Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অস্ত্রাদি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
আগার
(p. 82) āgāra বি. 1 থাকবার জায়গা; 2 গৃহ; আলয়; 3 ভান্ডার (ধনাগার, রত্নাগার, অস্ত্রাগার); আধার। [সং. (অগার অগ + আ + √ রা + অ) + অ]। 60)
আঘাত
(p. 82) āghāta বি. চোট, ঘা (অভিমানে আঘাত লেগেছে, অস্ত্রাঘাত); প্রহার। [সং. আ + √ হন্ + অ]। ̃ ক বি. বিণ. আঘাতকারী, আঘাত করে এমন (ব্যক্তি, কথা ইত্যাদি)। ̃ ন বি. আঘাত দেওয়া। ̃ .সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন। 73)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
গণ্ডার
(p. 240) gaṇḍāra বি. নাকের উপর খড়্গযুক্ত অত্যন্ত স্হূলচর্ম জন্তুবিশেষ; খড়্গী। [সং. গণ্ডক]। গণ্ডারের চামড়া (গণ্ডারের চামড়া যেমন সহজে অস্ত্রাদিতে বিদ্ধ হয় না, তেমনি) কিছুতেই অপমান বোধ করে না এমন মনোবৃত্তি। 13)
ঢাল2
(p. 361) ḍhāla2 বি. অস্ত্রাদির আঘাত প্রতিরোধে ব্যবহার্য চামড়া ইত্যাদির তৈরি ফলক, বর্ম। [সং. ঢাল]। ঢালী বিণ. বি. 1 ঢালধারী, ঢালধারী যোদ্ধা; 2 উপাধি বা পদবিবিশেষ। 3)
প্রতি-সংহার
(p. 543) prati-saṃhāra বি. 1 (অস্ত্রাদি) সংবরণ; 2 নিবর্তন; 3 ফিরিয়ে নেওয়া। [সং. প্রতি + সম্ + √ হৃ + অ]। প্রতি-সংহৃত বিণ. ফিরিয়ে নেওয়া হয়েছে এমন। 19)
বর্ম
(p. 580) barma (-র্মন্) বি. (প্রধানত অস্ত্রাদির) আঘাত থেকে রক্ষা করবার জন্য দেহাবরণ, তনুত্রাণ, কবচ, সাঁজোয়া (বর্মধারী)। [সং. √ বৃ + মন্]। বর্মিত, বর্মী (-র্মিন্) বিণ. বর্মধারী, বর্মাচ্ছাদিত, বর্মাবৃত। 130)
শাণ
(p. 773) śāṇa বি. 1 কষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেওয়ার পাথর বা যন্ত্র; 3 ধার (ছুরিতে শাণ দেওয়া)। [সং. √ শো + ণ]। 50)
শান2
(p. 773) śāna2 বি. 1 কোষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেবার পাথর বা যন্ত্র; 3 তীক্ষ্ণ করা (শান দেওয়া)। [সং. √ শান্ + অ]। শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)। ̃ ওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে। ̃ পাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর। 57)
শিকার
(p. 776) śikāra বি. 1 অস্ত্রাদির সাহায্যে স্বাধীনভাবে বিচরণকারী জীবজন্তু হত্যা, মৃগয়া; 2 মৃগয়ালব্ধ প্রাণী (সারাদিনে একটিও শিকার জুটল না); 3 (আল.) হত্যা লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য, নিরীহ ব্যক্তি, victim (গুণ্ডামির শিকার)। [ফা. শিকার্]। শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে। 52)
সন্নদ্ধ
(p. 805) sannaddha বিণ. 1 (অস্ত্রাদি দ্বারা) সম্যকরূপে সজ্জিত; 2 বর্মপরিহিত; 3 শ্রেণিবদ্ধ, বিন্যস্ত (ঘনসন্নদ্ধ)। [সং. সম্ + √ নহ্ + ত]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534970
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140505
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us