Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অঙ্ক]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশাঙ্কিত
(p. 1) aṃśāṅkita বিণ. (অংশ+অঙ্কিত) মাপের ভাগবিশিষ্ট বা চিহ্নবিশিষ্ট, graduated (বি.প.)। অংশানো ক্রি. উত্তরাধিকার সূত্রে পাওয়া; প্রাপ্য হিসাবে বর্তানো। 10)
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অঙ্কন
(p. 8) aṅkana বি. 1 চিহ্ন দেওয়া; 2 সংখ্যা লেখা; 3 বর্ণন (তরিত্রাঙ্কন); 4 চিত্রণ; 5 (জ্যামি.) রেখাপাতন, plotting; 6 গঠন, construction (বি.প.)। [সং. √ অঙ্ক্+অন]। অঙ্কনীয় বিণ. অঙ্কনযোগ্য, অঙ্কিত করতে হবে এমন। 27)
অঙ্কিত
(p. 8) aṅkita বিণ. 1 চিহ্নিত; দাগ-দেওয়া; 2 শোভিত; 3 চিত্রিত; 4 গ্রথিত। [সং. √অঙ্ক্+ত]। 28)
অঙ্কী
(p. 8) aṅkī (-ঙ্কিন্) বিণ. 1 দাগওয়ালা, দাগি; 2 কলঙ্কযুক্ত ('অঙ্কী কলানিধি')। [সং. √ অঙ্ক্+ইন্]। 29)
অঙ্কীয়
(p. 8) aṅkīẏa বিণ. অঙ্ক বা কোলসংক্রান্ত; (উদ্ভি. প্রাণি.) অঙ্কসংক্রান্ত; ventral (বি. প.)। [সং. √অঙ্ক্+ঈ.]। 30)
অঙ্কুট
(p. 8) aṅkuṭa বি. চাবি; যা দিয়ে তালা ইত্যাদি খোলা যায় ('সিদ্ধির অঙ্কুটে সোনার স্বর্গের দ্বার খুলিত না তবু': সু. দ.)। [সং. অন্ক্+উট]। 31)
অঙ্কুর
(p. 8) aṅkura বি. 1 বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল; 2 উন্মেষ. সঞ্চার ('ভাবের অঙ্কুর': জ্ঞান.); 3 উদ্ভিন্ন বা নবোদিত বস্তু; 4 আদি, সূত্রপাত, প্রারম্ভ (অঙ্কুরে বিনাশ); 5 আগা, ডগা। (তৃণাঙ্কুর, কুশাঙ্কুর)। [সং. অন্ক্+উর]। 32)
অঙ্কুরিত
(p. 8) aṅkurita বিণ. মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত। অঙ্কুরোদয়, অঙ্কুরোদ্-গম বি. বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ। 33)
অঙ্কুশ
(p. 8) aṅkuśa বি. মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; আঁকশি, hook. [সং. অন্ক্+উশ]। 34)
অঙ্কোপরি
(p. 8) aṅkōpari অব্য. কোলের উপর। [সং. অঙ্ক+উপরি]। 35)
অনঙ্কুরিত
(p. 21) anaṅkurita বিণ. অঙ্কুরিত বা মুকুলিত হয়নি এমন ('অনঙ্কুরিত সফলতার বীজ': রবীন্দ্র)। [সং. ন+অঙ্কুরিত]। 17)
অস্হিত-পঞ্চ, অস্হিত-পঞ্চক, অস্হিত-পঞ্চম, অস্হির-পঞ্চক, অস্হির-পঞ্চম
(p. 73) ashita-pañca, ashita-pañcaka, ashita-pañcama, ashira-pañcaka, ashira-pañcama বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]। 27)
আঁক
(p. 77) ān̐ka বি. 1 চিহ্ন, দাগ (আঁক কাটা); রেখা; 2 গণিতের অঙ্ক (আঁক কষা)। [সং. অঙ্ক]। 50)
আঁকড়ি, আঁকুড়ি
(p. 77) ān̐kaḍ়i, ān̐kuḍ়i বি. 1 অঙ্কুশ; অঙ্কুশের মতো বাঁকানো জিনিস বা চিহ্ন; 2 অক্ষরের পাশে নাকের মতো বাঁকা অংশ। [বাং. আঁকড়া + ই]। 53)
আঁকন
(p. 77) ān̐kana বি. অঙ্কন, আঁকা; ছবি ('আঁকন আঁকা হবে': রবীন্দ্র)। [সং. অঙ্কন]। 54)
আঁকশি, আঁকুশি
(p. 77) ān̐kaśi, ān̐kuśi বি. গাছের উঁচু ডাল ইত্যাদি থেকে ফলফুল পাড়ার জন্য অঙ্কুশের মতো আগাবিশিষ্ট লাঠি বা লগা। [সং. অঙ্কুশ]। 55)
আঁকা
(p. 77) ān̐kā ক্রি. 1 রেখা টেনে চিত্র করা; দাগ কাটা; 2 লেখা (বিধাতা মানুষের ললাটে যা আঁকেন তা মোছা যায় না)। বি. অঙ্কন, চিত্রণ (ছবি আঁকা তার পেশা)। বিণ. অঙ্কিত, চিত্রিত (তোমার আঁকা ছবি); চিহ্নিত, লিখিত। [বাং. √ আঁক্ + অ]। ̃ নো ক্রি. অঙ্কিত বা চিত্রিত করানো। বিণ. অঙ্কিত করানো হয়েছে এমন। আঁকা-জোঁকা বি. বিণ. ক্রি. দাগ কাটা, চিত্রবিচিত্র করা, নকশা করা। আঁকিয়ে বি. যে ছবি আঁকে; শিল্পী। 56)
আঁকা-বাঁকা
(p. 77) ān̐kā-bān̐kā বিণ. সাপের (কুটিল) গতির মতো আকৃতিবিশিষ্ট, টেরাবাঁকা। [সং. অঙ্কবঙ্ক]। 57)
আঙ্কিক
(p. 82) āṅkika বিণ. অঙ্কসম্বন্ধীয়। বি. অঙ্কে পারদর্শী এমন ব্যক্তি। [সং. অঙ্ক + ইক]। 79)
আলিখিত
(p. 106) ālikhita বিণ. 1 লিখিত; 2 অঙ্কিত; 3 চিত্রিত, চিত্রে অঙ্কিত। [সং. আ + লিখিত]। 32)
আলেখ্য
(p. 106) ālēkhya বি. ছবি. অঙ্কিত চিত্র (আলেখ্যদর্শন); অঙ্কিত প্রতিমূর্তি। [সং. আ + √লিখ্ + য]। 54)
উদ্ভিদ
(p. 128) udbhida (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। ̃ ণু বি. উদ্ভিজ্জাণু। ̃ বিদ্যা বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany. 38)
উদ্ভিন্ন
(p. 128) udbhinna বিণ. 1 অঙ্কুরিত; 2 প্রকাশিত, বিকশিত ('প্রীতির উদ্ভিন্ন কলি': সু. দ.; উদ্ভিন্নযৌবনা); 3 (সচ. মাটি) ভেদ করে উত্থিত। [সং. উত্ + √ ভিদ্ + ত]। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730454
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942629
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us