Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রিয়াবিশেষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কুক্কুট
(p. 192) kukkuṭa বি. মোরগ বা মুরগি। [সং. কু (পৃথিবী) + √ কুট্ + অ]। বি. (স্ত্রী.) কুক্কুটী। কুক্কুটাণ্ড বি. মুরগির ডিম। কুক্কুটাসন বি. যৌগিক আসন বা ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। 50)
কুম্ভক
(p. 198) kumbhaka বি. দেহাভ্যন্তরে শ্বাসরোধরূপ যৌগিক প্রক্রিয়াবিশেষ। [সং. কুম্ভ + ক]। 14)
কৃন্তন
(p. 204) kṛntana বি. 1 ছেদন, কর্তন; বীণা, সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রের তার আঙ্গুল দিয়ে টেনে বাজাবার প্রক্রিয়াবিশেষ।[সং. √কৃত্ + অন]। 24)
গিট-কিরি
(p. 246) giṭa-kiri বি. সংগীতের অলংকারবিশেষ; সংগীত মনোহর করার জন্য একাধিক সুরের পরপর দ্রুত উচ্চারণের প্রক্রিয়াবিশেষ। [তু. হি. গিট্কিরী]। 108)
চোলাই
(p. 298) cōlāi বি. 1 চুয়ানো (মদ চোলাই); 2 ঊর্ধ্বপাতন বা তির্যক্পাতন, রাসায়নিক প্রক্রিয়াবিশেষ, distillation. [তু. হি. চোলানা]। 28)
ধৌতি2
(p. 441) dhauti2 বি. দেহের অভ্যন্তরভাগ ধুয়ে পরিষ্কার করার যৌগিক প্রক্রিয়াবিশেষ, দেহের অভ্যন্তরভাগ জল দিয়ে শোধনের প্রক্রিয়াবিশেষ। [সং. √ ধাব্ + তি]। 16)
পুরঃ-সর
(p. 526) purḥ-sara বিণ. অগ্রসর; ক্রি-বিণ. (সমাসে) 'পূর্বক' বা 'সহকারে' অর্থে ক্রিয়াবিশেষণের উত্তরপদ (সম্মানপুরঃসর, প্রণামপুরঃসর)। [সং. পুরস্ + √সৃ + অ]। 17)
প্রাণায়াম
(p. 554) prāṇāẏāma বি. যোগসাধনার প্রক্রিয়াবিশেষ, নির্দিষ্ট রীতিতে পূরক (শ্বাসগ্রহণ), কুম্ভক (শ্বাসধারণ) ও রেচক (শ্বাসত্যাগ)-এই প্রক্রিয়ার শাস্ত্রীয় নাম। [সং. প্রাণ + আ + √ যম্ + অ]। 25)
ফিলটার
(p. 565) philaṭāra বি. জল ইত্যাদি পরিস্রুত করার যন্ত্র বা প্রক্রিয়াবিশেষ। [ইং. filter]। 31)
বজ্র
(p. 575) bajra বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ̃ কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ̃ কেতু বি. নরকের অধিপতি। ̃ গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ̃ গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ̃ ধর, ̃ পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ̃ ধ্বনি, ̃ নাদ, ̃ নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ̃ পাত বি. বাজ পড়া। ̃ মণি, ̃ মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ̃ মুষ্টি, (কথ্য) ̃ মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ̃ যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ̃ লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুত্। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ। 3)
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
যজ্ঞ
(p. 722) yajña বি. 1 দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগরূপ পূজার অনুষ্ঠান; 2 বৈদিক ক্রিয়াবিশেষ, যাগ, ক্রতু; 3 পূণ্যকর্ম; 4 (আল.) বিরাট ব্যাপার বা অনুষ্ঠান। [সং. √ যজ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যাজক, যিনি যজ্ঞ করেন। ̃ কুণ্ডু বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্হলে যে-গর্ত খোঁড়া হয়। ̃ ডুমুর, (কথ্য) যজ্ঞি -ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ। ̃ ধূম বি. যজ্ঞের ধোঁয়া। ̃ পশু বি. 1 যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; 2 ছাগ; 3 অশ্ব। ̃ পাত্র বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন। ̃ পুরুষ, যজ্ঞে শ্বর বি. নারায়ণ, বিষ্ণু। ̃ বেদি বি. যজ্ঞ স্হলে যে উঁচু বেদি তৈরি করা হয়। ̃ ভূমি, ̃ শালা, ̃ স্হল বি. যে স্হানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। ̃ সূত্র, যজ্ঞোপবীত বি. পইতে। যজ্ঞাংশ-ভুক বি. দেবতা। যজ্ঞাগ্নি, যজ্ঞানল বি. হোমের আগুন। যজ্ঞীয় বিণ. যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞ সংক্রান্ত। 13)
সম্বরা2
(p. 815) sambarā2 বি. ব্যঞ্জনাদি সুস্বাদু করবার জন্য তেল-মশলা মিশাবার প্রক্রিয়াবিশেষ, ফোড়ন। [সং. সম্ভার]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140393
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942820
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us