Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গর্জন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়ম্বর
(p. 85) āḍ়mbara 1 জাঁকজমক, ঘটা, সমারোহ (মহা আড়ম্বরে মেয়ের বিয়ে দিলেন); 2 মেঘের গর্জন; 3 রণবাদ্য; 4 গর্ব। [সং. আ+ √ ডম্ব্ + অর]। ̃ বর্জিত, ̃ শূন্য, ̃ হীন বিণ. জাঁকজমকহীন, সরল। 88)
আরব2
(p. 104) āraba2 বি. উচ্চ ধ্বনি; গর্জন। [সং. আ + √রু+ অ]। 9)
গজরা
(p. 236) gajarā ক্রি. চাপা গর্জন করা; বৃথা আক্রোশে গজগজ করা (খাঁচায় বাঘটা গজরাচ্ছে). [ সং. √গর্জ্ (বাং. গজ্র ধ্বনিবিপর্যয়ে) + আ]। ̃ নো ক্রি. গজরা। বি. গর্জন। গজরানি বি. চাপা গর্জন। 18)
গড়-গড়
(p. 236) gaḍ়-gaḍ় বি. অব্য. মেঘগর্জন, গড়িয়ে যাওয়া, গাড়ি চলা ইত্যাদির শব্দ। গড়গড় করে ক্রি-বিণ. অতি সহজে, অবাধে, অবলীলাক্রমে (গড়গড় করে মুখস্হ বলা)। 34)
গর-গর1, গর্-গর্
(p. 242) gara-gara1, gar-gar অব্য. ক্রোধাদি লক্ষণপ্রকাশক। গরগর করা ক্রি. বি. 1 রাগের ভাব প্রকাশ করা, গর্জন করা (রাগে গরগর করতে লাগল); 2 টকটকে লাল করা (চোখ গরগর করা)। গর-গরে বিণ. গরগর ভাবযুক্ত; গরগর শব্দযুক্ত। 9)
গর্জ-মান
(p. 243) garja-māna বিণ. গর্জন করছে এমন, গর্জনরত (মাথার উপর গর্জমান মেঘ)। [সং. √গর্জ্ + মান (শানচ্)]। 8)
গর্জক
(p. 243) garjaka বিণ. গর্জনকারী। [সং. √গর্জ্ + অক]। 6)
গর্জন
(p. 243) garjana বি. 1 উঁচু গম্ভীর আওয়াজ; ক্রোদ উদ্ধত্য ইত্যাদি সূচক আওয়াজ, নাদ (মেঘের গর্জন, সিংহের গর্জন)। [সং. √গর্জ্ + অন]। 7)
গর্জন তেল
(p. 243) garjana tēla বি. মাটির পুতুল প্রতিমা ইত্যাদির রঙে ঔজ্জ্বল্য দেবার জন্য এবং মালিশ হিসাবে ব্যবহার্য গাছের রসবিশেষ। [তু. সং. সর্জরস তৈল]। 9)
গর্জা
(p. 243) garjā ক্রি. গর্জন করা (গর্জিয়া উঠিল, গর্জে উঠল)। [সং. √গর্জ্ + বাং. আ]। ̃ নি বি. গর্জন; গর্জনের শব্দ। ̃ নো ক্রি. গর্জা। গর্জন (গর্জানো থেমে গেল, গর্জানো শুনেই বুঝেছি ওটা সিংহ)। 10)
গাজন
(p. 246) gājana বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়। 25)
গুরু গুরু
(p. 253) guru guru অব্য. গম্ভীর ও মৃদু মেঘগর্জন ধ্বনি ('গুরু গুরু গরজনে কাঁপি': রবীন্দ্র)। [ধ্বন্যা.]। 31)
ঘাম
(p. 269) ghāma বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ̃ তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো। 3)
জলদ-গম্ভীর
(p. 312) jalada-gambhīra বিণ. মেঘের গর্জনের মতো গম্ভীর (জলদগম্ভীর কণ্ঠ)। [সং. জলদ + গম্ভীর]। 154)
জীমূত
(p. 327) jīmūta বি. 1 মেঘ; 2 পর্বত। [সং. জী (=জীবন, জল) + √ মূ (ধারণ বা বদ্ধ করা) + ত]। ̃ নাদ, ̃ মন্দ্র বি. মেঘগর্জন, মেঘের ডাক। ̃ বাহন বি. ইন্দ্র। 17)
ডাকা
(p. 355) ḍākā ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। বি. উক্ত সব অর্থে। বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ̃ ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ̃ নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)। 18)
ডাক৩
(p. 355) ḍāka3 বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা। 12)
তর্জন
(p. 371) tarjana বি. 1 ক্রুদ্ধ গর্জন বা আস্ফালন (এই বেচারাদের উপর তর্জন করে কী লাভ?); 2 প্রবল তিরস্কার বা শাসানি; ভয়প্রদর্শন। [সং. √ তর্জ্ + অন]। ̃ গর্জন বি. প্রবল গর্জনসহ শাসানি, তিরস্কার বা আস্ফালন। 7)
দুড়-দাড়, দুড়-দুড়
(p. 411) duḍ়-dāḍ়, duḍ়-duḍ় ক্রি-বিণ. অব্য. অতি দ্রুত ও জোর পদশব্দ, মেঘগর্জন, ক্রমাগত প্রহারের শব্দ, ভয়াদি হেতু বুকের মধ্যে অব্যক্ত কম্পনের ধ্বনি ইত্যাদি ব্যঞ্জক (দুড়দাড় করে দরজা বন্ধ করা, বুকের মধ্যে দুড়দুড় করা)। [ধ্বন্যা.]। 16)
নাকসাট
(p. 452) nākasāṭa বি. নাসিকাগর্জন। [পাকসাট বা পাখসাট-এর অনুকরণে]। 2)
নাদ1
(p. 454) nāda1 বি. 1 শব্দ, ধ্বনি (শঙ্খের নাদ); 2 গর্জন (সিংহনাদ)। [সং. √ নদ্ + অ]। ̃ বিন্দু বি. চন্দ্রবিন্দু। নাদা ক্রি. (কাব্যে) গর্জন করা ('নাদে কাদম্বিনী': মধু)। নাদিত বিণ. ধ্বনিত, শব্দিত। নাদী (-দিন্) বিণ. গর্জনকারী, শব্দকারী। বি. স্ত্রী. নাদিনী। 13)
নাদা৩
(p. 454) nādā3 ক্রি. গর্জন করা। [নাদ1 দ্র]। 19)
নিনাদ
(p. 461) nināda বি. 1 শব্দ (শঙ্খনিনাদ); 2 গর্জন, চিত্কার। [সং. নি + √ নদ্ + অ]। নিনাদিত বিণ. 1 শব্দিত; ধ্বনিত (শতকণ্ঠে নিনাদিত হল); 2 গর্জনপূর্ণ। 36)
নিরন্ত
(p. 461) niranta বিণ. যার অন্ত নেই, অন্তহীন ('নিরন্ত কালোয় অন্ধ অরণ্যের মুঢ় গর্জন': শ. ঘো.)। [সং. নির্ + অন্ত]। 133)
ফুঁপা, ফোঁপা
(p. 565) phum̐pā, phōm̐pā ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ̃ নি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ̃ নো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা। 42)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535105
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140609
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730914
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943100
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us