Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আঁটি)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আঁটা-আঁটি, আঁটি-সাঁটি
(p. 79) ān̐ṭā-ān̐ṭi, ān̐ṭi-sān̐ṭi বি. কষাকষি, কড়া মনোভাব, অতিরিক্ত দরাদরি বা কড়াকড়ি (নিজের বেলা আঁটাসাঁটি)। 15)
আঁটি1, আটি
(p. 79) ān̐ṭi1, āṭi বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট। 19)
আঁটি2, আঁঠি
(p. 79) ān̐ṭi2, ān̐ṭhi বি. ফলের ভিতরের বড় বীজ, বীচি (আমের আঁটি)। [সং. অস্হি]। আঁটি চোষা ক্রি. বি. (আল.) সার জিনিস বা খাঁটি জিনিস থেকে বঞ্চিত হওয়া। 20)
খুবানি, খোবানি
(p. 231) khubāni, khōbāni বি. কুল ও খেজুরের মতো আঁটিযুক্ত ফলবিশেষ, apricot.[ফা. খুবানি]। 23)
গুচ্ছ
(p. 250) guccha বি. গোছা, থোলো; আঁটি, স্তবক (গোলাপগুচ্ছ, কেশগুচ্ছ)। [সং. √গু + ছ]। 34)
গোছ
(p. 256) gōcha বি. 1 বত্রিশটির সমষ্টি বা গুচ্ছ (দুই গোছ পান); 2 আঁটি (ধানের গোছ); 3 সুবন্দোবস্ত, শৃঙ্খলা (কাজের গোছ); 4 রকম (বেঁটে গেছের লোক); 5 গোড়ালির উপরে হাঁটুর নীচের অংশ (পায়ের গোছ)। [সং. গুচ্ছ]। ̃ গাছ বি. বিন্যাস; সুশৃঙ্খলভাবে স্হাপন; গুছিয়ে রাখা, পরিপাটি। 63)
তাড়া1
(p. 373) tāḍ়ā1 বি. গোছা, আঁটি, বাণ্ডিল (এক তাড়া কাগজ, নোটের তাড়া)। [সং. তাড় (=এক মুষ্টিপরিমাণ তৃণ)]। তাড়া তাড়া বিণ. গোছা গোছা, অনেক বাণ্ডিল বা আঁটি (তাড়া তাড়া কাগজ ঘরে জমা করেছে)। 45)
তাল৩
(p. 375) tāla3 বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ̃ ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ̃ চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ̃ নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ̃ পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ̃ বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ̃ শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। 83)
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
নুটি
(p. 475) nuṭi বি. সুতো আঁশ লোম প্রভৃতি জড়ানো আঁটি বা পিণ্ড। [দেশি]। 109)
নুড়া, (কথ্য) নুড়ো
(p. 475) nuḍ়ā, (kathya) nuḍ়ō বি. আগুন ধরাবার জন্য খড়, শুকনো ঘাস প্রভৃতির গুচ্ছ বা আঁটি (মুখে নুড়ো জ্বেলে দেওয়া)। [সং. নড়?]। 111)
বড়1
(p. 575) baḍ়1 বি. (আঞ্চ.) খড় দিয়ে তৈরি মোটা দড়ি (বড় দিয়ে খড়ের আঁটি বাঁধা)। [দেশি]। 19)
বান়-ডিল, বাণ্ডিল
(p. 599) bān়-ḍila, bāṇḍila বি. একসঙ্গে বাঁধা জিনিসপত্রের আঁটি, পুলিন্দা, তাড়া। [ইং. bundle]। 13)
বিচি, বীচি
(p. 610) bici, bīci বি. 1 ফল বা শস্যাদির ভিতরের ক্ষুদ্র আঁটি বা বীজ; 2 অণ্ডকোষ। [সং. বীজ]। 18)
বীজ
(p. 630) bīja বি. 1 শস্যাদির বিচি বা আঁটি যা থেকে অঙ্কুর উত্পন্ন হয়; 2 সংরক্ষিত শস্য যা রোপণ করে নতুন ফসল উত্পাদন করা হয় (ধান্যবীজ); 3 জীবাণু (রোগের বীজ); 4 মূল কারণ (বিবাদের বীজ, হিংসার বীজ); 5 সন্তানোত্পাদক শুক্র বা বীর্য। [সং. বি + √ জন্ + অ]। ̃ ক বি. বীজ। ̃ কোষ বি. ফুলের যে অংশে বীজ থাকে। ̃ ঘ্ন বিণ. জীবাণুনাশক, disinfectant (বি. প.)। ̃ তলা বি. খেতের যে নির্দিষ্ট জায়গায় চারা জন্মানো হয়। ̃ ধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান। ̃ পত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ। ̃ পুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ। ̃ বারক বিণ. জীবাণুর উত্পত্তি নিবারণ করে এমন, antiseptic (বি. প.)। ̃ বারণ বি. জীবাণুর উত্পত্তি নিবারণ। 55)
বোর
(p. 646) bōra বি. সোনা বা রুপোর তৈরি কুলের আঁটির মতো দানা। [সং. বদর (=কুল)]। 54)
শাঁস
(p. 773) śām̐sa বি. 1 ফলাদির ভিতরের সারভাগ; 2 ফলের আঁটির বা বীজের ভিতরের নরম অংশ; 3 সারপদার্থ (মগজে শাঁস নেই)। [ সং. শস্য]। শাঁসালো বিণ. 1 শাঁসযুক্ত (শাঁসালো ফল); 2 সারবান, সারবস্তু আছে এমন; 3 (আল.) অর্থশালী (শাঁসালো লোক)। 32)
সস্য
(p. 820) sasya বি. 1 ফল; 2 ফলের খোসা ও আঁটির মধ্যবর্তী কোমল অংশ, albumen (স. প.)। [সং. √ সস্ + য]। ̃ -ল বিণ. 1 ফলবান; 2 (ফলসম্বন্ধে) কোমল অংশযুক্ত, albuminous. [শস্য দ্র]। 33)
স্তম্ব
(p. 846) stamba বি. 1 ধান প্রভৃতি গাছের ডাঁটা; 2 কাণ্ডহীন বৃক্ষ; 3 ঝাড়; 4 তৃণাদির আঁটি বা গোছা। [সং. √ স্হা + অম্ব]। স্তম্বেরম বি. হাতি। 81)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614794
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227947
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839918
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098977
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916375
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856870
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719492
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us