Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ্রহেরা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকচ
(p. 1) akaca বিণ. 1 কচ অর্থাত্ চুল নেই এমন, কেশহীন, নেড়া; 2 কেতুগ্রহের নাম (কেশহীন, যেহেতু মস্তকহীন)। [সং. ন+কচ]। 17)
অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অঙ্গুরি, অঙ্গুরী, অঙ্গুরীয়, অঙ্গরীয়ক
(p. 8) aṅguri, aṅgurī, aṅgurīẏa, aṅgarīẏaka বি. 1 আংটি; 2 শনিগ্রহের বলয় বা বেষ্টনী, ring of the Saturn. [সং. অঙ্গুরীয়ক অঙ্গুরি+ঈয়+ক]। 48)
অনুভূ
(p. 30) anubhū বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]। 7)
অন্তর্দশা
(p. 32) antardaśā বি. (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। [সং. অন্তর্ + দশা]। 51)
আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
উশনা
(p. 139) uśanā (-নস্) বি. 1 দৈত্যগুরু, শুক্রাচার্য; 2 শুক্রগ্রহের অধিদেবতা; 3 শুক্রগ্রহ। [সং. √ বশ্ (=কান্তি) + অনস্]। 6)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
গেরো2
(p. 256) gērō2 বি. ফ্যাসাদ; বিপদ, ফের (কপালের গেরো); কুগ্রহ, গ্রহের অমঙ্গলজনক ক্রিয়া। [সং. গ্রহ]। 32)
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
তুঙ্গ
(p. 375) tuṅga বিণ. উঁচু, উন্নত (তুঙ্গশৃঙ্গ, তুঙ্গনাসিকা)। তু. উত্তুঙ্গ। বি. 1 সর্বোচ্চ স্হান বা শেষ সীমা (অসন্তোষ তুঙ্গে উঠেছে); 2 (জ্যোতিষ.) রাশিচক্র উঁচু স্হানে অবস্হিত গ্রহ (তুঙ্গে বৃহস্পতি)। [সং. √ তুন্জ্ + অ]। তুঙ্গী (-ঙ্গিন্) বিণ. (আল.) উঁচুতে অবস্হিত ('তুঙ্গী গ্রহেরা হবে বাসরের প্রহরী': সু. দ; 'তুঙ্গী মেঘ শুভ্রকেশ': বিষ্ণু)। 181)
দোষ
(p. 425) dōṣa বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ ণ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ ল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণী। দোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন। 10)
পড়তা
(p. 486) paḍ়tā বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে); 4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]। 35)
পৃথিবী
(p. 530) pṛthibī বি. 1 সূর্যকে প্রদক্ষিণকারী নবগ্রহের অন্যতম গ্রহবিশেষ; 2 ভূমণ্ডল; ভূ, ধরা, ধরণী, জগত্, পৃথ্বী। [সং. √ প্রথ্ + ইব + ঈ]। ̃ পতি বি. ভূপতি, রাজা, সম্রাট। ̃ ব্যাপী বিণ. পৃথিবী জুড়ে হচ্ছে এমন (পৃথিবীব্যাপী দূষণ)। ̃ শ বি. রাজা, সম্রাট। 12)
প্রসাদ
(p. 552) prasāda বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ ন, ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য। 6)
বিলোকন
(p. 626) bilōkana বি. আগ্রহের সঙ্গে দেখা, অবলোকন। [সং. বি + √ লোক্ + অন]। বিলোকিত বিণ. অবলোকিত, ভালোভাবে বা সাগ্রহে দৃষ্ট। 12)
বৃহস্পতি
(p. 633) bṛhaspati বি. 1 দেবগুরু; 2 মহাপণ্ডিত; 3 গ্রহবিশেষ; 4 সপ্তাহের বারবিশেষ। [সং. বৃহত্ + পতি]। একাদশ বৃহস্পতি 1 (জ্যোতিষ.) জাতকের রাশিচক্রের একাদশ কক্ষে বৃহস্পতি-গ্রহের অবস্হান; 2 (আল.) অত্যন্ত শুভ বা উন্নতির সময়। বুদ্ধিতে বৃহস্পতি অতি বুদ্ধিমান। বৃহস্পতিবারের বারবেলা বি. জ্যোতিষশাস্ত্রমতে বৃহস্পতিবারের যে সময়ে শুভকাজ নিষিদ্ধ। 90)
রন্ধ্র
(p. 733) randhra বি. 1 ছিদ্র, গর্ত (রন্ধ্রে প্রবেশ করা); 2 ত্রুটি, দোষ; 3 ফাঁক (নীরন্ধ্র অন্ধকার); 4 (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হান, বিনাশস্হান। [সং. √ রধ্ + র ন্ আগম]। রন্ধ্রগত শনি (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হানে শনিগ্রহের অবস্হান, যা জাতকের মৃত্যু সূচিত কর। রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)। 60)
শনি
(p. 769) śani বি. 1 সূর্যপুত্র; 2 অশুভ বলে পরিচিত গ্রহবিশেষ (শনির দশা); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (আল.) শত্রু. সর্বনাশকারী। [সং. √ শো + অনি]। শনির দশা শনিগ্রহের ভোগফল; দূরবস্হা। শনির দৃষ্টি (আল.) অতি দুঃসময় বা দুর্দশা। ̃ বার বি. সপ্তাহের সপ্তম বা শেষ দিন-শনিদেব এই দিনের অধিদেবতা বলে জ্ঞাত। 32)
শুভ
(p. 781) śubha বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকররচিত গণিতশাস্ত্র। ̃ দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ - শুভকাল ও শুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী। শুভানন বিণ. সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা। শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গল ও অমঙ্গল। 48)
সাগ্রহ
(p. 823) sāgraha বিণ. আগ্রহের সঙ্গে, আগ্রহপূর্ণ। [সং. সহ + আগ্রহ]। সাগ্রহে ক্রি-বিণ. আগ্রহের সঙ্গে (সাগ্রহে রাজি হওয়া)। 25)
হাত
(p. 865) hāta বি. 1 প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানোনামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 2 চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); 4 প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); 5 সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। ̃ কড়া, ̃ কড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা। &tilde ; করাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে। ̃ কাটা বিণ. 1 হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); 2 বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)। হাত কামড়ানো ক্রি. বি. আপশোস করা। ̃ খরচ, ̃ খরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়। ̃ খালি বিণ. 1 রিক্তহস্ত; 2 হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; 3 নিরাভরণ হাতবিশিষ্ট। ̃ খোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল। হাত গুটানো ক্রি. বি. নিরস্ত হওয়া। হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা। ̃ ঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch). হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা। ̃ চালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা। হাত চালানো ক্রি. বি. দ্রুত কাজ করা। ̃ চিঠা, (কথ্য) &tilde ; চিঠে বি. ছোটো চিঠি বা রসিদ। ̃ ছাড়া বিণ. 1 বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); 2 আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)। ̃ ছানি বি. হাত নেডে ইশারা। হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা। হাত জোড়া থাকা ক্রি. বি. কাজে ব্যস্ত থাকা। হাত তোলা ক্রি. বি. প্রহারের জন্য বা সমর্থনের জন্য হাত উঁচু করা। ̃ টান বি. কৃপণতা; (ছিঁচকে) চুরির অভ্যাস। ̃ ড়া, ̃ ড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]। ̃ তালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই। ̃ তোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল। হাত দেওয়া ক্রি. বি. 1 সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া। হাত দেখা ক্রি. বি. 1 হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; 2 নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা। ̃ ধরা বিণ. বশীভূত। হাত ধুয়ে বসা ক্রি. বি. 1 আশা বা সম্পর্ক ত্যাগ করা; 2 দায়িত্ব না রাখা; 3 (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া ক্রি. বি. 1 হস্তক্ষেপ হওয়া; 2 স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা। হাত পাকানো ক্রি. বি. 1 অভ্যাসদ্বারা পটু হওয়া; 2 প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া। &tilde ; পাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়। হাত-পা চলা ক্রি. বি. যুগপত্ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা। হাত-পা না ওঠা ক্রি. বি. অত্যন্ত ভীত ও ভরসাহীন হওয়া। হাত-পা-বাঁধা বিণ. নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. 1 উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; 2 নিতান্ত অপাত্রে কন্যাদান করা। হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া। হাত পা বার হওয়া ক্রি. বি. 1 অতিশয় অতিরঞ্জিত হওয়া; 2 কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া। ̃ বদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর। ̃ বাক্স বি. (প্রধানত টাকাকডি রাখবার জন্য) ছোটো বাক্সবিশেষ। হাত বাড়ানো ক্রি. বি. 1 কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; 2 (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা। ̃ ভরা বিণ. করতল ভরে যায় এমন। ̃ ভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ। ̃ মোজা বি. দস্তানা। ̃ যশ বি. (প্রধানত চিকিত্সকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।থ ̃ সই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ। ̃ সাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা। ̃ সুতা, (কথ্য) ̃ সুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)। হাতেখড়ি বি. 1 খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; 2 (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ। হাতে-গড়া বিণ. হাত দিয়ে তৈরি। হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা। হাতে নয় ভাতে মারা ক্রি. বি. প্রহার না করে কেবল উপবাসী রেখে দুর্বল করা। হাতেনাতে ক্রি-বিণ. 1 অপরাধের প্রমাণসহ; 2 বমাল; 3 অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)। হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা। হাতে পাওয়া ক্রি. বি. অধিকারে বা তাঁরে পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক। হাতেপাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে। হাতে-পায়ে ক্রি-বিণ. 1 একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); 2 স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)। হাতে বেড়ি পড়া ক্রি. বি. (আল.) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা ক্রি. বি. 1 শুধু হাত দিয়েই মাথা কাটা; 2 (আল.) অতিশয় কঠোরভাবাপন্ন বা ক্ষমাহীন হওয়া। হাতে মারা ক্রি. বি. প্রহার করা (কথায় না মেরে হাতে মারা=তিরস্কার না করে প্রহার করা)। হাতের জল না গলা ক্রি. বি. অতিশয় কৃপণ হওয়া। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ক্রি. বি. হেলায় সুযোগ হারানো। হাতেহাতে ক্রি-বিণ. 1 সঙ্গে সঙ্গে, অবিলম্বে; 2 সরাসরি (হাতেহাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); 3 এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)। এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]। কপালে হাত দেওয়া ক্রি. বি. ভাগ্যের দোহাই দেওয়া। কাঁচা হাত 1 অপটু হাত; 2 দক্ষতার অভাব; 3 অনভিজ্ঞতা। পাকা হাত 1 পটু হাত; 2 দক্ষতা; 3 অভিজ্ঞতা। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534990
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140521
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730767
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942967
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us