Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ইয়োরোপ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আছ্
(p. 85) āch আছি, আছ, আছে প্রভৃতি) ক্রি. থাকা, হওয়া, বিদ্যমান বা উপস্হিত থাকা; উচিত বা সংগত হওয়া (অমন কথা বলতে আছে?)। [সং. √ অস্; ইন্দো- ইয়োরোপীয় এস্ + স্কো + তি (সুনীতি)]। 18)
ইউরেশিয়ান
(p. 113) iurēśiẏāna বি. ইয়োরোপীয় ও এশীয়দের মিলনজাত ব্যক্তিবর্গ, যাদের মাতাপিতার মধ্যে একজন ইয়োরোপীয় ও অপরজন এশীয়। [ইং. Eurasian]। 8)
ইউরোপীয়, ইয়োরোপীয়
(p. 113) iurōpīẏa, iẏōrōpīẏa বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)। বি. ইয়োরোপের অধিবাসী (ইয়োরোপীয়দের ইতিহাস)। [ইং. European]। 9)
কর্ক
(p. 167) karka বি. ছিপি; ইয়োরোপীয় কর্ক গাছের ছালে প্রস্তুত ছিপি। [ইং. cork। 46)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কাটলেট
(p. 179) kāṭalēṭa বি. ইয়োরোপীয় প্রণালীতে ভাজা মাছ বা মাংসের বড়াজাতীয় খাদ্য। [ইং. cutlet]। 21)
কুঠি
(p. 194) kuṭhi বি. 1 (প্রধানত ইয়োরোপীয়) ব্যবসায়ীদের কার্যালয় বা বাসস্হান (নীলকুঠি); 2 রাজপুরুষ বা পদস্হ ব্যক্তির বাসগৃহ, বাংলো (কালেক্টরের কুঠি, ম্যাজিস্ট্রেটের কুঠি)। [সং. কোষ্ঠিকা; তু. হি. কোঠি]। ̃ য়াল বি. কুঠির মালিক বা অধ্যক্ষ; সওদাগর। 57)
কেক
(p. 205) kēka বি. ইয়োরোপীয় প্রণালীতে ময়দা চিনি ডিম ইত্যাদি দ্বারা প্রস্তুত পিঠেজাতীয় খাবার। [ইং. cake]
কোর্ট-শিপ
(p. 210) kōrṭa-śipa বি. (ইয়োরোপীয় প্রথায়) বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর মধ্যে হৃদয়ের আদান-প্রদান বা মন দেওয়া-নেওয়া (ওদের বিয়ের দেরি আছে, এখনও কোর্টশিপ চলছে)। [ইং. courtship]। 45)
গোরা
(p. 256) gōrā বিণ. 1 গৌরবর্ণ, ফরসা; 2 (ফরসা বলে) ইংরেজজাতীয় (গোরা পল্টন, গোরা সৈন্য)। বি. 1 শ্রীচৈতন্য ('কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে': বা. ঘো.); 2 ইয়োরোপের অধিবাসী; 3 ইয়োরোপীয় সৈন্য (একদল গোরা)। [সং. গৌর]। ̃ চাঁদ বি. শ্রীচৈতন্য, গৌরচন্দ্র। গোরার বাদ্য বি. ইয়োরোপীয় সৈনিকদের বাজনা। 134)
চপ
(p. 278) capa বি. ইয়োরোপীয় প্রণালীতে প্রস্তুত মাছ মাংস বা সবজির বড়াবিশেষ। [ইং. chop]। 26)
জিমনাস-টিকস
(p. 325) jimanāsa-ṭikasa বি. ব্যায়াম, শরীরচর্চা; ইয়োরোপীয় প্রণালীতে ব্যায়াম। [ইং. gymnastics]। 23)
টাই
(p. 341) ṭāi বি. ইয়োরোপীয় পুরুষের পোশাকের অঙ্গরূপে জামার কলারের সঙ্গে বাঁধবার ফিতাবিশেষ। [ইং. tie, necktie]। 60)
ডাক্তার
(p. 355) ḍāktāra বি. ইয়োরোপীয় পদ্ধতিতে যে চিকিত্সা করে, চিকিত্সক। [ইং. doctor]। ̃ খানা বি. যেখানে চিকিত্সা করা বা ওষুধ দেওয়া হয়। ডাক্তারি বি. 1 চিকিত্সা; 2 চিকিত্সকের বৃত্তি। বিণ. 1 চিকিত্সাসংক্রান্ত; 2 চিকিত্সকসংক্রান্ত। 23)
ডাল-কুত্তা
(p. 355) ḍāla-kuttā বি. ইয়োরোপীয় শিকারি কুকুরবিশেষ, গ্রে-হাউণ্ড। [হি.]। 44)
ডিনার
(p. 357) ḍināra বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির ভোজ; 2 দিনের প্রধান ভোজ। [ইং. dinner]। 8)
ডিভান
(p. 357) ḍibhāna বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির বসার লম্বা আসন যা খাট হিসাবেও ব্যবহার করা যায়; 2 বাক্সযুক্ত নিচু খাট। [ইং. divan]। 13)
নীল
(p. 475) nīla বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3 (বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। ̃ কমল বি. নীল রঙের পদ্মফুল। ̃ কর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। ̃ কান্ত-মণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. ̃ কুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। ̃ গাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। ̃ পদ্ম - নীলকমল -এর অনুরূপ। ̃ মণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। ̃ মাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। ̃ লোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। ̃ ষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান। 95)
পাশ্চাত্য, পাশ্চাত্ত্য
(p. 518) pāścātya, pāścāttya বিণ. 1 পশ্চিমের দেশ বা জগত্ সম্বন্ধীয়, প্রতীচ্য, ইয়োরোপ বা মার্কিন দেশীয় (পাশ্চাত্য শিক্ষা); 2 (বিরল) পশ্চাদ্বর্তী; 3 (বিরল) পিছনে আগত। বি. পশ্চিমি জগত্ অর্থাত্ ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি দেশ। [সং. পশ্চা + ত্য, পশ্চাত্ + ত্য]। 32)
প্যাণ্ট
(p. 534) pyāṇṭa বি. 1 বোতাম চেন ইত্যাদি লাগানো ইজের; 2 ইয়োরোপীয় পায়জামা। [ইং. pantaloons]। ফুল-প্যাণ্ট বি. কোমর থেকে গোড়ালি পর্যন্ত লম্বিত পায়জামাবিশেষ। হাফ-প্যাণ্ট বি. হাঁটু বা ঊরু পর্যন্ত লম্বিত পায়জামাবিশেষ। 86)
ফিরঙ্গ
(p. 565) phiraṅga বিণ. ইয়োরোপীয়। [ফা. ফিরঙ্গী, ফিরাঙ্গী]। ̃ ব্যাধী বি. গরমি রোগ, উপদংশ। ফিরঙ্গি বি. ফিরঙ্গ দেশীয় ব্যক্তি। [ফিরিঙ্গি দ্র]। 24)
ফিরিঙ্গি
(p. 565) phiriṅgi বি. 1 ইয়োরোপীয় জাতি; 2 ভারতীয় ও ইয়োরোপীয়ের সংমিশ্রণে উত্পন্ন বর্ণসংকর জাতি, ইউরেশীয় জাতি। [ফা. ফিরিঙ্গি]। 27)
ফিশ-ফ্রাই
(p. 565) phiśa-phrāi বি. মাছের কাঁটা বার করে নিয়ে ইয়োরোপীয় পদ্ধতিতে ভেজে প্রস্তুত খাবার। [ইং. fishfry]। 36)
বল2
(p. 580) bala2 বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)। [ইং. ball]। 152)
বিকিনি
(p. 605) bikini বি. (সাধারণত সমুদ্রবেলায় পরিধেয়) ইয়োরোপীয় স্ত্রীলোকের অতিহ্রস্ব পোশাকবিশেষ। [ইং. bikini]। 99)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730816
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943021
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883617
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us