Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রিয়াকলাপ) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকুল
(p. 3) akula বি. 1 মর্যাদাহীন অকুলীন বা নীচ বংশ; 2 অঘর, যে বংশের সঙ্গে উচ্চবংশীয়দের বিবাহাদি সামাজিক ক্রিয়াকলাপ অচল। [সং. ন+কুল]। 17)
অজাত
(p. 8) ajāta বিণ. 1 জন্মায়নি এমন; জন্মহীন (এই অর্থে শব্দটি অজাতো উচ্চারিত হয়); 2 হীনজাতীয়, নীচজাতীয়; 3 জারজ (এই অর্থে শব্দটি অজাত্ উচ্চারিত হয়)। বি. নীচ জাতি বা বংশ, অঘর, যে জাতি বা বংশের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ চলে না। [সং. ন+জাত়]। ̃ কুজাত বি. (অজাত্ কুজাত্ উচ্চারিত) নীচ জাতি, অনাচরণীয় জাতি বা বংশ। ̃ শত্রু বিণ. শত্রু জন্মায়নি এমন, শত্রুহীন (তিনি ছিলেন প্রকৃতই একজন অজাতশত্রু লোক)। বি. 1 মগধের হর্ষঙ্কবংশীয় রাজা, বিম্বিসারের পুত্র; 2 যুধিষ্ঠির। ̃ .শ্মশ্রু বিণ. দাড়ি গজায়নি এমন; (আল.) অল্পবয়সী। 110)
অপারেশন
(p. 40) apārēśana বি. 1 ক্রিয়াকলাপ; সক্রিয়তা; 2 অস্ত্রোপচার। [ইং. operation]। 20)
অসামাজিক
(p. 70) asāmājika বিণ. 1 সমাজের অন্তর্ভুক্ত নয় এমন, সমাজবহির্ভূত; 2 সমাজবিরোধী, সমাজের রীতিনীতির বিপরীত, anti-social (অসামাজিক ক্রিয়াকলাপ); 3 অমিশুক, unsociable; 4 অসভ্য; অভদ্র। [বাং. অ + সামাজিক]। 60)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
তাণ্ডব
(p. 373) tāṇḍaba বি. 1 তণ্ডুমুনিপ্রবর্তিত নৃত্য; 2 পুরুষের নৃত্য; 3 উদ্দাম নৃত্য (শিবের তাণ্ডব); 4 (আল.) প্রলয়ংকর ব্যাপার (বন্যার তাণ্ডব)। [সং. তণ্ডু + অ]। ̃ লীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ। 58)
পরিদর্শন
(p. 498) paridarśana বি. 1 সম্যক দর্শন; 2 পর্যবেক্ষণ; 3 তত্ত্বাবধান; 4 অবস্হা ও ক্রিয়াকলাপ বোঝার জন্য দর্শন, inspec tion (স. প.)। [সং. পরি + দর্শন]। পরি-দর্শী (-র্শিন্) বিণ. পরিদর্শন করে এমন, inspecting (স.প.)। 17)
মানব
(p. 698) mānaba বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। ̃ .ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। ̃ .জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। ̃ তা, ̃ .ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। ̃ .তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। ̃ .ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। ̃ .লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। ̃ .প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। ̃ .সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। ̃ .হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত। 17)
লীলা
(p. 760) līlā বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি। 64)
হিংসা
(p. 869) hiṃsā বি. 1 বধ (প্রাণীহিংসা); হনন; হত্যা; 2 হত্যা করার প্রবৃত্তি ('হিংসায় উন্মত্ত পৃথ্বী': রবীন্দ্র); 3 অপকার, ক্ষতি; 4 (বাং.) ঈর্ষা; পরশ্রীকাতরতা। [সং. √ হিন্স্ + অ + আ]। ̃ লু বিণ. হিংসা করে এমন, হিংসাশীল; 2 ঘাতক; 3 অপকারক। ̃ ত্মক বিণ. হিংসার প্রবৃত্তি বা আচরণবিশিষ্ট (হিংসাত্মক আক্রমণ বা ক্রিয়াকলাপ)। ̃ শ্রয়ী বিণ. মারমুখো, হিংস্র আক্রমণে প্রবৃত্ত (হিংসাশ্রয়ী জনতা)। হিংসিত বিণ. 1 হিংসার বিষয়ীভূত; 2 হত, বিনাশিত। হিংস্য বিণ. 1 হিংসাযোগ্য; 2 বধ্য। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535101
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140603
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730903
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943096
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696730
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us