Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আন্দোলনে': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আওয়াজ
(p. 77) āōẏāja বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)। 32)
কমরেড
(p. 164) kamarēḍa বি. 1 বন্ধু; সহযোগী; 2 আন্দোলনের বা সংগ্রামের সাথি। [স্পে. comrada ইং. comrade]। 45)
কেন্দ্র
(p. 206) kēndra বি. 1 মধ্যবিন্দু (ভূকেন্দ্র); 2 মূল বা প্রধান স্হান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্হান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্হান; 4 সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান; 5 (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু। [সং. গ্রি. কেন্ত্রন kentron]। ̃ গত বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্হানে অবস্হিত। ̃ বিন্দু বি. প্রধান স্হান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)। ̃ বিমুখ, কেন্দ্রাতিগ বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal. কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal. কেন্দ্রিক বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)। কেন্দ্রিত বিণ. কেন্দ্রগত। কেন্দ্রী (-ন্দ্রিন্) বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত। কেন্দ্রীয় (অপ্র.) কৈন্দ্রিক বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)। কেন্দ্রীভূত বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত। 23)
ক্ষুব্ধ
(p. 217) kṣubdha বিণ. 1 বিচলিত; 2 আলোড়িত ('ক্ষুব্ধ শাখার আন্দোলনে': রবীন্দ্র); 3 ক্ষুণ্ণ, দুঃখিত (তার আচরণে ক্ষুব্ধ হয়েছি). [সং. √ ক্ষুভ্ + ত]। স্ত্রী. ক্ষুব্ধা। 50)
ঢেউ
(p. 362) ḍhēu বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ̃. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা। 5)
দোলন
(p. 421) dōlana বি. দোলা, দুলতে থাকা; আন্দোলন। [প্রাকৃ. √ দোল + বাং. অন-তু. হি. √ দুল্ সং. √ দুল্]। 111)
ধুক-পুক
(p. 433) dhuka-puka বি. 1 অস্হিরতা, উদ্বেগ প্রভৃতি মানসিক চাঞ্চল্যের ভাব; 2 মৃদু হৃত্স্পন্দন বা শব্দযুক্ত আন্দোলনের ভাব (বুকের ভিতরটা ধুকপুক করছে)। [ধ্বন্যা-তু. ধুকধুক]। ধুক-পুকুনি বি. 1 মৃদু হৃত্স্পন্দন; 2 মৃদু আন্দোলনের ভাব; 3 মানসিক অস্হিরতা। 113)
প্রতিক্রিয়া
(p. 538) pratikriẏā বি. 1 (ওষুধ খাদ্য শক্তি প্রভৃতি) প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় (বিষের প্রতিক্রিয়া); 2 ক্রিয়ার পরিণাম (বিরুপ প্রতিক্রিয়া); 3 উত্তেজনার শেষে অবসাদ (ব্যর্থ আন্দোলনের প্রতিক্রিয়া); 4 বাইরের ঘটনায় মানসিক অবস্হার রূপান্তর (এই সংবাদে তার মনের প্রতিক্রিয়া লক্ষণীয়); 5 প্রগতিবিরুদ্ধ ক্রিয়া বা আচরম; 6 প্রতিবিধান। [সং. প্রতি + ক্রিয়া]। ̃ শীল বিণ. প্রগতিবিরুদ্ধ, reactionary. 73)
লক-লক
(p. 753) laka-laka বি. নমনীয় পদার্থের প্রসারণ বা আন্দোলনের ভাব (জিহ্বা লকলক করা)। লক-লকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)। 12)
সঞ্চলন
(p. 796) sañcalana বি. 1 বিচরণ, চলন, আনাগোনা (তাপসঞ্চলন); 2 কম্পন, আন্দোলন। [সং. সম্ + চলন]। সঞ্চলিত বিণ. বিচরণ করেছে এমন; আন্দোলিত, কম্পিত। 128)
স্বদেশ
(p. 852) sbadēśa বি. নিজের দেশ; জন্মভূমি। [সং. স্ব + দেশ]। স্বদেশি, স্বদেশীয় বিণ. নিজদেশজাত; নিজদেশবাসী। স্বদেশি আন্দোলন ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন। 14)
হাতিয়ার
(p. 865) hātiẏāra বি. 1 হাতে বহনযোগ্য অস্ত্রশস্ত্র; 2 শিল্পকর্মের সহায় বা যন্ত্র (কারিগরের হাতিয়ার); 3 হাতের সাহায্যে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি; 4 (আল.) সংঘর্ষমূলক কাজের অঙ্গ বা যন্ত্র (ছাত্রসম্প্রদায় এই আন্দোলনের হাতিয়ার)। [হি. হথিয়ার]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534907
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140449
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730667
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942866
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883579
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838486
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us