Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ইংরেজি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তারকা
(p. 375) tārakā বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 '*' এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি star শব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। ̃ য়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। ̃ রি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। বি. রাত্রি। 63)
অক্টোবর
(p. 4) akṭōbara বি. ইংরেজি বত্সরের দশম মাস। [ইং. October]। 13)
অগস্ট, আগস্ট
(p. 6) agasṭa, āgasṭa বি. ইংরেজি বত্সরের অষ্টম মাস। [ইং. August]। 22)
অধি-বর্ষ
(p. 17) adhi-barṣa বি. (ইংরেজি পঞ্জিকার) যে বত্সর ফেব্রুয়ারি মাসে 28 দিনের বদলে 29 দিন হয়, leap year. [সং. অধি+বর্ষ]। 73)
অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
ইংরাজ-ইংরেজ
(p. 113) iṃrāja-iṃrēja এর বর্জি. রূপ। 10)
ইংরেজ
(p. 113) iṃrēja বি. ইংল্যাণ্ডের অধিবাসী। [পো. Engrez - তু. ফ. Anglaise]। ইংরেজি বিণ. ইংরেজসম্বন্ধীয়। বি. ইংরেজদের ভাষা। ইংরেজিয়ান বি. ইংরেজদের চালচলনের উত্কট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা। 11)
ইঙ্গ-বঙ্গ
(p. 113) iṅga-baṅga বিণ. 1 বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মেশানো (ইঙ্গবঙ্গ ভাষা); 2 রুচি ও চালচলনে আধা-ইংরেজ ও ধা-বাঙালি; 3 ইংরেজি বা ইংরেজভাবাপন্ন (ইঙ্গবঙ্গ সমাজ)। [ ইং. Anglo-Bengali]। 23)
এনকোর
(p. 146) ēnakōra বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]। 59)
এপ্রিল
(p. 148) ēprila বি. ইংরেজি বছরের চতুর্থ মাস-বাংলা চৈত্রের মাঝামাঝি থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত। [ইং. April]। ̃ ফুল বি. পাশ্চাত্য প্রথা অনুসারে পয়লা এপ্রিল কাউকে কৌতুক করে ঠকানো (ওকে এপ্রিল ফুল করা সহজ হবে না)। 4)
ঔপ-নিবেশিক
(p. 155) aupa-nibēśika বিণ. 1 উপনিবেশসংক্রান্ত; 2 উপনিবেশ স্হাপনকারী (আমেরিকার ইংরেজ ঔপনিবেশিক); 3 উপনিবেশে বাসকারী (আমেরিকায় ঔপনিবেশিকদের অভাব-অভিযোগ)। বি. উপনিবেশে বাসকারী ব্যক্তি। [সং. উপনিবেশ + ইক]। 22)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
কূট-যুদ্ধ
(p. 202) kūṭa-yuddha বি. অন্যায় যুদ্ধ (ইংরেজরা কূটযুদ্ধে বাংলার নবাবকে পরাজিত করে). [সং. কূট + যুদ্ধ]। কূট-যোদ্ধা বি. অন্যায়ভাবে যে যুদ্ধ করে। 28)
ক্রিকেট
(p. 215) krikēṭa বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]। 12)
গোরা
(p. 256) gōrā বিণ. 1 গৌরবর্ণ, ফরসা; 2 (ফরসা বলে) ইংরেজজাতীয় (গোরা পল্টন, গোরা সৈন্য)। বি. 1 শ্রীচৈতন্য ('কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে': বা. ঘো.); 2 ইয়োরোপের অধিবাসী; 3 ইয়োরোপীয় সৈন্য (একদল গোরা)। [সং. গৌর]। ̃ চাঁদ বি. শ্রীচৈতন্য, গৌরচন্দ্র। গোরার বাদ্য বি. ইয়োরোপীয় সৈনিকদের বাজনা। 134)
জানুআরি, জানুয়ারি
(p. 322) jānuāri, jānuẏāri বি. ইংরেজি বত্সরের প্রথম মাস। [ইং. January]। 18)
জুন
(p. 327) juna বি. ইংরেজি সালের ষষ্ঠ মাস। [ইং. June]। 39)
জুলাই
(p. 327) julāi বি. ইংরেজি বছরের সপ্তম মাস। [ইং. July]। 51)
টন
(p. 341) ṭana বি. ইংরেজি ওজনবিশেষ, কুড়ি হন্দর-প্রায় 116 কিলোগ্রাম বা সাতাশ মন। [ইং. ton]। 27)
ডিসেম্বর
(p. 357) ḍisēmbara বি. ইংরেজি বত্সরের দ্বাদশ বা শেষ মাস। [ইং. December]। 28)
দ্বৈপায়ন
(p. 426) dbaipāẏana বি. (যমুনাদ্বীপে জন্মেছিলেন বলে) ব্যাসদেব। [সং. দ্বীপ + অয়ন + অ (স্বার্থে)]। ̃ তা বি. দ্বীপে বাস বা বসতি ('ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ': রবীন্দ্র)। কৃষ্ণদ্বৈপায়ন দ্র কৃষ্ণ। 35)
নভেম্বর
(p. 447) nabhēmbara বি. ইংরেজি বত্সরের একাদশ মাস। [ইং. November]। 29)
নোট
(p. 481) nōṭa বি. 1 মুদ্রার পরিবর্তে ব্যবহৃত কাগজি মুদ্রা, currency note; 2 স্মারক লেখন (আমি সবটা নোট করে নিয়েছি); 3 চিঠি (সবকিছু জানিয়ে তাকে একটা নোট পাঠানো হয়েছে); 4 অর্থপুস্তক, মানে বই (নোট ছাড়া ইংরেজি পড়তে পারে না)। [ইং. note]। 8)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পিছা2
(p. 520) pichā2 ক্রি. পিছানো, পিছিয়ে যাওয়া। [বাং. পিছ + আ]। ̃ নো, পিছোনো ক্রি. বি. 1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব); 2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে); 3 পিছনে হাঁটা; 4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)। বিণ. উক্ত অর্থে। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534688
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730353
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942530
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838433
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603047

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us