(p. 823) sādhana বি. 1 উপাসনা, আরাধনা (তান্ত্রিক সাধন, 'পূজনসাধনহীন'); 2 উপায়, সহায়; 3 করণ, যার দ্বারা কার্য নিষ্পন্ন হয়; 4 সম্পাদন, নিষ্পাদন (উত্কর্ষ সাধন, অসাধ্যসাধন); 5 সিদ্ধি (বৈরাগ্য সাধন); 6 সাফল্য (মন্ত্রের সাধন)। [সং. √ সাধ্ বা √ সাধি + অন]। ̃ প্রক্রিয়া বি. উপাসনার পদ্ধতি বা নিয়ম। ̃ মার্গ বি. ভক্তির পথ। 71)