Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খুশির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখুশি
(p. 6) akhuśi বিণ. অসন্তুষ্ট। বি. অসন্তোষ। [বাং. অ সং. ন+ফা. খুশি]। 6)
অতুষ্ট
(p. 14) atuṣṭa বিণ. তৃপ্ত, সন্তুষ্ট বা খুশি নয় এমন। [সং. ন+তুষ্ট]। 34)
অতুষ্টি
(p. 14) atuṣṭi বি. তৃপ্তি বা সন্তোষের অভাব; খুশির অভাব। 35)
অতৃপ্ত
(p. 14) atṛpta বিণ. আশা মেটেনি এমন; যে খুশি নয়, সন্তুষ্ট নয়। [সং. ন+তৃপ্ত]। অতৃপ্তি বি. সন্তোষের অভাব, তৃপ্তির অভাব। 36)
অসন্তুষ্ট
(p. 67) asantuṣṭa বিণ. খুশি নয় এমন, প্রীত বা প্রসন্ন নয় এমন, অখুশী; অতৃপ্ত; বিরক্ত; ক্ষুব্ধ। [সং. ন + সন্তুষ্ট]। অসন্তুষ্টি, অসন্তোষ বি. তৃপ্তির অভাব, অখুশি ভাব; বিরক্তি। অসন্তোষ-জনক বিণ. অপ্রীতিজনক, অতৃপ্তিকর। 79)
আঁধার
(p. 80) ān̐dhāra বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া 9)
আমুদে
(p. 101) āmudē বিণ. আমোদপ্রিয়; আমোদ বা রঙ্গরসিকতা করতে পারে এমন (আমুদে লোক); রসিক; হাসিখুশি। [সং. আমোদ + বাং. ইয়া এ]। 47)
আমেজ
(p. 101) āmēja বি. 1 রেশ (নেশার আমেজ, খুশির আমেজ); 2 আভাস, ঈষত্ প্রকাশ। [ফা.]। 50)
উচ্ছল
(p. 119) ucchala বিণ. 1 দোলায়িত; 2 প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); 3 চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন ('উচ্ছল নদীজল'); 4 ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)। [সং. উত্ + √ শল্ + অ]। ̃ তা বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব। উচ্ছলিত বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত। 49)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
খুশ, খুশখবর, খুশনবিশ, খুশনাম, খুশমেজাজ
(p. 231) khuśa, khuśakhabara, khuśanabiśa, khuśanāma, khuśamējāja দ্র খোশ। 35)
খুশকি, খুসকি, খুস্কি
(p. 231) khuśaki, khusaki, khuski বি. মরামাস; মাথার চামড়া থেকে উঠে-যাওয়া শুকনো চর্মরেণু। [ফা. খুশক]। 36)
খুশবু
(p. 231) khuśabu বি. সুগন্ধ, ভালো গন্ধ। [আ. খুশব]। 37)
খুশি
(p. 231) khuśi বি. 1 আনন্দ, আহ্লাদ, আমোদ (মুখে-চোখে খুশি উপচে পড়ছে : খুশিতে ঝলমল করছে); 2 ইচ্ছা, মরজি (যেখানে খুশি সেখানে যাও); 3 সন্তোষ (তোমার সাফল্যে আমরা খুশির কথা জানাই)। বিণ. আনন্দিত; প্রীত, সন্তুষ্ঠ, তৃপ্ত (তুমি খুশি হয়েছ তো ?)। [ফা. খুশী]। 38)
খুসকি, খুস্কি
(p. 231) khusaki, khuski দ্র খুশকি। 39)
খেয়াল
(p. 232) khēẏāla বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে। 37)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
খোশাল
(p. 235) khōśāla বিণ. সন্তুষ্ট, খুশি। [ফা. খুশ্হাল]। 11)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
তুষ্ট
(p. 375) tuṣṭa বিণ. খুশি, তৃপ্ত; আনন্দিত। [সং. √ তুষ্ + ত]। তুষ্টি বি. তৃপ্তি; সন্তোষ। 235)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
নাখোশ, নাখুশ
(p. 452) nākhōśa, nākhuśa বিণ. অখুশি, অপ্রসন্ন, অসন্তুষ্ট (নাখোশ লোক)। [ফা. নাখুশ্]। 15)
পরি-তুষ্ট
(p. 498) pari-tuṣṭa বিণ. অতিশয় তৃপ্ত বা আনন্দিত, অতি খুশি। [সং. পরি + তুষ্ঠ]। স্ত্রী. পরি-তুষ্টা। পরি-তুষ্টি বি. গভীর তৃপ্তি, গভীর আনন্দ, পরিতোষ। 9)
প্রীত
(p. 554) prīta বিণ. সন্তুষ্ট, তৃপ্ত, আনন্দিত, খুশি। বি. 1 (প্রা. কা.) প্রেম, প্রণয়, পীরিত ('কুলকলঙ্কিনী হইনু করিয়া প্রীত': চণ্ডী); 2 প্রীতিসাধন ('শ্রীরামের প্রীতে তাই মুখে বল হরি': কৃত্তি)। [সং. √ প্রী + ত]। 96)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730451
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942628
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us