Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অন্তঃপুর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অন্দর
(p. 34) andara বি. 1 অভ্যন্তর, ভিতর; 2 অন্তঃপুর (তু. সদর)। [ফা. অন্দর্। তু. সং. অন্তর (ভিতর)]। ̃ মহল বি. অন্তঃপুর। 39)
অব-গাঢ়
(p. 43) aba-gāḍh় বিণ. 1 নিমগ্ন, (জলে) ডুবে আছে এমন; 2 অন্তঃপ্রবিষ্ট; 3 স্নান করেছে এমন, অবগাহন করেছে এমন। [সং. অব + √ গাহ্ + ত]। 30)
অব-রোধ
(p. 45) aba-rōdha বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ̃ প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা। 30)
অসূর্যস্পশ্য
(p. 72) asūryaspaśya বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। 24)
কঞ্চুকী
(p. 156) kañcukī (-কিন্) বি. 1 রাজ-অন্তঃপুরে বাসকারী সর্বকার্যকুশল বৃদ্ধ ব্রাহ্মণ; 2 অন্তঃপুরের খোজা বা নপুংসক প্রহরী; 3 বর্মধারী ব্যক্তি; 4 সাপ। [সং. কঞ্চুক + ইন্]। 56)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
খোজা
(p. 234) khōjā বি. বিণ. ক্লীব, নপুংসক, পুরুষত্বহীন (ব্যক্তি)। [ফা. খাজা]। খোজা-প্রহরী বি. ভারতের মুসলমান নৃপতিদের হারেম বা অন্তঃপুরের নপুংসক পাহারাদার। 9)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
চেটিকা, চেটী, চেড়ী
(p. 294) cēṭikā, cēṭī, cēḍ়ī বি. (স্ত্রী.) 1 দাসী; 2 অন্তঃপুরের নারীপ্রহরী; 3 রামায়ণে বর্ণিত রাবণের অন্তঃপুরের নারীপ্রহরী। [সং. চেট]। বি. (পুং.) (বিরল) চেট, চেটক, চেড়। 56)
জানানা, জেনানা
(p. 322) jānānā, jēnānā বি. 1 স্ত্রীলোক; মহিলা; 2 অন্তঃপুরবাসিনী বা পর্দানশিন নারী; 3 পত্নী (কথাটা তার জানানাকে জানাতে হবে); 4 অন্তঃপুর। [ফা. জানানা]। 14)
পরদা
(p. 488) paradā বি. 1 আবরু রক্ষার জন্য দরজা-জানালায় ব্যবহৃত বস্ত্রাদিনির্মিত আবরণ 2 যবনিকা (নাটকের পরদা উঠেছে 3 ঘোমটা বা বোরখা 4 অন্তঃপুরে অবরোধের মধ্যে বাস (পরদাপ্রথা) 5 চোখের ছানি (চোখে পরদা পড়া) 6 চোখের পল্লব (চোখে পরদা নেই 7 পরত, স্তর (এক পরদা চামড়া 8 সুরের স্তর, স্বরগ্রাম (উঁচু পরদায় বাঁধা) 9 বাদ্যযন্ত্রের ঘাট বা চাবি (সেতারের পরদা)। ফা. পরদা। ̃ .নশিন বিণ. অন্তঃপুরে বাস করে এমন অবরোধের মধ্যে বাস করে এমন। ̃ .প্রথা বি. স্ত্রীলোকদের অন্তঃপুরে আবদ্ধ রাখার রীতি। 127)
পুর2
(p. 526) pura2 বি. 1 গৃহ, আলয়, ভবন (নন্দপুর); 2 নগর, শহর (হাস্তিনাপুর); 3 অন্তঃপুর (পুরনারী)। [সং. √ পৃ + অ]। ̃ দ্বার বি. নগরের বা গৃহের দ্বার। ̃ নারী, ̃ স্ত্রী বি. 1 অন্তঃপুরবাসিনী নারী; 2 কুলনারী। ̃ বাসী (-সিন্) বিণ. বি. নগরবাসী; গৃহস্হ। স্ত্রী. ̃ বাসিনী। 16)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
পৌরাঙ্গনা
(p. 534) paurāṅganā বি. অন্তঃপুরিকা, পুরনারী। [সং. পৌর + অঙ্গনা]। 60)
বেপরদা
(p. 641) bēparadā বিণ. 1 আবরণহীন, উন্মুক্ত; 2 ঘোমটাহীন, গুণ্ঠনহীন; 3 অন্তঃপুরে থাকে না এমন; 4 বেআবরু। বি. (সংগীতে) সুরের ভুল পরদা। [ফা. বে +পর্দা]। 8)
মগ্ন
(p. 675) magna বিণ. 1 নিমজ্জিত জলমগ্ন 2 অন্তঃপ্রবিষ্ট 3 বিভোর আনন্দে মগ্ন 4 তন্ময় নিবিষ্ট সমাহিত মগ্নচৈতন্য চিন্তামগ্ন সং √ মস্জ্ + ত স্ত্রী মগ্না। চৈতন্য বি. মনস্তত্ত্বে নিজের যে সদা-সক্রিয় মন সম্বন্ধে মানুষ অবহিত থাকে না subconscious বি. তা।
রাজান্তঃ-পুর, রাজ-অন্তঃ-পুর
(p. 741) rājāntḥ-pura, rāja-antḥ-pura বি. রাজবাড়ির অন্দরমহল। [সং. রাজ4 + অন্তঃপুর]। 34)
রেউলা
(p. 748) rēulā বি. রাজ-অন্তঃপুর বা রাজ-অন্তঃপুরের মহল ('তোমার পৃথক্ রেউলা হইবে': ব. চ.) [মারা. রাউল]। 14)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
সদর
(p. 803) sadara বি. 1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে); 2 বাড়ির বাইরের অংশ; 3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা); 4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)। বিণ. 1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত); 2 প্রধান (সদর কাছারি); 3 বাইরের (সদর দরজা)। [আ. সদ্র্]। ̃ আলা, সদরালা বি. সাবজজ। সদর কাছারি প্রধান কার্যালয় বা দফতর। সদর খাজনা, সদর জমা সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব। সদর দরজা বাড়ির বাইরের দিকের প্রধান দরজা। সদর নায়েব সদর কাছারির নায়েব। 9)
হারেম
(p. 867) hārēma বি. অন্তঃপুর, অন্দরমহল। [আ. হর্ম্]। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535090
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140595
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730872
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943075
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696729
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us