(p. 784) śōṇita বি. রক্ত, রুধির (শোণিতধারা)। [সং. শোণ + ইত]। ̃ ধারা, ̃ প্রবাহ বি. রক্তের স্রোত। ̃ মোক্ষণ বি. (প্রধানত রোগ নিরাময়ের জন্য) অস্ত্রোপচারাদির দ্বারা দেহের রক্ত বার করে দেওয়া। ̃ রঞ্জিত, শোণিতাক্ত বিণ. রক্তাক্ত, রক্তমাখা। ̃ শোষণ বি. 1 রক্ত শুষে নেওয়া; 2 (আল.) অন্যায় দাবি আদায়পূর্বক শক্তিহীন বা নির্জীব করা। 47)