Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রয়-বিক্রয়র দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কমিশন
(p. 164) kamiśana বি. 1 ক্রয়-বিক্রয়র উপর দস্তুরি, দালালি; 2 অনুসন্ধান সমিতি, তদন্ত কমিটি, আয়োগ। [ইং. commission]। 60)
কেনা
(p. 206) kēnā ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)। বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)। বি. ক্রয় (কেনাকাটা)। [ বাং. √ কিন্ + আ - কিনা কেনা]। কেনা দর বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য। ̃ নো ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো। ̃ বেচা বি. ক্রয়-বিক্রয়। 21)
দালাল
(p. 406) dālāla বি. 1 ব্যাবসাবাণিজ্য, ক্রয়-বিক্রয় ইত্যাদিতে যে ব্যক্তি মধ্যস্হের কাজ করে; 2 (নিন্দায়) অযৌক্তিকভাবে কারও পক্ষ অবলম্বনকারী বা পক্ষসমর্থনকারী (সরকারের দালাল, মালিকের দালাল)। [আ. দলাল]। দালালি বি. 1 দালালের বৃত্তি বা কাজ; 2 দালালের প্রাপ্য পারিশ্রমিক (দালালির টাকা); 3 (নিন্দায়) অন্যায়ভাবে মধ্যস্হতা বা পক্ষসমর্থন।
দাস
(p. 407) dāsa বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ̃ খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ̃ ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ̃ প্রথা, ̃ ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ̃ ব্যবসায়, ̃ ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ̃ মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র। 5)
বাজার
(p. 595) bājāra বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। ̃ খরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। ̃ দর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া। বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)। 18)
বাট্টা
(p. 596) bāṭṭā বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]। 17)
বায়না2
(p. 600) bāẏanā2 বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। ̃ পত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল। 37)
বেচা
(p. 633) bēcā ক্রি. বি. 1 বিক্রয় করা (কেনাবেচা ভালোই চলছে); 2 বেচানো। বিণ. বিক্রীত (বেচা জিনিস); বিক্রয়লব্ধ। [হি. √ বেচ সং. বি + √ ক্রী]। ̃ কেনা, কেনা-বেচা বি. ক্রয়-বিক্রয়, বিকিকিনি। ̃ নো ক্রি. বি. বিক্রয় করানো। বিণ. উক্ত অর্থে। 132)
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534992
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730773
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942970
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us