Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনিষ্টকর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনর্থ
(p. 23) anartha বি. 1 অমঙ্গল, অশুভ, অনিষ্ঠ (অনর্থের সৃষ্টি); 2 ভুল অর্থ; 3 কুকাজ, দুর্ঘটনা (মহা অনর্থ ঘটবে, অনর্থ বাধিয়ে দেবে)। বিণ. অর্থহীন। [সং. ন+অর্থ]। ̃ কর বিণ. অনিষ্টকর, ক্ষতিকর। ̃ পাত বি. দুর্ঘটনা, বিপদ। 25)
অহিত
(p. 75) ahita বি. হিত বা মঙ্গলের অভাব, অমঙ্গল; ক্ষতি (হিতাহিত জ্ঞান)। [সং. ন + হিত]। ̃ কর বিণ. ক্ষতিকর, অপকারী। ̃ কামী (-মিন্) বিণ. অমঙ্গল কামনা করে এমন। ̃ কারী (-রিন্) বিণ. অপকার করে এমন, ক্ষতি করে এমন। অহিতাচরণ, অহিতাচার বি. অনিষ্টসাধন।
আপাত
(p. 95) āpāta বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ̃ .কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ̃ .কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ̃ .দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ̃ .মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ̃ .রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন। 60)
উপচ্ছায়া
(p. 131) upacchāẏā বি. 1 অপচ্ছায়া; ভূতপ্রেতের অস্পষ্ট ছায়াময় শরীর; 2 অনিষ্টকর ছায়া; 3 (বিজ্ঞা.) প্রচ্ছায়া বা নিবিড় ছায়ার প্রান্তস্হিত লঘু ছায়া, penumbra. [উপ + ছায়া]। 26)
কারক
(p. 185) kāraka বিণ. কর্মসম্পাদক, সাধক (অনিষ্টকারক, পুষ্টিকারক)। বি. (ব্যাক.) ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্পর্ক আছে (কর্তৃকারক, কর্মকারক, করণকারক)। [সং. √ কৃ + অক]। বিণ. (স্ত্রী.) কারিকা। 3)
কারী
(p. 185) kārī (-রিন্) বিণ. করে এমন (অনিষ্টকারী, আজ্ঞাকারী, ক্ষয়কারী)। [সং. √ কৃ + ইন্]। স্ত্রী. কারিণী। 30)
কুপথ্য
(p. 196) kupathya বি. অনিষ্টকর খাদ্য, যা রোগীর খাওয়া উচিত নয়। [সং. কু + পথ্য]। 35)
জটিল
(p. 312) jaṭila বিণ. 1 জটাযুক্ত; 2 জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি); 3 গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)। [সং. জটা + ইল]। বি. ̃ জটিলা বিণ. (স্ত্রী.) 1 জটাযুক্তা; 2 দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; 3 অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; 4 কলহপরায়ণা; 5 বধূদের গঞ্জনাদাত্রী। বি. শ্রীরাধিকার শাশুড়ি। 21)
দাগা2
(p. 402) dāgā2 বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা. দগা]। ̃ দার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। ̃ দারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। ̃ বাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। ̃ বাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা। 49)
দ্রোহ
(p. 426) drōha বি. 1 (পৃথক শব্দ হিসাবে সচ. কাব্যে) শত্রুতা ('উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে': সু.দ.); 2 (পরপদে) অন্যের অনিষ্টচিন্তা বা অনিষ্টাচরণ বা শত্রুতা (রাজদ্রোহ, সমাজদ্রোহ)। [সং. √ দ্রুহ্ + অ]। দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা। দ্রোহী (-হিন্) বিণ. দ্রোহকারী। 75)
দ্রৌহিক
(p. 426) drauhika বিণ. 1 শত্রুতা বা অনিষ্টাচরণ সম্বন্ধীয়; 2 শত্রুতার যোগ্য। [সং. দ্রোহ + ইক]।
বিচ্ছু
(p. 611) bicchu বি. 1 কাঁকড়া বিছে; 2 বিছে; 3 (কথ্য) অতি ধূর্ত ও অনিষ্টকারী লোক; 4 অতি দুরন্ত শিশু। [হি. বিচ্ছু প্রাকৃ. বিচ্ছা]। 15)
শঠ
(p. 769) śaṭha বিণ. 1 খল, ধূর্ত; 2 প্রবঞ্চক, প্রতারক; 3 গোপনে অনিষ্টকারী। [সং. √ শঠ্ + অ]। বি. ̃ তা, শাঠ্য। শঠে, শাঠ্যং শঠ লোকের সঙ্গে শঠতা করার নীতি। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us