Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ওড়না দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-সর
(p. 39) apari-sara বিণ. তেমন প্রশস্ত বা চওড়া নয় এমন, সংকীর্ণ (অপরিসর ঘর)। [সং. ন + পরিসর]। 4)
অপ্রশস্ত
(p. 42) apraśasta বিণ. 1 চওড়া নয় এমন, সংকীর্ণ; 2 নিন্দিত; 3 অশুভ (অপ্রশস্ত সময়); 4 প্রতিকূল। [সং. ন + প্রশস্ত]। 29)
আওড়ানো
(p. 77) āōḍ়ānō ক্রি. আবৃত্তি করা, মুখস্হ বলা (শ্লোক আওড়ায়, মন্ত্র আওড়ায়)। বিণ. আবৃত্তি করা হয়েছে এমন (বহুবার আওড়ানো কথা)। বি. আবৃত্তি করা (সাপের মন্ত্র আওড়ানোই শেষ পর্যন্ত তার কাল হয়েছে)। [সং. আবৃত্তি বাং. √ আওড়া]। 30)
আগড়ম-বাগ়ড়ম
(p. 82) āgaḍ়ma-bāg়ḍ়ma বি. অর্থহীন অপ্রয়োজনীয় বা অসংলগ্ন কথা (আগড়ম-বাগড়ম বকছে)। [হি. আওড়ম্ - বওড়ম]। 39)
আড়ে-দিঘে, আড়ে-দীঘে
(p. 85) āḍ়ē-dighē, āḍ়ē-dīghē ক্রি. বিণ. প্রস্হে ও দৈর্ঘ্যে, চওড়ায় ও লম্বায়। [বাং. আড় + সং. দৈর্ঘ্য]। 101)
আস-শেওড়া
(p. 108) āsa-śēōḍ়ā বি. ছোট বন্য গাছবিশেষ যার ডাল দিয়ে দাঁত মাজা হয়। [সং. আস্যশাখোট]।
আয়ত1
(p. 101) āẏata1 বিণ. 1 বিস্তৃত, চওড়া, টানা টানা (আয়তনেত্র); 2 (সমচতুষ্কোণ সম্বন্ধে) বিষমবাহুবিশিষ্ট (আয়তক্ষেত্র)। [সং. আ + √যম্ + ত]। 61)
ইহা
(p. 117) ihā সর্ব. (সাধু রূপ) এই বস্তু। [তু. ওড়ি. এহা; তু. ই-হ ( ইদম্ হ)। 4)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
উড়ি-ধান
(p. 119) uḍ়i-dhāna বি. বিলে বা জলায় উড়ে-পড়া বীজ থেকে আপনিই জন্মায় আবার অল্প বাতাসে আপনিই ঝরে যায় এমন ধানবিশেষ, নীবার। [বাং. আঞ্চ. উড়েধান-তু. সং. ওড়িকা]। 99)
উড্ডয়ন
(p. 119) uḍḍaẏana বি. ওড়া; শূন্যে বিচরণ। [সং. উত্ + √ ডী + অন]। ̃ শীল বিণ. উড়ছে এমন, উড়ন্ত। 87)
উত্-কল
(p. 119) ut-kala বি. ওড়িশার প্রাচীন নাম; উত্তর কলিঙ্গ। [উত্ক + √ লা + অ]। 110)
উত্-পতন
(p. 123) ut-patana বি. 1 উদয়; 2 উত্থান; 3 ঊর্ধ্বগমন; 4 উড্ডয়ন, ওড়া। [সং. উত্ + পতন]। উত্-পতিত বিণ. উদিত, উত্থিত, ঊর্ধ্বগত; উড্ডীন। 19)
ওড়ন-পাড়ন
(p. 153) ōḍ়na-pāḍ়na বি. 1 পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; 2 উঠানো ও পেতে দেওয়া। [হি. ওঢ়না + বাং. পাড়ন]। 5)
ওড়না
(p. 153) ōḍ়nā বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়। [সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]। 6)
ওড়ব, ঔড়ব
(p. 153) ōḍ়ba, auḍ়ba বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় - যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]। 8)
ওড়িশা বি উড়িষ্যা
(p. 153) ōḍ়iśā bi uḍ়iṣyā র বর্ত. অধিকতর চলিত রূপ। ওড়িশি বি. ওড়িশার নৃত্য। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)। [ওড়িশা + বাং. ই]। 10)
ওড়িয়া, উড়িয়া
(p. 153) ōḍ়iẏā, uḍ়iẏā বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)। [সং. ওড্র]। 9)
ওড্র
(p. 153) ōḍra বি. উত্কলদেশ, উড়িষ্যা, ওড়িশা। [সং. আ + √ উন্দ্ + র]। 4)
ওরম্বা, ওড়ম্বা
(p. 153) ōrambā, ōḍ়mbā বি. 1 অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়; 2 লম্পট ব্যক্তি। [প্রাকৃ. √ উরুম্বা]। 46)
কটক
(p. 156) kaṭaka বি. 1 ওড়িশার নগরবিশেষ; 2 পর্বতের সানুদেশ; 3 সৈন্যবাহিনী; 4 সৈন্যশিবির; 5 বলয়, বালা, bracelect [সং. √ কট্ + অক]। কটকি, (বর্জি.) কটকী বিণ. ওড়িশার কটক নগরে বা কটক জেলায় উত্পন্ন (কটকি শাড়ি, কটকি চাদর)। 63)
কপচানো
(p. 162) kapacānō ক্রি. বি. 1 পাখির বুলি আওড়ানো; 2 পাণ্ডিত্য জাহির করার জন্য মামুলি বা শেখা কথা বলা (বুলি কপচানো); 3 বকবক করা; 4 ছাঁটা (চুল কপচানো)। [বাং. √ কপ্চা]। 26)
কলার
(p. 172) kalāra বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ। [ইং. collar]। 6)
কলিঙ্গ
(p. 172) kaliṅga বি. ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলসমেত প্রাচীন প্রদেশবিশেষ। [সং.কলি + √ গম্ + অ]। 13)
কস্তা
(p. 174) kastā বিণ. টকটকে লাল, ঘোর লাল রঙের। [সং. কষায়িত?]। কস্তা-পেড়ে বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578343
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186120
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786399
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848262
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620533

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us