Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গচ্চা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আমানত
(p. 101) āmānata বি. কারও কাছে গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন ধন বা অন্য বস্তু (আমানতের পরিমাণ, বিপুল আমানত)। বিণ. গচ্ছিত. মজুত, জমা (আমানত টাকা)। [আ. আমানত্]. আমানত রাখা, আমানত করা ক্রি. বি. জমা দেওয়া, গচ্ছিত রাখা। আমানতি বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)। 36)
উপ-নিহিত
(p. 132) upa-nihita বিণ. (অন্যের কাছে) গচ্ছিত, ন্যস্ত। [সং. উপ + নি + √ ধা + ত]। 28)
উপ-ন্যস্ত
(p. 132) upa-nyasta বিণ. 1 প্রস্তাবের আকারে উল্লিখিত; উপস্হাপিত; 2 ন্যস্ত, গচ্ছিত। [সং. উপ + নি + √ অস্ (নিক্ষেপ করা) + ত]। 32)
উপ-ন্যাস
(p. 132) upa-nyāsa বি. 1 বড় গল্প, আখ্যান, নভেল; 2 মুখবন্ধ; 3 প্রস্তাব; 4 গচ্ছিত রাখা। [সং. উপ + নি + √ অস্ + অ]। 33)
গচ্চা, গচ্ছা
(p. 236) gaccā, gacchā বি. ক্ষতিপূরণ; অনর্থক দণ্ড; অসাবধানতার জন্য লোকসান (একগাদা টাকা গচ্চা গেল; গচ্চা দিতে হল)। [দেশি]। 10)
গচ্ছা
(p. 236) gacchā ক্রি. গ্রহণ করানো, ঘাড়ে চাপানো, ছলে বলে গ্রহণ করতে স্বীকার করানো (দোকানদারটা গছিয়ে দিল, যত বাজে জিনিস তোমাকে গছিয়ে দেয়)। [দেশি]। ̃ নো ক্রি. গছা -র অনুরূপ। বি. বিণ. উক্ত সব অর্থে। 12)
গচ্ছিত
(p. 236) gacchita বিণ. রক্ষিত, ন্যস্ত; জমা রাখা হয়েছে এমন (ওর জিনিসগুলো আমার কাছে গচ্ছিত রেখে গেছে, অপরের গচ্ছিত ধন)। [দেশি]। 11)
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
গয়ং-গচ্ছ
(p. 241) gaẏa-ṅgaccha বি. যাচ্ছি-যাব ভাব; দীর্ঘসূত্রতা; কুঁড়েমি। [সং. √গম্ থেকে গঠিত বাংলা শব্দ]। 31)
জিম্মা
(p. 325) jimmā বি. হেপাজত; রক্ষা করার দায়িত্ব (জিনিসটা তোমার জিম্মায় রইল)। বিণ. গচ্ছিত (জিনিসটা তোমার কাছে জিম্মা করলাম)। [আ. জিম্মা]। ̃ দার বি. যার জিম্মায় কিছু রাখা হয়, যার তত্ত্বাবধানে বা হেপাজতে কিছু রাখা হয়। ̃ দারি বি. তত্ত্বাবধান, রক্ষার দায়িত্ব। 24)
ডিপো-জিট
(p. 357) ḍipō-jiṭa বি. 1 অন্যের নিকট গচ্ছিত রাখা; আমানত; 2 আমানত বা জমা রাখা টাকা (বাংকের ডিপোজিট)। [ইং. deposit]। 10)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
নিক্ষিপ্ত
(p. 459) nikṣipta বিণ. 1 নিক্ষেপ করা বা ছুড়ে ফেলা হয়েছে এমন (দূর থেকে নিক্ষিপ্ত বাণ); 2 বর্জিত, পরিত্যক্ত; 3 বন্ধকরূপে রাখা হয়েছে এমন; 4 গচ্ছিত। [সং. নি + √ ক্ষিপ্ + ত]। 24)
নিধি
(p. 461) nidhi বি. 1 আধার, ভাণ্ডার (গুণনিধি); 2 রত্ন, ধনরত্ন ('না জানি কি নিধি দিয়া গড়িল চতুর বিধি': দে. সে.); 3 গচ্ছিত ধন; 4 তহবিল; 5 বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত ধন, fund ('গান্ধিস্মৃতি নিধি'); 5 কুবেরের ধন। [সং. নি + √ ধা + ই]। 32)
নিধেয়
(p. 461) nidhēẏa বিণ. গচ্ছিত রাখার যোগ্য (নিধেয় ধন)। [সং. নি + √ ধা + য]। 35)
ন্যস্ত
(p. 481) nyasta বিণ. 1 অর্পিত (দায়িত্ব ন্যস্ত হল); 2 প্রদত্ত; 3 গচ্ছিত (ধনরত্ন তাঁর তত্ত্বাবধানে ন্যস্ত হল); 4 রক্ষিত; 5 স্হাপিত (শিশুর মস্তক মাতার হস্তে ন্যস্ত)। [সং. নি + √ অস্ + ত]। 26)
ন্যাস
(p. 481) nyāsa বি. 1 গচ্ছিত রাখা (সম্পত্তি ন্যাস করা); 2 গচ্ছিত বস্তু; 3 গচ্ছিত বস্তু রক্ষার ভার, trust (স. প.); 4 অর্পণ; 5 রক্ষণাবেক্ষণ; 6 শ্বাসসংযম, প্রাণায়াম; 7 ত্যাগ (কাম্যকর্মন্যাস)। [সং. নি + √ অস্ + অ]। ̃ পাল বি. ন্যাসরক্ষক, trustee (স. প.)। ̃ রক্ষক বিণ. বি. গচ্ছিত বস্তুর রক্ষাকারী। 41)
বন্ধক
(p. 575) bandhaka বি. 1 গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা; 2 জামিনস্বরূপ গচ্ছিত রাখা দ্রব্য। [সং. √ বন্ধ্ + অক]। ̃ নামা বি. বন্ধকপত্র, বন্ধকসংক্রান্ত নথি। বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)। [সং. বন্ধক + বাং. ই]। 99)
বাঁধা1
(p. 591) bān̐dhā1 বি. বন্ধক, ঋণের জামিনস্বরূপ গচ্ছিত রাখা (গয়নাটা বাঁধা রেখে টাকা ধার নিয়েছে)। [সং. বন্ধ]। 25)
ব্যাংক
(p. 648) byāṅka বি. টাকা গচ্ছিত রাখার ও লগ্নির প্রতিষ্ঠানবিশেষ। [ইং. bank]। 51)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
শেবধি, সেবধি
(p. 784) śēbadhi, sēbadhi বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]। 19)
সংঘ
(p. 792) saṅgha বি. 1 দল, সমূহ (সংঘবদ্ধ); 2 সমিতি (সংঘের সদস্য); 3 বৌদ্ধ ভিক্ষুদের সমাজ (তু. 'সংঘং শরণং গচ্ছামি')। [সং. সম্ + √ হন্ + অ]। 51)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535169
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us