী বি. দুর্গা। 4)
বিশালাক্ষ
(p. 627) biśālākṣa বিণ. আয়ত চোখযুক্ত। বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 গরুড়। [সং. বিশাল (=আয়ত, প্রশস্ত) + অক্ষি]। বিশালাক্ষী বিণ. (স্ত্রী.) আয়তলোচনা। বি. দুর্গাদেবী। 3)
সমক্ষ
(p. 808) samakṣa অব্য. দৃষ্টির সম্মুখে। বিণ. 1 অগ্রবর্তী; 2 প্রত্যক্ষ। [সং. সম্ + অক্ষি + অ]। সমক্ষে ক্রি-বিণ. দৃষ্টির সম্মুখে; সামনে (সকলের সমক্ষে)। 42)
সাক্ষাত্
(p. 823) sākṣāt অব্য. বিণ. 1 প্রত্যক্ষ, দৃষ্টিগোচর, মূর্তিমান (সাক্ষাত্ প্রলয়লীলা, সাক্ষাত্ যম দেখা দিলেন); 2 তুল্য, সদৃশ (মাতাপিতা সাক্ষাত্ দেবতা); 3 সরাসরি (সাক্ষাত্ সম্বন্ধ)। (বাং.) বি. 1 দেখা, দর্শন, মোলাকাত (সাক্ষাত্ পাওয়া); 2 সমক্ষ (সাক্ষাতে বলা)। [সং. সাক্ষ ( সহ + অক্ষি বা অক্ষ) + অত্ + ক্বিপ্]। ̃ কার বি. 1 পরস্পর দর্শন ও আলাপ, মোলাকাত (সাক্ষাত্কার হওয়া); 2 প্রত্যক্ষ করা। ̃ কারী (-রিন্), ̃ কর্তা বিণ. 1 প্রত্যক্ষকারী; 2 দেখা করে বা করতে আসে এমন। ̃ সম্বন্ধ বি. সরাসরি সম্বন্ধ; প্রত্যক্ষ সম্বন্ধ। 17)
হর্যক্ষ
(p. 860) haryakṣa বি. 1 সিংহ; 2 কুবের। [সং. হরি (পিঙ্গলবর্ণ) + অক্ষি]। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535164
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140635
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603112

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us