Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদ্যম) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যবসায়
(p. 20) adhyabasāẏa বি. ক্রমাগত চেষ্টা; দৃঢ় ও অবিরাম উদ্যম ও সাধনা। [সং. অধি+অব+√ সো+অ]। ̃ শীল, অধ্যবসায়ী (-যিন্) বিণ. অবিরাম চেষ্টা করে যায় এমন, নিয়ত যত্নশীল। 24)
অনুদ্যত
(p. 28) anudyata বিণ. উদ্যমহীন, কাজে উত্সাহ নেই এমন; কাজ শুরু করা হয়নি এমন। [সং. ন + উদ্যত]। অনুদ্যম বি. উদ্যমের অভাব। 18)
অনুষ্ঠাতা
(p. 31) anuṣṭhātā (-তৃ) বি. বিণ. অনুষ্ঠানকারী, উদ্যোক্তা; সম্পাদক। [সং. অনু + √ স্হা + তৃ]। স্ত্রী. অনুষ্ঠাত্রী বি. বিণ. অনুষ্ঠানকারিণী। 26)
অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অপরা-হত
(p. 34) aparā-hata বিণ. 1 পরাজিত বা পরাস্ত হয়নি এমন; 2 বাধাবিমুক্ত, অবাধ (অপারহত শক্তি, অপরাহত উদ্যম)। [সং. ন (অ) + পরাহত]। 131)
অপ্রযত্ন
(p. 42) aprayatna বি. যথেষ্ট যত্ন বা চেষ্টার অভাব; উদ্যমের অভাব। [সং. ন + প্রযত্ন]। 21)
অপ্রস্তুত
(p. 42) aprastuta বিণ. 1 প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; 2 অনুপস্হিত; 3 লজ্জিত, অপ্রতিভ; 4 বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। ̃ প্রশংসা বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়। অপ্রস্তুতি বি. উদ্যোগ-আয়োজনের অভাব। অপ্রস্তুত হওয়া ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া। 32)
অব্যবসায়
(p. 50) abyabasāẏa বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্) বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন। 26)
অলস
(p. 64) alasa বিণ. 1 আলসে, কুঁড়ে, পরিশ্রমে কাতর; 2 উত্সাহ বা উদ্যম নেই এমন; 3 মন্হর, ধীর (অলস গতি)। [সং. ন + √ লস্ + অ]। ̃ .তা বি. আলসেমি, কুঁড়েমি; শ্রমবিমুখতা; উদ্যমের অভাব। 19)
আততায়ী
(p. 85) ātatāẏī (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা। 111)
আদা
(p. 89) ādā বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত। 59)
আরম্ভ
(p. 104) ārambha বি. 1 সূত্রপাত, শুরু (বিবাদের আরম্ভ এভাবেই হয়েছিল); 2 উত্পত্তি (সৃষ্টির আরম্ভ); 3 উপক্রম, উদ্যোগ; 4 প্রস্তাবনা। [সং. আ + √রভ্ + অ]। ̃ ক বিণ. আরম্ভকারী; সূচনাকারী। আরম্ভিক বিণ. সূত্রপাতসংক্রান্ত; আরম্ভবিষয়ক; প্রারম্ভিক, গোড়াকার (আরম্ভিক ভাষণ)। 13)
আয়াসী
(p. 103) āẏāsī (-সীন্) বিণ. পরিশ্রমী, যত্নশীল (উদ্দেশ্য সিদ্ধির জন্য সতত আয়াসী); উদ্যোগী। [সং. আ + √যম্ + ইন্]। 12)
আয়োজক
(p. 103) āẏōjaka বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন। 27)
উড়ু-উড়ু
(p. 119) uḍ়u-uḍ়u বিণ. 1 উড়তে উদ্যত (পাখিটা উড়ুউড়ু করছে); 2 পালাই-পালাই ভাবযুক্ত; 3 চঞ্চল (মন উড়ুউড়ু)। [বাং. উড়া]। 100)
উত্-সাহ
(p. 123) ut-sāha বি. 1 কাজে আগ্রহ, উদ্যম, উদ্দীপনা (নতুন উত্সাহে কাজে লাগা); 2 অধ্যবসায়। [সং. উত্ + √ সহ্ + অ]। ̃ ক বিণ. বি. যে উত্সাহ দেয়। ̃ দাতা বিণ. বি. যে উত্সাহ দেয়, উত্সাহক। ̃ ন বি. উত্সাহ দেওয়া। ̃ ভঙ্গ বি. উত্সাহ নষ্ট হওয়া, উদ্যমনাশ। ̃ শীল বিণ. উত্সাহযুক্ত, সোত্সাহ। ̃ হীন বিণ. উত্সাহ নেই এমন। উত্-সাহিত বিণ. উত্সাহ পেয়েছে বা লাভ করেছে এমন (তাঁর কথায় উত্সাহিত হয়েছি)। উত্-সাহী (-হিন্) বিণ. উত্সাহশীল; উদ্যমশীল। 50)
উত্তিষ্ঠ
(p. 125) uttiṣṭha অনু-ক্রি. ওঠো, গাত্রোত্থান করো। [সং. উত্ + √ স্হা + লোট্ হি]। ̃ মান বিণ. 1 উঠতে সচেষ্ট; 2 উদ্যমশীল, উদ্যোগী, সচেষ্ট। 24)
উত্থিত
(p. 126) utthita বিণ. 1 উঠেছে বা উত্থান করেছে এমন; 2 উপরে গেছে এমন; 3 উদ্যত; 4 বর্ধিত, উন্নত; 5 বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়িয়েছে এমন। [সং. উত্ + √ স্হা + ত]। উত্থিতি বি. উত্থান। 6)
উদ্-যাপন
(p. 126) ud-yāpana বি. 1 সমাপন, ব্রত-সমাপন; 2 সম্পাদন; 3 নির্বাহ; 4 পালন (জন্মদিন উদ্যাপন করা)। [সং. উত্ + যাপন]। উদ্-যাপিত বিণ. সম্পন্ন বা পালন করা হয়েছে এমন। 28)
উদ্দণ্ড
(p. 127) uddaṇḍa বিণ. 1 দণ্ড উচিয়েছে এমন; 2 দণ্ড বা শাস্তি দিতে উদ্যত; 3 প্রতাপান্বিত, দোর্দণ্ড বি উত্তোলিত দণ্ড। [সং উত্ + দণ্ড]। 24)
উদ্যত
(p. 128) udyata বিণ. 1 উপক্রম করেছে এমন; উন্মুখ (রণোদ্যত); 2 উন্মত্ত, ক্ষিপ্ত; 3 উদ্যমশীল ('উদ্যত কর জাগ্রত কর': রবীন্দ্র); 4 উত্তোলিত (উদ্যত তরবারি)। [সং. উত্ + √ যম্ + ত]। উদ্যতি বি. উদ্যম, উদ্যোগ। 42)
উদ্যম
(p. 128) udyama বি. 1 উত্সাহ; 2 উদ্যোগ, চেষ্টা; 3 অধ্যবসায়; 4 উপক্রম (কর্মের উদ্যম)। [সং. উত্ + √ যম্ + অ]। ̃ শীল বিণ. চেষ্টা বা প্রযত্ন আছে এমন; উদ্যমী। ̃ হীন বিণ. চেষ্টা নেই এমন। বি. ̃ হীনতা। উদ্যমী বিণ. উদ্যমশীল। 43)
উদ্যান
(p. 128) udyāna বি. বাগান, বাগিচা; উপবন। [সং. উত্ + √ যা + অন]। ̃ পাল, ̃ পালক, ̃ রক্ষক বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী। ̃ বাটিকা বি. বাগানবাড়ি। 44)
উদ্যুক্ত
(p. 128) udyukta বিণ. উদ্যোগবিশিষ্ট; বেষ্টিত; যত্নবান। [সং. উত্ + √ যুজ্ + ত]। 45)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578297
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027561
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901291
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848250
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us