Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৃতিত্ব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃতী
(p. 3) akṛtī (-তিন্) বিণ. 1 অক্ষম, অপটু; 2 সাফল্যহীন। [সং. ন+কৃতিন্]। বি. অকৃতিত্ব।
অলম্বুষ
(p. 64) alambuṣa বি. 1 কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোত্কোচের হাতে নিহত রাক্ষসবিশেষ; 2 (আল.) আকৃতিতে মোটাসোটা থপথপে এবং অলস প্রকৃতির লোক (তোমার মতো অলম্বুষকে দিয়ে আমার কী কাজ হবে)। [সং. অলম্ + √ বুস্ + অ]। 16)
কার-দানি
(p. 185) kāra-dāni বি. 1 কৃতিত্ব; 2 কর্মকৌশল; 3 বাহাদুরি। [ফা. কার্দানী]। 12)
কীর্তি
(p. 192) kīrti বি. 1 যশ, খ্যাতি (কীর্তিমান); 2 কৃতিত্বের পরিচায়ক কার্য বা প্রতিষ্ঠান (তাজমহল শাহ্জাহানের অমর কীর্তি)। [সং. √ কৃত্ + তি]। ̃ কলাপ বি. কৃতিত্বের পরিচায়ক কার্যাবলি। ̃ বাস, ̃ মান (-মত্), ̃ মান্ বিণ. যশস্বী, বিখ্যাত। ̃ স্বম্ভ বি. মহত্ কার্যের বা মহত্ কর্মীর স্মৃতিস্তম্ভ, monument. 4)
কৃতিত্ব
(p. 204) kṛtitba বি. 1 কর্মদক্ষতা, নিপুণতা, বাহাদুরি; 2 কীর্তি, সুকৃতি।[সং. কৃতিন্ + ত্ব]। 11)
খাটো
(p. 226) khāṭō বিণ. 1 আকৃতিতে ছোট, বেঁটে, লম্বা নয় এমন (খাটো গড়ন); 2 মৃদু, চাপা, অনুচ্চ (খাটো গলায় কথা বলা); 3 হীন (খাটো নজর, যোগ্যতায় কারও চেয়ে খাটো নয়)। [দেশি]। খাটো করা ক্রি. বি. ছোট করা; হীন বা অপমানিত করা। খাটো হওয়া ক্রি. বি. অপমানিত বা হীন হওয়া; হীন বোধ করা। 18)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
তান-পুরা
(p. 375) tāna-purā বি. আকৃতিতে বীণার মতো কিন্তু পর্দাবিহীন এবং চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ, তম্বুরা। [আ. তম্বুরা]। 20)
তারিফ
(p. 375) tāripha বি. 1 প্রশংসা, বাহবা (তারিফ করার মতো কাজ); 2 বাহাদুরি, কৃতিত্ব। [আ. তরীফ্]। 77)
ধর্ষ, ধর্ষণ
(p. 433) dharṣa, dharṣaṇa বি. 1 পীড়ন, অত্যাচার; 2 (নারীকে) বলাত্কার; নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক যৌনসম্ভগ; 3 দমন, পরাজিত করা। [সং. √ ধৃষ্ + অ + অন]। ধর্ষ-কাম বি. পীড়নের কামনামূলক যৌন বিকৃতিবিশেষ, sadism. ধর্ষ-কামী বিণ. বি. উক্ত যৌন বিকৃতিতে আক্রান্ত, sadist. ধর্ষণীয় বিণ. ধর্ষণের যোগ্য, ধর্ষণ করা সম্ভব এমন। ধর্ষিত বিণ. ধর্ষণ বা পীড়ন করা হয়েছে এমন। ধর্ষিতা বিণ. (স্ত্রী.) বলপূর্বক সতীত্ব নষ্ট করা হয়েছে এমন। 6)
ধাত
(p. 433) dhāta বি. 1 মানসিক প্রকৃতি, স্বভাব, মেজাজ (তার ঘাত বোঝা শক্ত, ওসব আমার ধাতে নেই); 2 নাড়ি (ধাত ছেড়ে যাওয়া); 4 শুক্র বা বীর্য (ধাতের রোগ)। [সং. ধাতু]। ̃ সহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন। ̃ স্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)। 28)
পদ্ম-বিভূষণ
(p. 488) padma-bibhūṣaṇa বি. বিভিন্ন গুণ বা কৃতিত্বের জন্য ভারত সরকার কর্তৃক প্রদত্ত উপাধিবিশেষ। [সং. পদ্ম + বিভূষণ]। 54)
পুরস্কার
(p. 526) puraskāra বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা ('বসাইলা আসনে তারে করি পুরস্কার': চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান ('বণিক সমাজে তারে করে পুরস্কার': ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]। 28)
বাহাদুর
(p. 605) bāhādura বিণ. 1 কৃতী, অসাধ্যসাধনকারী, অতি কঠিন কাজ করতে পেরেছে এমন; 2 কর্মকুশল; 3 বীর। বি. সরকারি খেতাবিবিশেষ (নবাববাহাদুর, রাজাবাহাদুর)। [ফা. বহাদুর]। বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)। 39)
রেকর্ড
(p. 748) rēkarḍa বি. 1 গ্রামোফোনের যে গোল চাকতিতে সংগীত ইত্যাদি ধৃত থাকে, ডিস্ক; 2 সর্বাধিক কৃতিত্ব বা সর্বাধিক কৃতিত্বপূর্ণ কাজ (একটা দারুণ রেকর্ড করেছে, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না); 3 সংরক্ষণ (কণ্ঠস্বর রেকর্ড করে রাখা)। [ইং. record। ̃ .প্লেয়ার বি. গ্রামোফোন-যন্ত্র, যে-যন্ত্রে রেকর্ড-করা সংগীতাদি বাজিয়ে শোনা হয়। 18)
লেটার
(p. 763) lēṭāra বি. 1 চিঠি (লেটার লেখা); 2 পরীক্ষায় শতকরা 8 বা তার বেশি নম্বর পাবার কৃতিত্ব। [ইং. letter]। ̃ বক্স বি. চিঠি ফেলার বাক্স; ডাকযোগে প্রেরণীয় চিঠি ফেলার বাক্স কিংবা ডাকযোগে প্রেরিত চিঠি ফেলার বাক্স। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535087
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140594
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943074
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696727
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us