Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কন্দল) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনঙ্গ
(p. 21) anaṅga বিণ. দেহহীন। বি. 1 কন্দর্প, মদন, কামদেব; 2 আকাশ; 3 চিত্ত। [সং. ন+অঙ্গ]। ̃ মোহন বি. শ্রীকৃষ্ণ। অনঙ্গারি বি. শিব। 18)
অর্ক
(p. 61) arka বি. 1 সূর্য (বালার্ক, কোণার্ক); 2 কিরণ, রশ্মি; 3 স্ফটিক; 4 আকন্দ গাছ। [সং. √ অর্ক্ + অ]। ̃. চন্দন বি. রক্তচন্দন। ̃. পত্র বি. আকন্দ গাছ; আকন্দ পাতা। ̃. ফলা বি. 1 রেফচিহ্ন; 2 টিকি (অর্কফলার আন্দোলন)। 21)
অলর্ক
(p. 64) alarka বি. খ্যাপা কুকুর, পাগল কুকুর; 2 শ্বেত আকন্দ। [সং. অল + √ অর্ক + অ]। 18)
আকন্দ
(p. 80) ākanda বি. অর্ক; গাছবিশেষ ও তার ফুল। [সং. অর্কমন্দার ?]। 27)
আদা
(p. 89) ādā বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত। 59)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আপাঙ, আপাং, আপাঙ্গ
(p. 95) āpāṅa, āpā, ṃāpāṅga বি. শিষ-আকন্দ নামে পরিচিত গাছ। [সং. অপাঙ্গক]। 57)
আলু1
(p. 106) ālu1 বি. যে সুপরিচিত কন্দ বা মূল সবজি হিসাবে খাওয়া হয় (গোল আলু, লাল আলু, আলুর দম)। [দেশি]। ̃ কাবলি বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার। 42)
আস্কন্দিত
(p. 110) āskandita বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা ('আস্কন্দিতে নাচে বাজিরাজি': মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]। 17)
উপ-বিষ
(p. 133) upa-biṣa বি. 1 আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; 2 কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]। 14)
ওল
(p. 153) ōla বি. তরকারিরূপে ব্যবহৃত কন্দবিশেষ। [সং. ওল্ল, প্রাকৃ. ওল্ল]। বুনো ওল বি. বনে জঙ্গলে অযত্নে বেড়ে-ওঠা একজাতীয় তীব্র ওল যা খেলে গলা ধরে বা কুটকুট করে। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল যেমন দৃষ্ট প্রকৃতির লোক তেমনি তাকে শায়েস্তা করবার মতো কঠোর শাসন। 51)
কচু
(p. 156) kacu বি. 1 মানুষের খাদ্য কন্দবিশেষ; 2 (অবজ্ঞায়) কিছুই না, ঘোড়ার ডিম (তুমি আমার কচু করবে)। [সং. √ কচ্ + উ, তু. হি. কচচূ]। ̃ কাটা বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন। ̃ ঘেঁচু বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু। ̃ পোড়া বি. অখাদ্য বস্তু; কিছুই নয়। 45)
কন্দ
(p. 162) kanda বি. যে উদ্ভিদের প্রধান অংশ মাটির নীচে থাকে (যেমন কচু, আলু)। [সং. √ কন্দ্ + অ]। 13)
কন্দর
(p. 162) kandara বি. 1 পর্বতের গুহা; 2 আদা, আর্দ্রক; 3 ওল; 4 কাঁধ, স্কন্ধ। [সং. কম্ + √ দৃ + অ]। 14)
কন্দর্প
(p. 162) kandarpa বি. 1 মদন, কামদেব; 2 কন্দর্পের মতো সুপুরুষ (কন্দর্পকান্তি)। [সং. কম্ + √ দৃপ্ + ণিচ্ + অ]। ̃ কান্তি বিণ. কন্দর্পের মতো সৌন্দর্যবিশিষ্ট। ̃ কেলি বি. কামক্রীড়া। ̃ মথন বি. কন্দর্পকে যিনি মথন বা নাশ করেছেন, মহাদেব। 15)
কন্দল
(p. 162) kandala বি. 1 কলহ, বিবাদ; 2 যুদ্ধ; 3 কলাগাছ; 4 অঙ্কুর। [সং. √ কন্দি + অল; কং + √ দল্ + অ]। কন্দলিত বিণ. বিকশিত; অঙ্কুরিত। কন্দলিয়া বিণ. কুঁদুলে, ঝগড়াটে। 16)
কন্দু
(p. 162) kandu বি. লোহার পাকপাত্র; কড়াই; তাওয়া; তন্দুর। [সং. √ স্কন্দ্ + উ]। 17)
কন্দুক, কন্দূক
(p. 162) kanduka, kandūka বি. খেলার বল, ভাঁটা, গেণ্ডুক। [সং. কম্ + √ দা + উ + ক]। ̃ ক্রীড়া বি. গোলা বা বল নিয়ে খেলা। 18)
কানড়2, কানড়া
(p. 181) kānaḍ়2, kānaḍ়ā বি. 1 স্ত্রীলোকের কেশবিন্যাসবিশেষ, কর্ণাটপ্রদেশের প্রসিদ্ধ কুণ্ডলাকৃতি খোঁপা; 2 নীলপদ্ম। [ সং. কন্দোট]। 23)
কান্দ
(p. 181) kānda বিণ. কন্দজাত; কন্দসম্বন্ধীয়। [সং. কন্দ + অ]। 48)
কান্দর্প
(p. 181) kāndarpa বি. কন্দর্পের পুত্র। বিণ. কন্দর্পসম্বন্ধীয়। [সং. কন্দর্প + অ]। 50)
কাম2
(p. 181) kāma2 বি. কন্দর্পদেব, মদন, অনঙ্গ। [সং. √কম্ + ণিচ্ + অ]। 82)
কুঁদুলি
(p. 192) kun̐duli বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (তার মতো কুঁদুলি মেয়ে সচরাচর দেখা যায় না)। [বাং. কোঁদল ( সং. কন্দল) + ইয়া এ + ই]। বিণ. (পুং.) কুঁদুলে। 41)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কেশুর
(p. 207) kēśura বি. মুথ্যজাতীয় কন্দবিশেষ। [সং. কশেরু]। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577859
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185637
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026828
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901133
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620273

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us