(p. 759) lāṭa5 বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের প্রধান শাসক; 3 সর্বাধিনায়ক। [ইং. lord]। ̃ .বেলাট বি. পদস্হ ও সম্ভ্রান্ত ব্যক্তি। ̃ .সাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল; 2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি। ছোট-লাট প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি। বড়ো-লাট দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল। 14)