(p. 312) jaṭā বি. 1 বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি, জট; 2 কেশর; 3 গাছের ঝুরি (বটের জটা)। [সং. √ জট (পরস্পর লগ্ন) + অ + আ]। ̃ জাল, ̃ জূট বি. জটারাশি; লম্বিত অবিন্যস্ত কেশরাশি। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ জূট-ধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)। বি. জটাধারী শিব। ̃ মাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ। ̃ ল বিণ. জটাযুক্ত। 20)