Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কড়ুঅ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ঘ্রি
(p. 8) aṅghri বি. 1 চরণ, পদ, পা ('কমলাঙ্ঘ্রিতল': কাশী.); 2 শিকড়; 3 এক-চতুর্থাংশ, সিকিভাগ। [সং. √ অঙ্ঘ্+রি]। ̃ প বি. যে পা অর্থাত্ শিকড়ের সাহায্যে পান করে; বৃক্ষ, গাছ। 52)
অনামা2, অনামিকা
(p. 24) anāmā2, anāmikā বি. 1 কড়ে আঙুলের পাশের আঙুল, কনিষ্ঠা ও মধ্যমার মাঝের আঙুল; 2 যে নারীর নাম মুখে আনতে নেই। [সং. ন + নামন্, নামিকা]।
আঁকড়ানো
(p. 77) ān̐kaḍ়ānō ক্রি. জাপটে বা জড়িয়ে ধরা (ভয়ে সে বাবাকে আঁকড়ে ধরল)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আঁকড়া + আনো]। আঁকড়ে ধরা ক্রি. বি. জড়িয়ে ধরা। 52)
আকড়িয়া, আকড়ে
(p. 80) ākaḍ়iẏā, ākaḍ়ē বিণ. 1 কড়ি নেই এমন; 2 মাগ্না, বিনামূল্যের। [বাং. আ + কড়ি + ইয়া] 22)
আকুঞ্চন
(p. 81) ākuñcana বি. একটুখানি কুঁকড়ে বা গুটিয়ে যাওয়া, কোঁকড়ানো; সংকোচন। [সং. আ + কুঞ্চন]। আকুঞ্চিত বিণ. কোঁকড়ানো, গুটানো, সংকুচিত। 24)
কড়-কড়, কড়-মড়
(p. 158) kaḍ়-kaḍ়, kaḍ়-maḍ় অব্য. মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। [ধ্বন্যা.]। কড়-কড়ে বিণ. 1 শুকনো (কড়কড়ে ভাত); 2 ভঙ্গুর; 3 যা চিবালে কড়কড় করে। কড়-কড়ানি, কড়-মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ। 19)
কড়ুই2
(p. 159) kaḍ়ui2 বি. পটোল ঝিঙে থোড় ইত্যাদির ব্যঞ্জনবিশেষ। [দেশি]। 13)
কড়ুয়া2
(p. 159) kaḍ়uẏā2 বি. 1 অঙ্কুর; 2 আঁকশি। [দেশি]। 15)
কড়ে
(p. 159) kaḍ়ē বিণ. কনিষ্ঠ; ছোট, ক্ষুদ্র (কড়ে আঙুল)। [সং. কনীয়স্-কনিষ্ঠ; হি. কনেঠ]। কড়ে আঙুল মানুষের হাতের বা পায়ের সবচেয়ে ছোট আঙুল। কড়ে রাঁড়ি অল্পবয়স্কা বিধবা। 16)
কডুয়া1
(p. 159) kaḍuẏā1 বিণ. 1 কটু, তীব্র (কড়ুয়া গন্ধ); 2 কড়া (কড়ুয়া তেল)। [সং. কটুক; প্রাকৃ. কড়ুঅ; বাং. কড়ুয়া]। 14)
কনিষ্ঠ
(p. 162) kaniṣṭha বিণ. ক্ষুদ্রতম; সবচেয়ে ছোট (কনিষ্ঠ অঙ্গুলি); বয়সে সবচেয়ে ছোট (কনিষ্ঠ পুত্র); অনুজ, পরে জন্মেছে এমন (কনিষ্ঠ সহোদর)। [সং. যুবন্ + ইষ্ঠ]। কনিষ্ঠা বিণ. (স্ত্রী) সবচেয়ে ছোট বা অল্পবয়স্কা, অনুজা। বি. কড়ে আঙুল (খেলতে গিয়ে কনিষ্ঠায় আঘাত লেগেছে)। 6)
কনীনিকা
(p. 162) kanīnikā বি. 1 চোখের মণি বা তারা; 2 কড়ে আঙুল; 3 কনিষ্ঠা ভগিনী। [সং. √ কন্ + ঈন + ক (স্বার্থে) ই আগম + আ (স্ত্রী.)]। 7)
করভ1
(p. 167) karabha1 বি. মণিবন্ধ বা কবজি থেকে কড়ে আঙুলের মূল পর্যন্ত করতল বা হাতের বাইরের অংশ। [সং. কর + √ ভা + অ]। 18)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
কুঁকড়া1, কুঁকড়ো
(p. 192) kun̐kaḍ়ā1, kun̐kaḍ়ō বি মোরগ, কুক্কুট। [সং কুক্কুট] কুঁকড়ি বি (স্ত্রী) মুরগি। 12)
কুঁকড়া2, কোঁকড়ো
(p. 192) kun̐kaḍ়ā2, kōn̐kaḍ়ō ক্রি. 1 কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে); 2 জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)। [প্রা. বাং. কোঁকড়]। ̃ নো ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা। বি. কুঞ্চন; জড়সড় ভাব। বিণ. কুঞ্চিত; জড়সড়। 13)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
চীনা2, চিনা2
(p. 290) cīnā2, cinā2 বি. চীনদেশের অধিবাসী। বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ̃ মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. 59)
জাঁকড়
(p. 320) jān̐kaḍ় বি. অপছন্দ হলে কেনা জিনিস ফেরত দেওয়া হবে এবং দামও ফেরত পাবে এই শর্ত (জিনিসটা জাঁকড়ে কিনেছি)। [হি. জাকড়]। 3)
তরক্ষু
(p. 367) tarakṣu বি. নেকড়ে বাঘ। [সং. তর + √ ক্ষি + উ]। 91)
থুক-থুক
(p. 394) thuka-thuka অব্য. বি. পোকামাকড়ের সমাবেশসূচক (পোকা থুকথুক করছে)। [দেশি]। 4)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
ধিঙ্গি
(p. 433) dhiṅgi বিণ. 1 উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারিণী; 2 বেহায়া (ধিঙ্গি মেয়ে); 3 উদ্দাম (ধিঙ্গি নাচ)। [তু. হি. ধীঙ্গধুকড়ী (=উচ্ছৃঙ্খলতা, গোলমাল)]। 95)
ধোকড়, ধোকড়া
(p. 441) dhōkaḍ়, dhōkaḍ়ā বি. 1 ছেঁড়া কাঁথা; 2 মোটা কাপ়ড়; 3 মোটা সুতোয় তৈরি থলি। [হি. ধুকড়ী]। কথার ধোকড় বাক্যবাগীশ, কথা বলায় পটু। মাকড় মারলে ধোকড় হয় (অন্য লোকে মাকড়সা মারলে মহাপাপ হয় কিন্তু) নিজে পাপ করলে তাতে দোষ হয় না; নিজের অপরাধে লঘুদণ্ড; একপেশে বিচার। 5)
নিকড়িয়া, (কথ্য) নিকড়ে
(p. 458) nikaḍ়iẏā, (kathya) nikaḍ়ē বিণ. কড়িহীন; দরিদ্র, নিঃস্ব ('নিকড়িয়া ছুটির অজস্রতা': রবীন্দ্র)। [বাং. নি (=নয়) + কড়িয়া, কড়ে]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us