Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অযোগ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকর
(p. 2) akara বিণ. 1 করহীন, হস্তহীন; 2 নিষ্কর, শুষ্ক বা করের অযোগ্য। [সং. ন+কর]। 11)
অকরণ
(p. 2) akaraṇa বি. 1 না করা, করণ বা কাজের অভার; 2 অনুচিত কাজ। [সং. ন (অ)+করন]। অকরণীয় বিণ. 1 অকর্তব্য, করার অযোগ্য; 2 বিবাহাদি সম্পর্ক স্হাপনের অযোগ্য (অকরণীয় ঘর)। 12)
অকর্ম (-র্মন্)
(p. 2) akarma (-rman) বি. 1 অকাজ, কুকাজ অপকর্ম; 2 কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]। ̃ ক বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive, ̃ ণ্য বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম। ̃ ণ্যাতা বিণ. অক্ষমতা, অযোগ্যতা। অকর্মা (-র্মন্) বিণ. 1 কর্মহীন; 2 অলস; 3 অকর্মণ্য। বি. অকর্মণ্য ব্যক্তি। অকর্মার ধাড়ি অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি। 20)
অক্রেয়
(p. 4) akrēẏa বিণ. 1 ক্রয় করবার বা কেনার অসাধ্য বা অযোগ্য, কেনা যায় না এমন; 2 দুর্মূল্য, আক্রা। [সং. ন+ক্রেয়]। 20)
অখাদ্য
(p. 6) akhādya বিণ. আহারের অযোগ্য, যা খাওয়া যায় না। বি. কুখাদ্য (অখাদ্য খেয়ে বেঁচে থাকে বহু লোক); নিষিদ্ধ খাদ্য। [সং. ন+খাদ্য]। 4)
অগন্তব্য
(p. 6) agantabya বিন. যাওয়ার অযোগ্য, অগম্য যেখানে যাওয়া যায় না; যেখানে যাওয়া উচিত্ নয়। [সং. ন + গন্তব্য]। 16)
অগোপন
(p. 7) agōpana বি. গোপনতার অভাব। বিণ. প্রকাশ্য। [সং. ন+গোপন]। অগোপনীয় বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন। 5)
অগ্রহণীয়
(p. 8) agrahaṇīẏa বিণ. গ্রহণের অযোগ্য, যা নেওয়ার মতো নয় (অগ্রহণীয় দান)। 7)
অঘর
(p. 8) aghara বি. অকুলীন বা হীন বংশ, বৈবাহিক সম্পর্ক স্হাপনের অযোগ্য বংশ। [সং. ন (অপ্রশস্ত অর্থে) + বাং. ঘর়]। 17)
অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অচালন
(p. 8) acālana বি. 1 না সরানো, না নাড়ানো, স্হানান্তর না করা; 2 অপ্রয়োগ। [সং. ন+চালন]। অচালনীয়, অচাল্য বিণ. চালনার বা স্হানান্তরের অর্থাত্ সরানোর অযোগ্য। 63)
অজিজ্ঞাসু
(p. 8) ajijñāsu বিণ. জানবার ইচ্ছা নেই এমন, যার মনে প্রশ্ন নেই। [সং. ন+জিজ্ঞাসু]। অজিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার অযোগ্য। 116)
অদেয়
(p. 17) adēẏa বিণ. দেওয়া যায় না এমন, দেওয়ার অযোগ্য, দেওয়া উচিত নয় এমন (তোমাকে আমার অদেয় কিছুই নেই)। [সং. ন+দেয়]। 20)
অনাদেয়
(p. 24) anādēẏa বিণ. আদান অর্থাত্ গ্রহণের অযোগ্য (অনাদেয় দান)। [সং. ন +আ + √ দা + য]। 21)
অনাধি-কার
(p. 21) anādhi-kāra বি. অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। [সং. ন+অধিকার়]। ̃ চর্চা বি. অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তত্সম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা। ̃ প্রবেশ বি. অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্হানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass. অনাধি-কারী (-রিন্) বিণ. যার অধিকার নেই; অযোগ্য। অনধি-কৃত বিণ. যা অধিকার করা হয়নি; অনায়ত্ত। 28)
অনাবাদি, (বর্জি.) অনাবাদী
(p. 24) anābādi, (barji.) anābādī বিণ. 1 যেখানে আবাদ বা চাষ হয় না (অনাবাদি জমি); 2 চাষের অযোগ্য। [সং. ন + ফা. আবাদ + বাং. ই]। 25)
অনালোচনীয়, অনালোচ্য
(p. 25) anālōcanīẏa, anālōcya বিণ. আলোচনার অযোগ্য বা বহির্ভূত। [সং. ন + আলোচনীয়, আলোচ্য]। 16)
অনিন্দনীয়, অনিন্দ্য
(p. 25) anindanīẏa, anindya বিণ. 1 নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; 2 প্রশংসাযোগ্য; 3 উত্কৃষ্ট; 4 সুন্দর; 5 নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। [সং. ন + √ নিন্দ্ + অনীয়, য]। অনিন্দিত বিণ. 1 নিন্দিত নয় এমন; 2 সুন্দর; 3 নিখুঁত (অনিন্দিত স্বভাব, অনিন্দিত কান্তি)। অনিন্দিতা বিণ. (স্ত্রী.) নিন্দিতা নয় এমন। 31)
অনুচ্চার
(p. 25) anuccāra বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। ̃ ণীয়, অনুচ্চার্য বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য। অনুচ্চারিত বিণ. উচ্চারণ করা হয়নি এমন; অকথিত। 88)
অনুপ-যুক্ত
(p. 28) anupa-yukta বিণ. অযোগ্য; অক্ষম; অসংগত; প্রয়োজনের অনুরূপ নয় এমন। [সং. ন + উপযুক্ত]। 31)
অনুপ-যোগিতা, অনুপ-যোগ
(p. 28) anupa-yōgitā, anupa-yōga বি. অযোগ্যতা, প্রয়োজনের সঙ্গে, সংগতির অভাব। [সং. ন + উপযোগিতা, উপযোগ]। অনুপ-যোগী (-গিন্) বিণ. অনুপযুক্ত; যথেষ্ট বা যথার্থ নয় এমন। 32)
অপ-শাসন
(p. 39) apa-śāsana বি. 1 অত্যাচারমূলক শাসন, যে শাসনে শাসিত জনগণের উপর পীড়ন করা হয়; 2 অযোগ্য শাসকের শাসন। [সং. অপ (অপকৃষ্ট) + শাসন]। 20)
অপথ
(p. 34) apatha বি. অন্যায় বা মন্দ পথ; অযোগ্য বা ভুল পথ ('অসময়ে অপথ দিয়ে': রবীন্দ্র)। [সং. ন + পথ]। 94)
অপদার্থ
(p. 34) apadārtha বিণ. অসার; অযোগ্য; অকর্মণ্য, যার দ্বারা কোনো কাজ হয় না। [সং. ন + পদার্থ]। বি. ̃ তা। 98)
অপরশ
(p. 34) aparaśa বিণ. ছোঁয়ার অযোগ্য; ছোঁয়া হয়নি এমন, অস্পৃষ্ট ('অপরশ আঁচলের নব নীলিমা': রবীন্দ্র)। ক্রি-বিণ. কাউকে স্পর্শ না করে। বি. স্পর্শের অভাব। [বাং. অ + পরশ]। 122)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595081
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205081
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813302
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1060728
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908217
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852181
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713734
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634041

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us