Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চণ্ডী) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখল
(p. 6) akhala বিণ. খল বা কুটিল নয় এমন; ছলনাশূন্য, সরল; কুটিলতাহীন ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.)। [সং. ন+খল]। বিণ. (স্ত্রী) অখলা। 2)
অঘোর2
(p. 8) aghōra2 বিণ. 1 অতি ঘোর, ভীষণ, প্রচণ্ড, অত্যধিক ('অঘোর বাদল': ধ. ম.); 2 বেহুঁশ, অচেতন, সংজ্ঞাহীন ('পড়ে আছে হইয়ে অঘোর'; দে. সে.)। [বাং. অ (অতি বা সম্যক অর্থে) + সং. ঘোর]। 22)
অজ্ঞান
(p. 8) ajñāna বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। 132)
অত্যুগ্র
(p. 14) atyugra বিণ. 1 অতিশয় উগ্র বা তীব্র, অতিরিক্ত কটু; 2 প্রচণ্ড (অত্যুগ্র স্বভাব)। [সং. অতি+উগ্র]। 54)
অন্তে-বাসী
(p. 34) antē-bāsī (-সিন্) বি. 1 গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; 2 গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]। 33)
অন্ত্য
(p. 34) antya বিণ. 1 অন্তিম, শেষ (অন্ত্য বর্ণ, অন্যেষ্টি); চরম; 2 অবশিষ্ট; 3 শূদ্রবংশজাত। [সং. অন্ত + য]। ̃ জ বিণ. নীচবংশজাত; নীচ। বি. নীচজাতি; শূদ্র; চণ্ডাল। ̃ বর্ণ বি. (শব্দাদির) শেষ বর্ণ। 34)
অপভাষ
(p. 34) apabhāṣa বি. নিন্দা, অপবাদ ('শুনিলে হইবে অপভাষ': চণ্ডী)। [সং. অপ + ভাষ]। 113)
অমিয়, অমিয়া
(p. 57) amiẏa, amiẏā বি. (কাব্যে) অমৃত ('অমিয়া সাগরে সিনান': চণ্ডী)। বিণ. অমৃততুল্য, অতি মধুর (অমিয় বাণী)। [সং. অমৃত ]। 35)
অসকাল
(p. 67) asakāla বি. 1 অসময়; 2 অবসান; 3 সন্ধ্যা, দিনের শেষ ('বেলি অসকাল': চণ্ডী.)। [বাং. অ + সকাল]। 51)
আক-কুটে, আক-খুটে
(p. 80) āka-kuṭē, āka-khuṭē বিণ. 1 জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো; 2 উড়নচণ্ডী; অমিতব্যয়ী। [দেশি]। 19)
আগি
(p. 82) āgi বি. (ব্রজ.) আগুন ('হৃদয়ে জ্বলত মঝু আগি': চণ্ডী)। [প্রাক্. আগ্গি সং. অগ্নি]। 61)
আগিলা
(p. 82) āgilā বিণ. সামনের, সামনে রয়েছে এমন ('আগিলা ঘাটে সে নায়': চণ্ডী)। [বাং. আগ + ইলা (তু. পাছিলা)]। 62)
আদলি, আধলি
(p. 89) ādali, ādhali বি. আধখানা হাঁড়ি; চারা রোপণের জন্য ব্যবহৃত ভাঙা হাঁড়ির আধখানা ('আদলি উপরে কেবা কদলি রোপলি রে': চণ্ডী)। [সং. অর্ধস্হালী] 58)
আন1
(p. 89) āna1 বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন ('আন পথে যাই': চণ্ডী)। [সং. অন্য]। 119)
আলা2
(p. 106) ālā2 বি. আলো বা আলোকিত অবস্হা ('আলার ভিতরে কালাটি রয়েছে': চণ্ডী; আলায় আলায় চলে যাই)। বিণ. আলোকিত; উদ্ভাসিত ('ভুবন হয়েছে আলা')। [সং. আলোক]। 16)
আসক
(p. 108) āsaka বি. (প্রা. বাং.) অনুরাগ, প্রেম ('পিরীতি আসকে সদাই থাকিব': চণ্ডী)। [ সং. আসক্তি]। 44)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
উচ্চণ্ড
(p. 119) uccaṇḍa বিণ. 1 প্রচণ্ড; 2 অতি কোপন; 3 ভয়ানক; 4 ক্ষিপ্রকারী, ক্ষিপ্রতাযুক্ত। [সং. উত্ + √ চণ্ড্ + অ]। 30)
উড়ন-চণ্ডী
(p. 119) uḍ়na-caṇḍī বিণ. (স্ত্রী.) অপব্যয়ী; অমিতব্যয়ী। [দেশি]। পুং. উড়ন-চণ্ডে। 91)
উড়ন-পেকে
(p. 119) uḍ়na-pēkē বিণ. উড়নচণ্ডে -র অনুরূপ। 92)
উন্মাদ
(p. 130) unmāda বি. উন্মত্ততা, পাগলামি (উন্মাদরোগ)। বিণ. ক্ষিপ্ত, পাগল; হিতাহিত জ্ঞানহারা; প্রচণ্ড (উন্মাদ বেগ)। [সং. উত্ + √ মদ্ + অ]। 15)
উলুই
(p. 133) ului (বর্ত. অপ্র.) বিণ. উড়নচণ্ডী; অপব্যয়ী। [বাং. উড়া]। 163)
উল্বণ
(p. 133) ulbaṇa বিণ. 1 তীক্ষ্ণ; প্রচণ্ড ('নিষাদের উল্বণ উল্লাস': সু. দ.); 2 সুস্পষ্ট। বি. বায়ু পিত্ত ইত্যাদির প্রাবল্যজনিত রোগবিশেষ। [সং. উদ্ + √ লু + অন]। 168)
ওর1
(p. 153) ōra1 বি. (বৈ. সা.) অন্ত, পার, সীমা ('রূপের নাহিক ওর': চণ্ডী)। [হি. ওর]। 43)
ওলা-বিবি
(p. 153) ōlā-bibi বি. ওলাইচণ্ডীকে মুসলমানদের দেওয়া নাম। [বাং. ওলা + তুর্. বিবি]। 61)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us