Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গাঁথন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আল-পিন
(p. 104) āla-pina বি. কাগজপত্র গাঁথবার জন্য ধাতুর তৈরি সরু ও ছোট কীলকবিশেষ। [পো. alfinete]। 69)
উত্-সেক, উত্-সেচন
(p. 123) ut-sēka, ut-sēcana বি. 1 সেচন, উপরে সেচন; 2 উদ্রেক; 3 গর্ব, অহংকার; 4 উত্সাহদান। [সং. উত্ + √ সিচ্ + অ, অন]। উত্-সেচন ক্রিয়া গাঁজিয়ে তোলা, fermentation. 56)
কাঁটি, কাঁঠি
(p. 174) kān̐ṭi, kān̐ṭhi বি. 1 তুলসীর মালা (হরি কাঁটি); 2 একনর কণ্ঠহার (সোনার কাঁটি); 3 তুলসীর মালার গুটিকা ('ডাগর রসের কাঁঠি গাঁথ্যা পরে গলে': ব. প.); 4 জালের কাঠি। [সং. কণ্ঠী, কণ্টিকা]। 68)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কাল-বুদ
(p. 186) kāla-buda বি. 1 জুতো তৈরি করার কাঠের ফর্মা বা ছাঁচ; 2 খিলান-করা ছোট সাঁকো, culvert,; 3 খিলান গাঁথবার ফর্মা। [ফা. কাল্বুদ্]। 30)
কিণ্ব
(p. 190) kiṇba বি. 1 খমির, ফেনা, গাঁজ; 2 কলঙ্ক। [সং. √ কণ্ + ব]। 4)
ক্ষারীয়
(p. 217) kṣārīẏa বিণ. ক্ষারযুক্ত; ক্ষারধর্মী, alkaline. [সং. ক্ষার + ঈয়]। ক্ষারীয় সন্ধান বি. ক্ষার সহযোগে গাঁজন, alkaline fermentation. 30)
খামি2, খামির
(p. 226) khāmi2, khāmira বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি করার গাঁজ, yeast. [আ. খমীর]। খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ। 73)
খিলান2
(p. 230) khilāna2 বি. ইট পাথর প্রভৃতি দিয়ে তৈরি অর্ধগোলাকার গাঁথনিবিশেষ, arch. [দেশি]। 7)
গঞ্জিকা
(p. 236) gañjikā বি. গাঁজা, সিদ্ধি গাছের জটা। ['গাঁজা' শব্দকে সংস্কৃতরূপ দানের জন্য গঠিত]। ̃ সেবী (-বিন্) বিণ. বি. গাঁজাখোর। 26)
গনা, গণা
(p. 240) ganā, gaṇā ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ̃ গনতি, ̃ গুনতি, ̃ গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন। 8)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গন্ধলি
(p. 240) gandhali বি. গাঁদা ফুল। [দেশি]। 20)
গন্ধী
(p. 240) gandhī (-ন্ধিন্) বিণ. গন্ধযুক্ত। বি. 1 গন্ধবণিক; 2 গাঁধিপোকা। [সং. গন্ধ + ইন্]। 22)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গাঁই
(p. 245) gām̐i বি. আদি বাসস্হান অনুযায়ী ব্রাহ্মণদের শ্রেণি। [সং. গ্রামীণ বা গ্রামিণ্ (=গ্রামী)]। 14)
গাঁই-গুঁই
(p. 245) gām̐i-gum̐i অব্য. অনিচ্ছা বা অসম্মতিসূচক অস্পষ্ট ধ্বনি বা অভিব্যক্তি (তাকে যেতে বললাম বটে, কিন্তু সে তো গাঁইগুইঁ করতে লাগল)। 15)
গাঁইতি
(p. 245) gām̐iti দ্র গাঁতি2। 16)
গাঁইয়া
(p. 245) gām̐iẏā বিণ. গেঁয়ো; গেঁয়ো স্বভাববিশিষ্ট। [বাং. গাঁ + ইয়া]।
গাঁক-গ্যাঁক, গাঁ-গাঁ
(p. 246) gān̐ka-gyān̐ka, gā-n̐gā অব্য. 1 ষাঁড় বা ওইজাতীয় পশুর ক্রুদ্ধ আওয়াজবিশেষ ; 2 উত্কট চিত্কার; 3 উত্কটভাবে চিত্কার করে কথা বলার ভাবপ্রকাশক (সে এত গাঁকগাঁক করে কথা বলে যে কানে তালা লেগে যায়)। [ধ্বন্যা.]। 2)
গাঁজ, গাঁজলা
(p. 246) gān̐ja, gān̐jalā বি. ফেনা, froth; খামির। [দেশি]। গাঁজন বি. পচন, গেঁজে ওঠা, মাতন fermentation. 3)
গাঁজা1
(p. 246) gān̐jā1 বি. গঞ্জিকা, সিদ্ধি গাছের জটা থেকে প্রস্তুত মাদকবিশেষ ; 2 (আল.) অবাস্তব বা অলীক কথা। [সং. গঞ্জা (=সুরাগৃহ) হি. গাঞ্জা]। গাঁজা খাওয়া ক্রি. বি. 1 গাঁজার ধোঁয়া পান করা; 2 (আল.) অলীক ও বানানো কথা বলা (গাঁজা খেয়ে কথা বলছ নাকি?)। ̃ খোর বিণ. বি. গাঁজা খেতে অভ্যস্ত (ব্যক্তি), গেঁজেল। ̃ খুরি বিণ. গাঁজাখোরের স্বপ্ন দেখার মতো আজগুবি; বিশ্বাস করা যায় না এমন। ̃ নো ক্রি. বাজে কথায় মত্ত হয়ে সময় নষ্ট করা। বি. উক্ত অর্থে। 4)
গাঁজা2
(p. 246) gān̐jā2 ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √গাঁজ + আ]। ̃ নো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো। বি. বিণ. উক্ত অর্থে। 5)
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534755
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730446
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942624
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us