(p. 261) gauraba বি. 1 গুরুত্ব (বিষয়গৌরব); 2 মহিমা, গরিমা; 3 মর্যাদা, কদর, সম্মান (তিনি আমাদের গৌরব বৃদ্ধি করেছেন) ; 4 গর্ব (অতীত নিয়ে গৌরব করা)। [সং. গুরু + অ]। ̃ চ্যুত বিণ. মর্যাদা বা সম্মান থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ শালী (-লিন্) বিণ. মর্যাদাপূর্ণ; মহিমান্বিত; মহনীয়। ̃ হানি বি. গৌরব বা মর্যাদা হারানো। গৌরবান্বিত, গৌরবিত বিণ. গৌরবযুক্ত। গৌরবান্বিতা বিণ. (স্ত্রী.) 1 গৌরবযুক্তা; 2 গর্বিতা, গরবিনি। গৌরবোজ্জ্বল বিণ. মর্যাদা বা গৌরবে পূর্ণ (আমাদের সাহিত্যের গৌরবোজ্জ্বল যুগ)। 31)