Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবতারণা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অব-তীর্ণ
(p. 44) aba-tīrṇa বিণ. 1 অবতরণ করেছে অর্থাত্ নেমেছে এমন; 2 অবতাররূপে আবির্ভূত; 3 উপনীত; 4 অতিক্রান্ত, উত্তীর্ণ। [সং. অব + √ তৃ + ত]। 13)
অব-রোপণ
(p. 45) aba-rōpaṇa বি. 1 নীচে নামানো, অবতারণ; 2 উত্পাটন, এক স্হান থেকে উত্পাটন করে অন্য স্হানে রোপণ, transplantation. [সং. অব + রোপণ]। 31)
অব-রোহ
(p. 45) aba-rōha বি. 1 নীচে নামা, অবতরণ; 2 (দর্শ. ও ন্যায়) কারণ থেকে কার্য অনুমান, deduction. [সং. অব + √ রুহ্ + অ]। ̃ ণ নীচে নামা, অবতরণ। ̃ ণী বি. সিঁড়ি, অবতারণী। অব-রোহী (-হিন্) বিণ. 1 অবরোহণকারী, নীচে নামছে এমন; 2 (দর্শ. ও ন্যায়.) কারণ থেকে কার্য অনুমানের প্রণালীগত, deductive. বিপ. আরোহী। 32)
অসংলগ্ন
(p. 67) asaṃlagna বিণ. 1 পরস্পরসম্বন্ধহীন (অসংলগ্ন কথাবর্তা); 2 অসম্বদ্ধ; 3 অবান্তর (অসংলগ্ন বিষয়ের অবতারণা)। [সং. ন + সংলগ্ন]। 42)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
নর2
(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ̃ কঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো। ̃ কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ̃ খাদক বিণ. মানুষ খায় এমন। বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ̃ দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ̃ নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ̃ পতি বি. নৃপতি, রাজা। ̃ পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ। ̃ পিশাচ বি. পিশাচের মতো হিংস্র ও জঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ̃ পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ̃ মুণ্ড বি. মানুষের মাথা। ̃ মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ̃ লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ̃ সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ̃ সিংহ, ̃ হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ̃ সুন্দর বি. নাপিত। 64)
প্রস্তাব
(p. 552) prastāba বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্হাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। ̃ ক বিণ. প্রস্তাবকারী। ̃ না বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত। 23)
রসিক
(p. 736) rasika বিণ. 1 রসজ্ঞ, তাত্পর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); 2 আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); 3 রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। তা বি. 1 হাস্যরসের অবতারণা; 2 আদিরসাত্মক আলাপের অবতারণা; 3 হাস্যপরিহাস, রঙ্গরস। 45)
হেতু
(p. 873) hētu বি. 1 যুক্তি; 2 কারণ, নিমিত্ত, মূল; 3 প্রয়োজন; উদ্দেশ্য। [সং. হি (ব্যাপ্তি-অর্থক) + তু]। ̃ ক বিণ. হেতুসম্বন্ধীয়। ̃ বাদ বি. যুক্তিসহ তর্কের অবতারণা। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র; (সংকীর্ণ অর্থে) বেদবিরুদ্ধ তর্কপ্রধান শাস্ত্র। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534969
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140504
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696683
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us