Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘুরছে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

এরূপ
(p. 149) ērūpa বি. সর্ব. বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. এইরকম (এরূপ কথা শুনি, এরূপই হবার কথা, পৃথিবী এরূপ ঘুরছে, এরূপ প্রখর তেজ)। [বাং. এ (এই) + রূপ]। 7)
ঘুর
(p. 270) ghura বি. 1 ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া); 2 ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ; 3 দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে); 4 ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)। বিণ. 1 অসরল, সোজার বিপরীত (ঘুর পথ); 2 গাঢ় (ঘুরঘুট্টি)। [সং. ঘূর্ণ]। ̃ ন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)। ̃ পথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত। ̃ পাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা। ̃ পাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)। 4)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
ঘূর্ণ
(p. 270) ghūrṇa বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ ন বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন। 21)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চক্র-বত্
(p. 274) cakra-bat বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]। 19)
বন-বন1
(p. 575) bana-bana1 বি. অতি দ্রুতবেগে ঘোরার ভাব (লাট্টুটা বনবন করে ঘুরছে)। [ধ্বন্যা.]। 63)
বাঁই বাঁই
(p. 590) bām̐i bām̐i বি. জোরে ঘোরার ভাব। [ধ্বন্যা.]। বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)। 33)
ভ্রম-মাণ
(p. 670) bhrama-māṇa বি. ভ্রমণ করছে এমন, পর্যটনকারী; ঘুরছে এমন। [সং √ ভ্রম্ + শানচ্] 117)
মাথা
(p. 692) māthā বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ̃ .ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ̃ .খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ̃ .গরম বি. রাগ, ক্রোধ। বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ̃ .পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ̃ .পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ̃ .ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ̃ .মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ̃ লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 118)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730457
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942637
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696610
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us