Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অপহরণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ-হরণ
(p. 39) apa-haraṇa বি. 1 বিনা অনুমতিতে বা অন্যায়ভাবে অন্যের জিনিস নেওয়া, চুরি; 2 লুণ্ঠন। [সং. অপ + √ হৃ + অন]। অপ-হরা ক্রি. চুরি করা, লুঠ করা। অপ-হারক, অপ-হারী (-রিন্) বিণ. অপহরণ বা চুরি করে এমন। বি. চোর; লুঠেরা। অপ-হৃত বিণ. অপহরণ করা বা চুরি করা হয়েছে এমন; লুণ্ঠিত। 32)
আত্মাপ-হারক, আত্মাপ-হারী
(p. 89) ātmāpa-hāraka, ātmāpa-hārī (-রিন্) বিণ. নিজের পরিচয় গোপনকারী; প্রতারক। [সং. আত্মন্ + অপহারক, অপহারিন্]। 27)
গেঁড়া, গ্যাঁড়া
(p. 256) gēn̐ḍ়ā, gyān̐ḍ়ā বি. (অশা.) আত্মসাত্ করা, অপহরণ (গেঁড়া দেওয়া, গেঁড়া মারা)। বিণ. বেঁটে (গেঁড়ামতন ছেলে)। [দেশি]। ̃ কল বি. লোককে ঠকাবার কৌশল; বিপদ, ফাঁদ (আচ্ছা গেঁড়াকলে পড়েছি তো!)। ̃ নো ক্রি. আত্মসাত্ বা চুরি করা, হাতানো (সে নিশ্চয় ওটা গেঁড়িয়েছে)। বি. চুরি। বিণ. হাতানো বা চুরি করা হয়েছে এমন (গ্যাঁড়ানো পেনটা)। 13)
চুরি
(p. 294) curi বি. অপহরণ, না জানিয়ে বা গোপনে অন্যের জিনিস আত্মসাত্ করা। [সং. √চুর্-তু. হি. চোরী]। ̃ চামারি বি. চুরি ও অনুরূপ দুষ্কর্ম। চুরি করে ক্রি-বিণ. গোপনে, অলক্ষ্যে (চুরি করে দেখা)। 24)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
তস্কর
(p. 372) taskara বি. চোর, অপহারক। [সং. তত্ (=সেই অর্থাত্ সেই অপকর্ম) + √ কৃ + অ]। ̃ তা বি. তস্করের বৃত্তি; চুরি। 13)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
নল
(p. 447) nala বি. 1 চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); 2 দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); 4 সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ। [সং. √ নল্ + অ]। ̃ কূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well. ̃ খাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ। নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো। নলিকা বি. 1 চোঙ, নল; 2 ভাঁটা; 3 নাড়ি। 83)
বিলুণ্ঠন
(p. 626) biluṇṭhana বি. 1 গড়াগড়ি দেওয়া; 2 অপহরণ; 3 লুণ্ঠন, লুঠ। [সং. বি + লুণ্ঠন]। বিলুণ্ঠিত বিণ. 1 গড়াগড়ি দিচ্ছে বা দিয়েছে এমন (ভূমিতে বিলুণ্ঠিত, বিলুণ্ঠিত বস্ত্রাঞ্চল); 2 অপহৃত, লুণ্ঠিত (বিলুণ্ঠিত ধনরত্ন)। স্ত্রী. বিলুণ্ঠিতা। 9)
ব্যপ-হরণ
(p. 648) byapa-haraṇa বি. স্বীয় তত্ত্বাবধানে রক্ষিত অপরের অর্থাদি আত্মসাত্করণ, defalcation (স.প.)। [সং. বি + অপহরণ]। 29)
মাথা
(p. 692) māthā বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ̃ .ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ̃ .খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ̃ .গরম বি. রাগ, ক্রোধ। বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ̃ .পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ̃ .পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ̃ .ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ̃ .মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ̃ লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 118)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
রাক্ষস
(p. 738) rākṣasa বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ̃ .গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)। 33)
লুট, লুঠ
(p. 760) luṭa, luṭha বি. 1 লুণ্ঠন, বলপূর্বক অপহরণ, ডাকাতি (লুটের মাল); 2 অন্যায়ভাবে আত্মসাত্ (সম্পত্তি লুট); 3 দেবতার প্রসাদ বিতরণ বা অনেকে মিলে গ্রহণ (হরির লুট)। বিণ. লুণ্ঠিত (টাকা লুট হয়েছে) [সং. √ লুঠ্]। ̃ .তরাজ, ̃ .পাট বি. ব্যাপক লুণ্ঠন। 71)
লুটেরা, লুঠেরা, লুটেল, লুঠেল
(p. 760) luṭērā, luṭhērā, luṭēla, luṭhēla বিণ বি. লুণ্ঠনকারী, জোরপূর্বক অপহরণকারী; দস্যু। [সং. √ লুঠ্ + বাং. এরা, এল]। 75)
লুণ্ঠন
(p. 760) luṇṭhana বি. 1 লুঠ, বলপূর্বক অপহরণ, অন্যায়ভাবে আত্মসাত্ করা; 2 ভূমিতে গড়াগড়ি দেওয়া। [সং. √ লুণ্ঠ্ + অন]। লুণ্ঠিক বিণ. 1 অপহৃত, লুঠ হয়েছে এমন (লুণ্ঠিত ধন); 2 ভূমিতলে পতিত (ধূলিলুণ্ঠিত); 3 গড়াগড়ি দিচ্ছে এমন। স্ত্রী. লুণ্ঠিতা। 80)
স্ত্রী
(p. 846) strī বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। &tilde ; আচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। ̃ চরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। ̃ চিহ্ন বি. যোনি। ̃ ত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। ̃ ধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। ̃ ধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। ̃ পুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী। ̃ প্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়। ̃ বশ, ̃ বশ্য বিণ. পত্নীর একান্ত অনুগত, স্ত্রৈণ। ̃ রত্ন বি. যে-সমস্ত ব্যাধি কেবল স্ত্রীলোকদেরই হয়। ̃ লক্ষণ বি. স্ত্রীচিহ্ন; নারীসুলভ বৈশিষ্ট্য। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) স্ত্রীবাচক শব্দ। ̃ লোক বি. নারী। ̃ সংসর্গ, ̃ সংগম, ̃ সহবাস বি. স্ত্রীসম্ভোগ। ̃ সুলভ বিণ. নারীর পক্ষে স্বাভাবিক, মেয়েলি। ̃ স্বাধীনতা বি. পুরুষের কর্তৃত্ব থেকে স্ত্রীলোকের মুক্তি, নারীজাতির স্ববশবর্তিতা। ̃ হরণ বি. অসদুদ্দেশ্যে (প্রধানত অবৈধ সম্ভোগার্থ) নারী অপহরণ। 96)
হর্তা
(p. 860) hartā (-র্তৃ) বিণ. 1 হরণকর্তা, অপহারক; 2 সংহারক। [সং. √ হৃ + তৃ]। ̃ কর্তা বি. 1 সংহারকর্তা ও নির্মাণকর্তা; 2 সর্বময় কর্তা। হর্তা-কর্তা বিধাতা বি. 1 বিনাশ, নির্মাণ ও ব্যবস্হাপনের কর্তা; 2 সৃষ্টিস্হিতিপ্রলয়কর্তা; 3 (আল.) সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730449
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942624
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us