Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুঞ্চি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্চিত
(p. 8) añcita বিণ. 1 পূজিত, যাকে পূজা করা হয়েছে ('বিরিঞ্চি-অঞ্চিত পদ': মধু.); 2 উত্থিত; 3 রোমাঞ্চিত; 4 ভূষিত; 5 গ্রথিত; 6 কুঞ্চিত বা বাঁকা ('অধরের অঞ্চিত কার্মুকে': সু. দ.)। [সং. √ অঞ্চ্+ত়]। 137)
অলক
(p. 62) alaka বি. 1 কোঁকড়ানো চুলের গুচ্ছ, কুঞ্চিত চুল; 2 চুল, পাশের বা সামনের চুলের গুচ্ছ; 3 কেশগুচ্ছের মতো কুঞ্চিত ও ঢেউ-খেলানো মেঘ। [সং. √ অল্ + অক]। ̃ .মেঘ বি. পেঁজা তুলোর মতো বা কেশগুচ্ছের মতো মেঘ, cirrus. 36)
আকুঞ্চন
(p. 81) ākuñcana বি. একটুখানি কুঁকড়ে বা গুটিয়ে যাওয়া, কোঁকড়ানো; সংকোচন। [সং. আ + কুঞ্চন]। আকুঞ্চিত বিণ. কোঁকড়ানো, গুটানো, সংকুচিত। 24)
কুঁকড়া2, কোঁকড়ো
(p. 192) kun̐kaḍ়ā2, kōn̐kaḍ়ō ক্রি. 1 কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে); 2 জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)। [প্রা. বাং. কোঁকড়]। ̃ নো ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা। বি. কুঞ্চন; জড়সড় ভাব। বিণ. কুঞ্চিত; জড়সড়। 13)
কুঁচ
(p. 192) kun̐ca বি. 1 গুঞ্জাফল, একদিক কালো এবং একদিক লাল রংবিশিষ্ট ছোট গোলাকার ফলবিশেষ; 2 গুঞ্জার পরিমাণ (=1 রতি ওজন)। [সং. কুঞ্চিকা, গুঞ্জা]। 15)
কুঁচকা
(p. 192) kun̐cakā ক্রি. কুঞ্চিত হওয়া বা করা (চামড়া কুঁচকে গিয়েছে)। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। ̃ নো ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। বি. কুঞ্চন। বিণ. কুঞ্চিত। 16)
কুঁচা2
(p. 192) kun̐cā2 ক্রি. কুঞ্চিত করা। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। ̃ নো ক্রি. কুঞ্চিত করা। বি. কুঞ্চন। বিণ. কুঞ্চিত। 19)
কুঁচি
(p. 192) kun̐ci বি. 1 অতি ক্ষুদ্র ঝাঁটা; 2 চালমুড়ি ভাজার ঝাঁটাবিশেষ; 3 বুরুশ, brush; 4 মোটা পশুলোম; 5 ইট পাথর ইত্যাদির অতি ক্ষুদ্র টুকরো বা অংশ (পাথরের কুঁচি); 6 কুঞ্চিত অংশ (মশারির কুঁচি)। [সং. কুর্চিকা]। 20)
কুঁজি, কুঁজি-কাঠি
(p. 192) kun̐ji, kun̐ji-kāṭhi বি. চাবি। [সং. কুঞ্চিকা; তু. হি. কুঞ্জী]। 25)
কুঞ্চন
(p. 194) kuñcana বি. 1 সংকোচন; 2 কুঁচকে যাওয়া। [সং. √ কুন্চ্ + অন]। কুঞ্চিত বিণ. কুঁচকে গেছে এমন; সংকুচিত; কোঁকড়া (কুঞ্চিত কেশ)। 27)
কুঞ্চি, কুঞ্চী
(p. 194) kuñci, kuñcī বি. পরিমাণবিশেষ (1 কুঞ্চি =8মুষ্টি); খুঁচি। [সং. √ কুন্চ্ + ই, ঈ]। 28)
কুঞ্চিকা
(p. 194) kuñcikā বি. 1 কুঁচ, গুঞ্জাফল; 2 বাঁশের কঞ্চি; 3 চাবি; 4 সূচি, নির্ঘণ্ট; 5 কুঁচে মাছ। [সং. √ কুন্চ্ + অক + আ]। 29)
কুঞ্চিত
(p. 194) kuñcita দ্র কুঞ্চন। 30)
কুনিকা
(p. 196) kunikā বি. শস্যাদি মাপার পাত্রবিশেষ, রেক, ছটাক। [সং. কুঞ্চি]। 22)
কোঁকড়া1
(p. 207) kōn̐kaḍ়ā1 বিণ. কুঞ্চিত, কোঁচকানো। [সং. কুঞ্চিত]।
কোঁত, কোঁথ
(p. 209) kōn̐ta, kōn̐tha বি. মলত্যাগের বেগ, কুন্হন। [সং. √ কুন্হ্]। কোঁত দেওয়া, কোঁত পাড়া ক্রি. বি. মলত্যাগের জন্য দম বন্ধ করে ও তলপেট কুঞ্চিত করে বেগ দেওয়া। 11)
খুঁচি
(p. 230) khun̐ci বি. ধান চাল ইত্যাদি মাপবার পাত্রবিশেষ, কুনকে। [সং. কুঞ্চি]। 11)
গিলা1
(p. 250) gilā1 বি. চ্যাপটা ও মসৃণ লতাফলবিশেষ। [দেশি]। গিলা-করা বিণ. গিলার সাহায্যে কুঞ্চিত করা হয়েছে এমন (গিলা-করা পাঞ্জাবি)। 8)
চাঁচর2
(p. 281) cān̐cara2 বিণ. কুঞ্চিত, কোঁকড়া ('চাঁচর চিকুর')। [দেশি]। 32)
চাবি, চাবি-কাঠি
(p. 281) cābi, cābi-kāṭhi বি. 1 তালা বন্ধ করার বা খোলার শলাকাবিশেষ, কুঞ্চিকা; 2 যন্ত্রাদি চালু করার কলবিশেষ (ঘড়ির চাবি, হারমানিয়ামের চাবি)। [পো. chave]। চাবি দেওয়া ক্রি. বি. তালা বন্ধ করা ('সমস্ত অলঙ্কার লৌহ-সিন্ধুকে পুরিয়া চাবি দিল': শরত্)। 124)
চুনট
(p. 290) cunaṭa বি. 1 সংকোচন; 2 কোঁচানো; ধুতি চাদর ইত্যাদির প্রান্ত কোঁচানো (চুনট করা ধুতি)। বিণ. কোঁচকানো, কুঞ্চিত। [হি. চুনটি]। 84)
ঝালর
(p. 336) jhālara বি. 1 কাপড়ের তৈরি পোশাকে শয্যা চাঁদোয়া প্রভৃতির কারুকার্যময় ও কুঞ্চিত প্রান্তদেশ (চাঁদোয়ার ঝালর); 2 অলংকারাদির কারুকার্যময় ঝুলন্ত ও দোদুল্যমান অংশ। [সং. ঝল্লরী]। 43)
তরঙ্গ
(p. 367) taraṅga বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)। [সং. √ তৃ + অঙ্গ]। ̃ ভঙ্গ বি. ঢেউয়ের খেলা। ̃ মালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ। তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা। তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)। তরঙ্গাভি-ঘাত বি. ঢেউয়ের ধাক্কা। তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত। তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী। তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত। তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ ('অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম': গো. দা.)। তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন। 93)
নিকুচি
(p. 459) nikuci বি. (সচ. কথ্য) দফারফা, নিকাশ, শেষ (খেলার নিকুচি করে ছাড়ব)। [তু. সং. নিকুঞ্চিত (অল্পসূচক)]। 13)
ফুল2
(p. 567) phula2 বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ̃ কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ̃ কপি দ্র কপি। ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ̃ কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ̃ কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ̃ খড়ি দ্র খড়ি। ̃ ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ̃ ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ̃ টুসকি, ̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ̃ ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ̃ দার বিণ. ফুলের নকশাযুক্ত। ̃ দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া। ̃ বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ̃ বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ̃ শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুলছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ̃ শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃ সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ̃ সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ̃ হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534929
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140467
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942887
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883583
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603084

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us