Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আয়োজন)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্জাম
(p. 8) añjāma বি. 1 আয়োজন, উদযোগ; 2 সমাপ্তি। [ফা. অন্জাম]। 142)
অপ্রস্তুত
(p. 42) aprastuta বিণ. 1 প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; 2 অনুপস্হিত; 3 লজ্জিত, অপ্রতিভ; 4 বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। ̃ প্রশংসা বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়। অপ্রস্তুতি বি. উদ্যোগ-আয়োজনের অভাব। অপ্রস্তুত হওয়া ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া। 32)
আহরণ
(p. 111) āharaṇa বি. 1 সংগ্রহ; 2 সংকলন; 3 সঞ্চয়; 4 উপার্জন; 5 আয়োজন; 6 বিবাহাদির উপঢৌকন। [সং. আ + √ হৃ + অন]। আহরক বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক। আহরণী বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology. আহরণীয়, আহর্তব্য বিণ. আহরণযোগ্য। আহর্তা বিণ. বি. আহরণকারী। 15)
আয়োজক
(p. 103) āẏōjaka বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন। 27)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
জোগাড়, (বর্জি.) যোগাড়
(p. 327) jōgāḍ়, (barji.) yōgāḍ় বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]। &tilde ; যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন। জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী। 98)
তোড়-জোড়
(p. 387) tōḍ়-jōḍ় বি. 1 উদ্যোগ, প্রস্তুতি, আয়োজন; 2 সরঞ্জাম, উপকরণ। [বাং. তোড়া (ভাঙা) + জোড়া ?]। 10)
প্রস্তুত
(p. 552) prastuta বিণ. 1 তৈরি, নির্মিত (জিনিসটা বিদেশে প্রস্তুত); 2 সজ্জিত, তৈরি হয়ে রয়েছে এমন, উন্মুখ (যাবার জন্য প্রস্তুত); 3 সম্মত, রাজি (ক্ষমা চাইতে প্রস্তুত আছে); 4 আয়োজন সম্পূর্ণ হয়েছে বা করেছে এমন (কন্যাপক্ষ এখন প্রস্তুত)। [সং. প্র + √ স্তু + ত]। প্রস্তুতি বি. 1 আয়োজন বা উদ্যোগ; 2 প্রস্তুত বা তৈরি থাকার ভাব; 3 নির্মাণ। প্রস্তুতি-পর্ব বি. আরম্ভ বা আরম্ভের আয়োজন, উদ্যোগ ইত্যাদি। 25)
বন্দো-বস্ত
(p. 575) bandō-basta বি. 1 আয়োজন (বিয়ের বন্দোবস্ত); 2 বিলিব্যবস্হা, বন্দেজ; 3 প্রজা কর্তৃক জমিদারের কাছ থেকে নির্দিষ্ট শর্তে গৃহীত জমির পত্তনি, জমির মালিকানা বা দখলসংক্রান্ত শর্তাদি বা ব্যবস্হা। [ফা. বন্দ্-ও-বস্ত্]। 95)
বৃহত্
(p. 633) bṛhat বিণ. 1 প্রকাণ্ড, বড়ো (বৃহত্ অট্টালিকা); 2 মহত্, উদার (বৃহত্ হৃদয়); 3 সমারোহপূর্ণ (বৃহত্ ব্যাপার, বৃহত্ আয়োজন)। [সং. √ বৃহ্ + অত্]। বৃহতী বিণ. (স্ত্রী.) প্রকাণ্ড; মহতী। বি. ছোটো বেগুনবিশেষ। বৃহত্ত্ব বি. প্রকাণ্ডতা, বিশালতা। বৃহত্তর বিণ. 1 অপেক্ষাকৃত বৃহত্, আরও বৃহত্ (বৃহত্তর আন্দোলন); 2 বিস্তৃততর (বৃহত্তর ভারত)। বৃহত্তম বিণ. সবচেয়ে বৃহত্ (বৃহত্তম দেশ, বৃহত্তম সমুদ্র)। 85)
ব্যবস্হা
(p. 648) byabashā বি. 1 বন্দোবস্ত (বসার ব্যবস্হা); 2 আয়োজন (গানবাজনার ব্যবস্হা); 3 জোগাড় (চাকরির ব্যবস্হা); 5 পদ্ধতি (শাসনব্যবস্হা); 6 শৃঙ্খলা; 7 পৃথকপৃথকভাবে স্হাপন; 8 স্হিতি। [সং. বি + অব + √ স্হা + অ + আ]। ব্যবস্হা দেওয়া ক্রি. বি. 1 ওষুধ পথ্য প্রভৃতি সেবন সম্বন্ধে উপদেশ-পরামর্শ দেওয়া। ̃ শাস্ত্র বি. স্মৃতিশাস্ত্র, আইনশাস্ত্র। ব্যবস্হিত বিণ. 1 ব্যবস্হা করা হয়েছে এমন, ব্যবস্হাযুক্ত, স্হিরীকৃত; 2 পৃথক্কৃত; 3 বিশেষভাবে স্হিত, অবস্হিত; 4 নিযুক্ত। 35)
ভেস্তা
(p. 670) bhēstā ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)। 52)
মাটি
(p. 692) māṭi বি. 1 ভূপৃষ্টের উপরিতলের যেখানে উদ্ভিদ জন্মে, মৃত্তিকা (মাটির পুতুল); 2 ভূতল (মাটিতে বসা); 3 ভূসম্পত্তি (লাঠি যার মাটি তার); 4 স্হির থাকার বা ভর দেবার উপায় (পায়ের তলায় মাটি না থাকা)। বিণ. পণ্ড, নষ্ট (প্যানটা মাটি হয়ে গেল)। [প্রাকৃ. মট্টিআ সং. মৃত্তিকা]। বিণ. মেটে। মাটি করা ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (সব আয়োজন মাটি করে দিল)। মাটি কামড়ে পড়ে থাকা ক্রি বি. 1 যথাশক্তি নিশ্চল হয়ে মাটিতে শুয়ে থাকা; 2 (আল.) নাছোড়বান্দা হয়ে স্বস্হানে অটল থাকা। মাটি খাওয়া ক্রি. বি. যার জন্য পরে অনুতাপ করতে হয় এমন কাজ করা। মাটি তোলা ক্রি বি. 1 মাটি খুঁড়ে উঠানো; 2 পঙ্কোদ্বার করা। মাটি দেওয়া ক্রি. বি. কবর দেওয়া, সমাধিস্হ করা। মাটি মাড়ানো ক্রি. বি. পদার্পন করা (আপনি বহুদিন এদিককার মাটি মাড়াননি)। মাটি হওয়া ক্রি. বি. পণ্ড বা নষ্ট হওয়া। মাটির দর অতি সস্তা। মাটির মানুষ অতি শান্ত লোক। 81)
সংবিধা
(p. 795) sambidhā বি. 1 রচনা; 2 সংঘটন; 3 ব্যবস্হা বা আয়োজন; 4 চুক্তি। [সং. সম্ + বি + √ ধা + অ]। 4)
সংবিধান
(p. 795) sambidhāna বি. 1 সংঘটন; 2 রচনা; 3 প্রণয়ন; 4 ব্যবস্হাপনা, আয়োজন; 5 উপচার, সেবাসামগ্রী; 6 নিয়মবিধি; 7 রাষ্ট্রসংগঠনের ও পরিচালনার নিয়মাবলি, শাসনতন্ত্র, constitution. [সং. সম্ + বিধান]। ̃ বহির্ভূত বিণ. সংবিধানে উল্লিখিত নয় এমন। ̃ বিরোধী বিণ. সংবিধানের নীতি ও নিয়মের পরিপন্হী, অসাংবিধানিক। 5)
সংস্হিতি
(p. 796) saṃshiti বি. 1 সংস্হান বা স্হাপন; 2 স্হিতি, একত্র স্হিতি (বিশ্বসংস্হিতি); 3 বিন্যাস; 4 আয়োজন; 5 আশ্রয়। [সং. সম্ + স্হিতি]। 37)
সজ্জন2, সজ্জনা
(p. 796) sajjana2, sajjanā বি. 1 সজ্জিত করা, সাজানো; 2 আয়োজন; 3 সৈন্যসংস্হাপন। [সং. √ সজ্জ্ + অন, + আ]। 121)
সজ্জা
(p. 796) sajjā বি. 1 বেশভূষা, পোশাক; 2 অলংকরণ (গৃহসজ্জা); 3 আয়োজন, উদ্যোগ; 4 উপকরণ, সরঞ্জাম। [সং. √ সজ্জ্ + অ + আ]। ̃ গজ্জা বি. সাজগোজ; উদ্যোগ-আয়োজন। 122)
সমর
(p. 808) samara বি. যুদ্ধ। [সং. সম্ + √ ঋ + অ]। ̃ কৌশল বি. যুদ্ধের কৌশল, যুদ্ধরীতি। ̃ শয্যা (যুদ্ধে নিহত ব্যক্তির পক্ষে) যুদ্ধক্ষেত্ররূপ শয্যা। ̃ শায়ী (-য়িন্) বিণ. যুদ্ধস্হলে নিহত। ̃ সজ্জা বি. সৈনিকের পোশাক; যুদ্ধের আয়োজন। সমরাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। সমরানল বি. যুদ্ধরূপ আগুন বা যুদ্ধের ভয়াবহ রূপ। 61)
সম্ভার
(p. 816) sambhāra বি. 1 দ্রব্যসামগ্রী, দ্রব্যের ভার ('শকটে সম্ভার কত': রঙ্গ); 2 রাশি, সমূহ (রত্নসম্ভার, খাদ্যসম্ভার); 3 উপকরণ; 4 আয়োজন। [সং. সম্ + √ ভৃ + অ]। 8)
সরঞ্জাম
(p. 817) sarañjāma বি. 1 উপকরণ, আসবাব (খেলার সরঞ্জাম); 2 উপকরণ-সংগ্রহ, আয়োজন (পূজার সরঞ্জাম)। [ফা. সর্ + অন্জাম্]। 16)
সামান্য
(p. 828) sāmānya বিণ. 1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না); 2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম); 3 সর্ববিষয়ক; 4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত); 5 অতি অল্প (সামান্য একটু দুধ)। বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য। [সং. সমান + য]। স্ত্রী. সামান্যা। ̃ ত (-তস্), বর্জি. ̃ তঃ অব্য. ক্রি-বিণ. সাধারণত। ̃ তা বি. স্বল্পতা, তুচ্ছতা (আয়োজনের সামান্যতা)। 39)
স্বল্প
(p. 853) sbalpa বিণ. সামান্য একটু, অতি অল্প (স্বল্প আয়োজন, স্বল্প ব্যয়)। [সং. সু + অল্প]। বি. ̃ তা। স্বল্পায়ু (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। স্বল্পাহার বিণ. অল্প খায় এমন। বি. সামান্য আহার। স্বল্পাহারী (-রিন্) বিণ. অতি অল্প খায় এমন (স্বল্পাহারী লোক)। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577694
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185384
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785441
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026300
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901064
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us