Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গপ্পে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অবয়ব
(p. 45) abaẏaba বি. 1 শরীরের অঙ্গ, হাত-পা ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ; 2 চেহারা, আকৃতি; 3 অংশ; উপকরণ। [সং. অব + √ যু + অ]। ̃ হীন বিণ. যার দেহ বা অঙ্গ নেই এমন, অশরীরী। অবয়বী (-বিন্) বিণ. অবয়ববিশিষ্ট, অঙ্গবিশিষ্ট, অবয়ব আছে এমন। 25)
ইয়ার
(p. 114) iẏāra বি. 1 বন্ধু, বয়স্য, সঙ্গী; 2 ফাজিল লোক। [ফা. য়ার্]। ̃ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ̃ বকশি বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী। 58)
কাচ1
(p. 178) kāca1 বি. বালি ও একপ্রকার ক্ষারসহযোগে প্রস্তুত স্বচ্ছ, ভঙ্গপ্রবণ বস্তুবিশেষ, কাচ, শিশা। [সং. √ কচ্ (দীপ্তি) + অ]। 4)
গপ্প, গপ্পো, গপ্পো
(p. 241) gappa, gappō, gappō বি. (কথ্য) 1 গল্প; 2 গালগল্প; 3 হালকা বা শিশুবোধ্য গল্প ; 4 অতিরঞ্জিত কাহিনী (নিজের বীরত্বের গপ্পো ফেঁদেছে)। [গল্প দ্র]। গপ্পে, গপ্পে বিণ. খোশগল্প করতে পারে বা খোশগল্পে দক্ষ এমন; গপ্পোবাজ। 5)
গলিত
(p. 244) galita বিণ. 1 গলে গেছে এমন, দ্রবীভূত; 2 তরল; 3 ক্ষয়প্রাপ্ত (গলিত নখদন্ত) ; 4 শিথিল (গলিত দেহ); 5 গলত্, গলছে এমন (গলিতকুষ্ঠ)। [সং. √গল্ + ত]। ̃ কুষ্ঠ বি. যে সাংঘাতিক কুষ্ঠরোগে অঙ্গপ্রত্যঙ্গ পচে গলে পড়ে। 13)
গল্প
(p. 244) galpa বি. 1 কাহিনি, উপকথা (তিনি গল্প লেখেন); 2 কথাবার্তা, আলাপ (তাঁরা গল্পে মত্ত) ; 3 অতিরঞ্জিত বর্ণনা, আতিশয্যমূলক বর্ণনা (এ তোমার গল্প, এ কি আর সত্যি হতে পারে?)। [তু-সং. জল্প]। গল্প করা ক্রি. বি. ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলা; আড্ডা দেওয়া। গল্প গেলা ক্রি. বি. তন্ময় হয়ে গল্প শোনা। ̃ গুজব, ̃ সল্প বি. কথাবার্তা, আলাপ। গল্পে, (কথ্য) গপ্পে বিণ. গল্পবাজ, যে গল্প করতে ভালোবাসে। 15)
প্রহত
(p. 552) prahata বিণ. আঘাতপ্রাপ্ত, আহত (তড়িত্প্রহত, তরঙ্গপ্রহত পর্বত, ঝঞ্ঝাপ্রহত)। [সং. প্র + √ হন্ + ত]। 37)
প্রাকার
(p. 552) prākāra বি. প্রাচীর, দেওয়াল (দুর্গপ্রকার)। [সং. প্র + √ কৃ + অ]। 58)
ফঙ্গ-বেনে, ফঙ্গ-বানি
(p. 560) phaṅga-bēnē, phaṅga-bāni বিণ. 1 ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন; 2 অসার, বাজে। [ সং. ভঙ্গপ্রবণ?]। 10)
বাষ্প, বাস্প
(p. 602) bāṣpa, bāspa বি. 1 তরল পদার্থের বায়বীয় অবস্হা; 2 ভাপ; 3 ধোঁয়া ('ঘরদ্বার মোর বাষ্পসমান, মন হল সব মিছে': রবীন্দ্র); 4 অশ্রু (বাষ্পপূর্ণ নয়ন, বাষ্পাকুল নয়ন); 5 (আল.) আভাসমাত্র (ব্যাপারটির বাষ্পও জানতাম না)। [সং. √ বাধ্ + প (নি.)]। ̃ পোত বি. বাষ্পচালিত জাহাজ বা স্টিমার। ̃ যান, ̃ রথ, ̃ শকট বি. বাষ্পচালিত গাড়ি; রেলগাড়ি। ̃ স্নান বি. (প্রধানত রোগপ্রতিকারের জন্য) সর্বাঙ্গে গরম ধোঁয়া বা ভাপ প্রয়োগ, vapour bath. বাষ্পাকুল বিণ. অশ্রুপূর্ণ (বাষ্পাকুল নয়ন)। বাষ্পায়ন বি. বাষ্পে পরিণত বা রূপান্তরিত করা। বাষ্পী-ভবন বি. বাষ্পে রূপান্তরিত বা পরিণত হওয়া। বাষ্পীয় বিণ. 1 বাষ্পসংক্রান্ত; 2 বাষ্পচালিত (বাষ্পীয় পোত)। 91)
বুরুজ
(p. 633) buruja বি. 1 দুর্গপ্রাকারাদির বাইরের দিকে প্রসারিত অংশবিশেষ, গুম্বজ; 2 তাসখেলাবিশেষ। [আ. বুর্জ্]। 41)
ভঙ্গিল
(p. 655) bhaṅgila বিণ. 1 ভঙ্গপ্রবণ, ভঙ্গুর; 2 ভাঁজযুক্ত (ভঙ্গিল পর্বত, folded mountain)। [সং. ভঙ্গ + ইল]। 21)
ভঙ্গুর
(p. 655) bhaṅgura বিণ. 1 সহজেই বা একটুতেই ভেঙে যায় এমন, ভঙ্গপ্রবন; 2 (আল.) ক্ষণস্হায়ী, নশ্বর (ভঙ্গুর জীবন)। [সং. √ ভন্জ্ + উর]। বি. ̃ তা। 22)
রগড়2
(p. 731) ragaḍ়2 বি. মজা, কৌতুক, ঠাট্টাতামাশা। [হি. রগড়-তু. সং. রঙ্গ]। রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন। 22)
রঙ্গ2
(p. 733) raṅga2 বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ। 4)
রঙ্গিলা2
(p. 733) raṅgilā2 বিণ. 1 রঙ্গপ্রিয়, রঙ্গকারী 2 স্ফূর্তিবাজ। [হি.]। 13)
রঙ্গিয়া
(p. 733) raṅgiẏā বিণ. (প্রা. কা.) 1 রসিক, রঙ্গপ্রিয় 2 রসিকা, রঙ্গপ্রিয়া। [বাং. রঙ্গ2 + ইয়া]। 10)
রাগ
(p. 738) rāga বি. 1 রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); 2 রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); 3 প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); 4 (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); 5 সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; 6 সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ দ্বেষ বি. ক্রোধ ও হিংসা। ̃ প্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। ̃ রাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন। 38)
হুজুগ, হুজুক
(p. 871) hujuga, hujuka বি. 1 সামান্য কোনো বিষয়ে ব্যাপক উত্তেজনা; 2 ফ্যাশন (হুজুগে মত্ত হওয়া, নতুন নতুন হুজুগ); 3 গুজব। [আ. হুজুম্]। হুজুগে, হুজুকে বিণ. হুজুগপ্রিয়; হুজুগে মাতে এমন। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730449
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942624
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us